ঋতুপর্ণাকে নিয়ে জল্পনা

 প্রচারঃ ২ঃ৩৫, ২৮ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

ঋতুপর্ণা সেনগুপ্ত 

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার তাকে নিয়ে নতুন জল্পনায় মিডিয়া অঙ্গনের মানুষেরা। কারণ একই ফ্রেমে ওপার বাংলার তারকা জিৎ - এর সঙ্গে ঋতুপর্ণা। এ দৃশ্যে দেখে দর্শকদের মনে জেগে উঠেছে প্রশ্ন, তবে কি ফের একসঙ্গে বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি ? এমন প্রশ্নের জবাব দেন অভিনেতা জিৎ।  বলেন, 'আমায় দেখে কি মনে হচ্ছে ? এখন তো শুধু অনুষ্ঠানে, এলাম, ভবিষ্যতে হয়তো একসঙ্গেই পর্দায় দেখা যাবে।' সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলেন,অবশ্যই ! প্রযোজক চাইলে আবার একসঙ্গে কাজ করব।' প্রসঙ্গত, চলতি জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ছবি 'ম্যাডাম সেনগুপ্ত' । ছবির রেশ এখনো কাটেনি। তার মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে নতুন অভিযান, ভারতের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এ রহস্যে ঘেরা সিনেমা। প্রযোজনা সংস্থা ইতোমধ্যে ঘোষণা করেছে, আসছে 'ম্যাডাম সেনগুপ্ত ২'। আর সেই ছবির মুখ আবারও ঋতুপর্ণা। তবে এবার একেবারে নতুন গল্প, আগের ছবির রহস্যের সঙ্গে কোনো সংযোগ নেই বলেই ইঙ্গিত নির্মাতাদের। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...