প্রচারঃ ১০ঃ৫৫, ০৬ জুলাই, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
সম্রাট |
দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক ষ্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হয়েছে তরুণ কণ্ঠশিল্পী সম্রাট আহমেদের মৌলিক গান 'এ শ্রাবণ'। এটি লিখেছেন সুর করেছেন শিল্পী নিজেই । সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। সম্রাট ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঢাকার প্রতিযোগী। প্রকাশিত গানটি নিয়ে তিনি বলেন, 'যারা একটু ফিল্মিক এবং মানসম্মত গান পছন্দ করেন তাদের এটি বেশ ভালো লাগবে। গানটি ডিএমএসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক,স্পটিফাই, আপেল মিউজিক সহ দেশি - বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন