প্রচারঃ ১১ঃ৪০, ২০ আগস্ট, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
অপু বিশ্বাস |
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ভক্তদের আগ্রহ বা ভালোবাসা একটুও কমেনি। বরং সিনেমার চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই আলোচনার ঝড় বেশি বইছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রাক্তন স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্ত মহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন,অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন।
এমন সময়ে এক পডকাস্টে এসে অপু বিশ্বাস বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, নীরব থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয়। সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেননি। তবে তার অ্যাডমিনরা শাকিব - বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল, যা তিনি দেখেছেন। অপু বিশ্বাস বলেন, আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখেনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামারি কিছু মনে হয়নি।' তিনি আরও যোগ করেন, ১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক, আমর ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন