বিটিভির 'মালঞ্চ' - এ গাইলেন তানজিনা রুমা

 প্রচারঃ ৯ঃ৩৫, ১ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তানজিনা রুমা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র নিজস্ব প্রযোজনায় নির্মিত গানের অনুষ্ঠান 'মালঞ্চ' - এ গাইলেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা রুমা। শিল্পী জানিয়েছেন, অনুষ্ঠানে তিনি নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। সুর ও সংগীতায়োজন করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এ গান প্রসঙ্গে তানজিনা রুমা বলেন, 'গানটির কথা আমার খুব ভালো লেগেছে। সুরও অসাধারণ হয়েছে। চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেটাকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানি না কতটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি, শ্রোতা - দর্শকের  ভালো লাগবে। 'মালঞ্চ'র এ পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। অডিও গানের পাশাপাশি মাঝে মধ্যে প্লেব্যাকেও দেখা যায় এ সংগীতশিল্পীকে। সর্বশেষ 'হৃদ মাঝারে রাখিব' নামে একটি সিনেমায় তিনি গান করেছেন। তানজিনা রুমার প্রথম প্রকাশিত গানের অ্যালবাম ২০০১ সালে প্রকাশ হয়। 'নাম বন্ধু তুমি কোথায়'। পরবর্তীতে 'ভালোবাসার প্রথম চিঠি', 'নীল জোছনা','মেঘের দেশে', 'লুকোচুরি','সমীরণ' সহ আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন ধারাবাহিক নিয়ে আসছেন লাভলু

 প্রচারঃ ১২ঃ২২, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ  নাটকের শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি (বাম থেকে) আরফান, সিনথিয়া,লাভলু,তাসদিক নমিরা ও আখম হ...