একদিন আমি থাকব না

 প্রচারঃ ২ঃ০২, ১৭ অক্টোবর ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সোহেল রানা 

চলতি বছর ডিজিটাল প্ল্যাটফর্ম আইজ অন ইউটিউব চ্যানেলের বিশেষ ঈদ আয়োজনে এসেছিলেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আয়োজনটি বেশ সাড়া ফেলে। তাঁর বক্তব্যের কিছু অংশ নানাভাবে শেয়ার হয় ফেসবুকে। নতুন খবর, আজ থেকে রাত ১০টায় আইজ অন ষ্টুডিও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হবে পডকাস্ট শো 'আমি সোহেল রানা'। জানা গেছে, প্রথম সিজনে ১২টি পর্বে তাকে দেখা যাবে। তাঁর সিনেমা, সহ - অভিনেতা - অভিনেত্রী সহ নানা ঘটনা নিয়ে কথা বললেন তিনি। শোটি নিয়ে সোহেল রানা বলেন, 'ঈদ আয়োজনে পডকাষ্টে বসে সাড়া পেয়েছিলাম। অনেকে বলল, আরও শুনতে চাই। তাই আবার বলা। এবার ডিটেইলে বলার সু্যোগ পাওয়া গেল। একদিন আমি থাকব না। কিন্তু আমার বলা, এই কথা গুলো রয়ে যাবে।'  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ বিদ্যা সিনহা মিম  দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্ট...