প্রচারঃ ১২ঃ২২, ০৪ সেপ্টেম্বর, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
| নাটকের শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি (বাম থেকে) আরফান, সিনথিয়া,লাভলু,তাসদিক নমিরা ও আখম হাসান |
গ্রামীণ পটভূমির গল্পের নাটকের জন্য নির্মাতা হিসাবে সালাহউদ্দিন লাভলু বেশ জনপ্রিয়। তবে নির্মাণের চেয়ে ইদানীং তাকে অভিনয়ে বেশি দেখা যায়। এবার তিনি নতুন একটি ধারাবাহিকের নির্মাতা হিসাবে সামনে এসেছেন। বানাচ্ছেন 'ফুলগাঁও'। এটি লিখেছেন মাসুম রেজা। এটিও গ্রামীণ পটভূমির নাটক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান,আরফান আহমেদ, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ'সহ আরও অনেকে। এরইমধ্যে একাধিক লটের শুটিংও হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, 'লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে তার কাজের সঙ্গে আমি পরিচিত। তিনি যে টোনে সাধারণত কাজ করে থাকেন সেভাবেই ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। এ নাটকটি আসলে আমাদের সবার মিলনমেলাও বলা চলে। পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। আরফান আহমেদ বলেন, 'লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ,একটা গুড মুডে থাকা সবসময়। তার নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখব। এখানে তাড়াহুড়ার কিছু নেই। সিনথিয়া বলেন, 'আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় করায়। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের । দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন, এটা বলতে পারি। নমিরা বলেন, এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার। তার নির্দেশনায় কাজ করতে ভীষণ ভালো লাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষাটা শিখছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন