উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি

 প্রচারঃ ৮ঃ৩২,১৯ আগস্ট,২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তানিয়া বৃষ্টি 

কিছুদিন আগে 'জয়িতার দিনরাত্রি' নামে একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বর্তমান প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শহরে জীবনের সাধারণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। প্রচারের পর এ গল্পটাই বৃষ্টির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে। সাধারণ থেকে বেপরোয়া হয়ে ওঠা এক মেয়ের গল্প এটি। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এ নাটকটি এরইমধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, 'সম্প্রতি যত নাটকে অভিনয় করেছি তারমধ্যে এটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা নির্মাতা তুহিন ভাইয়ের প্রতি। এদিকে কাছাকাছি সময়ে ইউটিউবে আরও প্রকাশ হয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নাটক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...