যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সালমান খান ও ঐশ্বরিয়া রায় 

বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চিড় ধরতে দেখেছিলেন সংগীত পরিচালক ইসমাইল দরবার। চোখের সামনে দেখেছিলেন, দুজন মানুষ কিভাবে পরস্পরের থেকে দূরে সরে গেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন সংগীত পরিচালক ইসমাইল। 'হাম দিল দে চুকে সনম' সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। সেই সময়ে সালমান -  ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি ওই সিনেমার সেট থেকেই নাকি ঝগড়াঝাঁটিও শুরু হয়েছিল তাদের। ইসমাইল বলেন, ওদের ঝগড়ার খবর সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমাদের খুব খারাপ লাগত। ওরা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিল। এভাবে ওদের ঝগড়া করা ঠিক হয়নি। কিন্তু এগুলো এখন সবই অতীত। এখন সালমান খুবই বিচক্ষণ হয়ে গেছেন। তাই এ নিয়ে আর কোনো কথা বলেননি।

অন্য এক সাক্ষাৎকারে পরিচালক প্রহ্লাদ কক্কড় জানিয়েছিলেন, তিনিও সালমান ও ঐশ্বরিয়ার ঝগড়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। কারণ তিনি  ঐশ্বরিয়ার বহুতলেই থাকতেন। প্রহ্লাদ বলেছিলেন, ঐশ্বর্যা খুব কষ্ট পেয়েছিলেন । গোটা ইন্ডাষ্ট্রি ওর জন্য ঐশ্বরিয়াকে একঘরে করে রেখে দিয়েছিল। মনে গভীর আঘাত লাগে ওর। ইন্ডাষ্ট্রির ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন উনি। নিজেকে প্রতারিত মনে করতেন উনি। উল্লেখ্য, 'হাম দিল দে চুকে সনম' - এর পর আর কখনো পরস্পরকে নিয়ে মন্তব্য করতে চাননি সালমান বা ঐশ্বরিয়া  কেউ - ই । গত বছর কেবল আম্বানিপুত্রের বিয়ের আসরে দুজনই উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু পরস্পরের সঙ্গেই কোনো কথা বলেননি তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...