নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান এর 'নীল আকাশ'

 প্রচারঃ ২ঃ১৮, ৮ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আনন্দিতা খান 


বাংলাদেশের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান সম্প্রতি যুক্তরাজ্যে 'নীল আকাশ' নামক একটি সৃজনশীল প্রকল্পে কাজ করছেন। এটি জলবায়ু পরিবর্তনজনিত সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এ প্রকল্পটি সামপাদ সাউথ এশিয়ান আর্টস অ্যান্ড হেরিটেজ - এর সহযোগিতায় এবং ব্রিটিশ কাউন্সিলের 'কানেকশন থ্রো কালচার'র অনুদানে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন এ নৃত্যশিল্পী। যুক্তরাজ্যে আসার আগে আনন্দিতা সুনামগঞ্জে মাঠপর্যায়ে গবেষণা করেন, যেখানে তিনি বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ করেন। বার্মিংহামে এসে তিনি স্থানীয় শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার মতে, 'নৃত্য এমন এক শক্তিশালী ভাষা, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।' আগামী ৭ জুলাই মিডল্যান্ডস আর্টস সেন্টারে এর প্রথম উপস্থাপনা অনুষ্ঠিত হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...