ঈশিতার রুপোর ঝলক

 প্রচারঃ ১০ঃ৫২ ০১ আগষ্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

রুমানা রশীদ ঈশিতা 

নব্বই দশক মাতানো টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। এর বাইরেও তিনি একজন মডেল,গায়িকা,নৃত্যৃশিল্পী,লেখিকা এবং শিক্ষিকা। একটা সময় নান্দনিক অভিনয় দিয়ে দর্শক মাতালেও এখন খুব একটা অভিনয়ে দেখা যায়  না। অভিনয়ে না পাওয়া গেলেও মাঝেমধ্যেই নন্দিত এ অভিনেত্রী হাজির হন নতুন নতুন গান নিয়ে। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর গানে ফিরলেন তিনি। সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে তার নতুন গান 'রুপোর ঝলক'। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী এবং ঈশান মিত্র। ঈশিতা বলেন, "আসিফ ইকবাল ভাই একবার আমাকে 'রুপোর ঝলক' গানটির কথা বলেছেন। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি এবং ঈশান  মিত্র। ঈশিতা বলেন, "আসিফ ইকবাল ভাই একবার আমাকে 'রুপোর ঝলক' গানটির কথা বলেছিলেন। তখন আমি জানিয়েছিলাম, কেন করব না, অবশ্যই করব। তারপরই গানটি গাওয়া হয়। কিন্তু গানটি করার সময়ও জানতাম না যে গানটি  কোথায় যাবে। গানটা আমার কাছে খুব ভালো লেগেছিল, সে কারণে এগুলো নিয়ে আর কিছু জিজ্ঞেস করা হয়নি। পরে দেখলাম এটা 'নসিব' নাটকে ব্যবহৃত হয়েছে।" এখন ব্যস্ততা কি নিয়ে ? এ  নিয়ে তিনি জানান, 'এখন শোবিজ নিয়ে আমার কোনো ব্যস্ততা নেই । যতটুকু ব্যস্ত সেটা নিজেকে নিয়ে, পরিবার নিয়ে। আমার ছেলেটা সামনে ষোলো এবং মেয়েটা দশে পা দেবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...