প্রচারঃ ৪ঃ৩২,৩১ জুলাই, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
মনিরা মিঠু |
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন অনেক নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোন কাজ নেই। বেঁচে থাকাও কঠিন হয়ে যাচ্ছে। এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। জানালেন, আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছেন তিনি। তার আয়ের আর কোনো উৎস নেই। অভিনয় করেই তার সংসার চলে। আক্ষেপের সুরে এ অভিনেত্রী বলেন, বেঁচে থাকতে তাঁকে মূল্যায়ন করা না হলে মৃত্যৃর পর কেউ যেন আফসোস না করে। মৌ শিখার এমন মন্তব্যে তার পাঁশে থাকার কথা জানিয়েছেন মনিরা মিঠু। মৌ শিখার পাঁশে দাঁড়ানোর প্রতিশ্রতি দিয়ে মনিরা মিঠু বলেন, 'ভয় নেই শিখা, আমরা দুজন মিলে চায়ের টং দোকান দেব। আমাদের হাতে সবাই চা,কফি,বিস্কুট খেতে চাইবে। লম্বা লাইন ধরে সবাই খাবে।' উল্লেখ্য অভিনেত্রী মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাঁকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন