'কেউ হারে, কেউ হার মেনে নেয়' কেন বললেন আরিয়ান ?

 প্রচারঃ ১২ঃ১২, ৬ অক্টোবর, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

আরিয়ান খান 

'দ্য ব্যাডস অব বলিউড' সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে পা রাখেন সময়ের আলোচিত শাহরুখ পুত্র আরিয়ান খান। যদিও সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে সব সময় দূরে সরিয়ে রাখেন তিনি। সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না আরিয়ান। এবার 'দ্য ব্যাডস অব বলিউড'- এর সাফল্যের পর কথা বললেন তিনি। মুক্তির পর এ মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এসেছে এ  সিরিজ।  এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে করার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হলো - যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই কথাটি তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

শাহরুখ পুত্র জানিয়েছেন, 'দ্য ব্যাডস অব বলিউড' মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। আরিয়ান বলেন, সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ।  যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষদের। এবার চিনতে পারছ আমি কে ?  উল্লেখ্য, কিছু দিন আগেই এ  সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন এনসিবির সাবেক আধিকারিক সবীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবির সাবেক আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান ! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি  টাকার মান হানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এ সিরিজটি  তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শুভশ্রী, কোয়েল, কাজল, ঋতুপর্ণা

 প্রচারঃ ১২ঃ৩৪, ০৪ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ডপে বিজয়া দশমীতে টলিউড অভিনেত্রী ও সাধারণ মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। লাল ও সাদা শাড়িতে সজ্জিত নারীরা দেবী দুর্গার প্রতি প্রণাম জানিয়ে একে  অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন। দূর্গাপুজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মন্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, "এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দূর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।" শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুল্কা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়।

অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব - এ অভিনেত্রী পল্লবী চট্রোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল - এ স্বস্তিকা চট্রোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব - এ  অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল - এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল - এ  অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি - তে সিঁদুর খেলায় মাতালেন কোয়েল মল্লিক। মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেল - এ  সিঁদুরখেলায় অংশ নেন কাজল, রানী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। কাজলের পরনে ছিল লাল পাড় - সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল - পাড় - হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল । 

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

 প্রচারঃ ১০ঃ১৫, ২ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাহরুখ খান 

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার নাম বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও স্থান পেয়েছে । সম্প্রতি প্রকাশিত ভারতের ধনী ব্যক্তিদের বার্ষিক তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিষ্ট - ২০২৫ অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১ ়৪ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)। 

তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন পপ তারকা টেলর সুইফট ( ১ ়৩ বিলিয়ন ডলার ), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১ ়২ বিলিয়ন ডলার), কৌতুকভিনেতা জেরি সাইনফেল্ড (১ ়২ বিলিয়ন ডলার ) এবং গায়িকা - অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)। ভারতের ধনী তারকাদের তালিকাতেও শীর্ষে রয়েছেন শাহরুখ খান। হুরুনের হিসাব অনুযায়ী,তার পরেই অবস্থান করছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

শাহরুখ খানের আয় কেবল সিনেমা থেকে আসে না। তার ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন, ভিএফএক্স ষ্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং দুবাই ও মধ্যপ্রাচ্যের সম্পত্তি এই সবকিছুই তার মোট সম্পদকে কোটিপতির স্তরে পৌঁছে দিয়েছে।

ভালোবাসার মানুষের জন্য মিথ্যে বলা অন্যায় নয়ঃ সালমান খান

 প্রচারঃ ১ঃ ৪৬, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সালমান খান 

ব্যাক্তিগত জীবনের নানা দিক নিয়ে বর্তমানে আলোচনায় বলিউডের সালমান খান। কয়েকদিন ধরে তার প্রেমজীবন, অবিবাহিত জীবন ও কুমারত্ব বেশ চর্চা চলছে। এরই মধ্যে তার আরও এক অভিমত নিয়ে ফের আলোচনা। সম্প্রতি টুইঙ্কল খান্নার শো 'টু মার্চ' - এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রিয়জনকে রক্ষা করার জন্য প্রয়োজনে তিনি '১০০% মিথ্যা' বলতে পারেন। টুইঙ্কল খান্না তাকে প্রশ্ন করেন, ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?' প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও, আলোচনার একপর্যায়ে সালমান তার অবস্থান পরিস্কার করেন।

তবে কিছুক্ষণ পর সালমান তার মত পাল্টে চূড়ান্ত মত জানান। বলেন, '১০০% আমি মিথ্যা বলব, আমার ভালোবাসার মানুষকে রক্ষার জন্য, যাই ঘটুক না কেন।' তার এই উত্তরে চমকে যান টুইঙ্কল। প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয় - এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, 'ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।' এই আলোচনাতেই তিনি আবারও নিজেকে 'ভার্জিন' বলে দাবি করেন।  

আক্ষেপ ঘুচল শাহরুখের, ছুঁয়ে দেখলেন জাতীয় পুরস্কার

 প্রচারঃ

অনলাইন ডেস্কঃ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ খান 


দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জয় করেছে, বক্স অফিসে বাজিমাত করেছে একের পর এক সিনেমা। তবু 'বলিউড বাদশাহ' শাহরুখ খানের জীবনে একটা 'অপূর্ণতা' ছিল। অবশেষে সেই আক্ষেপও ঘুচেছে তার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ।

 দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা 'জওয়ান' - এ  অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন তিনি। পুরস্কার গ্রহণের সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ - গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। জানা গেছে, মঙ্গলবারই  পোল্যান্ডে 'কিং' - এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ। এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে 'টুয়েলভথ ফেল' - এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি। এবারের দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণী মহাতারকা মোহনলাল। 

দেশের প্রেক্ষাগৃহে জয়ার 'ফেরেশতে'

 প্রচারঃ ১২ঃ৪৭, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

জয়া আহসান 

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া আহসান অভিনীত সিনেমা 'ফেরেশতে'। বাংলাদেশ - ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন 'ফেরেশতে '। সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন,স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, বলি আর্কিড ও সেন্টার পয়েন্ট শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে 'ফেরেশতে'। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলেছে এই সিনেমার চিত্রনাট্য। ঢাকা শহরের এক রিকশা চালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই দম্পতিরা জীবনের গল্পে আছে সংগ্রাম,বঞ্চনা,টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি। 

'ফেরেশতে' সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল - রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল - রশিদ ও ফয়সাল ইফরান। স্বামী - স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু , শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী সহ অনেকে। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে 'ফেরেশতে'। সিনেমায় রয়েছে 'প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে' শিরোনামের একটি গান । গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীত শিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।  

শাহরুখ - কাজলের এক গানেই খরচ হয়েছিল ১০ কোটি টাকা

 প্রচারঃ

অনলাইন ডেস্কঃ

'গেরুয়া' গানের দৃশ্যে কাজল ও শাহরুখ খান 

শাহরুখ খান ও  কাজলের 'গেরুয়া' এখনও বলিউডের ইতিহাসে আলাদা জায়গা দখল করে আছে। রোহিত শেঠির 'দিলওয়ালে' ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু 'গেরুয়া' গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে পর্দায় শাহরুখ খান ও কাজলের রসায়ন অনেককেই মনে করিয়ে দিয়েছে নব্বই দশকের কথা। সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফারাহ খান জানিয়েছেন 'গেরুয়া' নিয়ে অনেক অজানা কথা। 'শার্ক ট্যাংক ইন্ডিয়া' খ্যাত আশনির গ্রোভারের বাসায় গিয়ে ফারাহ খান সেই অভিজ্ঞতা আবার ও শেয়ার করেন। আশনিরের স্ত্রী মাধুরী বলেন, 'আমরা সম্প্রতি আইসল্যান্ডে গিয়েছিলাম, যেখানে আপনি 'গেরুয়া' শুট করেছিলেন। ফারাহ তখন রোমাঞ্চিত হয়ে জিজ্ঞাসা করেন, 'তোমরা কি শাহরুখ - কাজলের সেই আইকনিক দৃশ্যটির মতো করে ছবি তুলেছিলে ?' আশনির হেসে জবাব দেন, সিফন শাড়ি তো ছিল না আমাদের কাছে !' ফারাহ খান আরও জানান, 'আইসল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল জায়গা। আমরা মাত্র দুই তারকাকে নিয়ে গানটির শুটিং করেছিলাম, অথচ খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।' 


আইসল্যান্ডের দক্ষিণ উপকূল, রেইনিসফজারা বিচ, ভেস্ত্রাহর্ন,পর্বত আর আগ্নেয়গিরির পটভূমিতে গানে ধরা পড়ে অনন্য ভিজ্যুয়াল সৌন্দর্য্য। তবে শুটিং ছিল কঠিন। কাজল স্মৃতিচারণা করে বলেছিলেন, 'তিনটি জ্যাকেট ও হুডি পরে দাড়িয়ে থাকা যাচ্ছিল না। ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, লিপসিঙ্ক করা যাচ্ছিল না।' শাহরুখ খান যোগ করেছিলেন, 'আমরা বরফখন্ডের ওপর শট করছিলাম,সেখান থেকে যেন পিছলে না যাই, সে জন্য আমাদের বেঁধে রাখা হয়েছিল। ফারাহ খান মজা করে আফসোসও করেছিলেন, 'কে বলল, আইসল্যান্ডে নাকি গ্রীষ্ম থাকে !' পরিচালক রোহিত শেঠিও সেই সময় মন্তব্য করেছিলেন, এটা একেবারেই সহনীয় নয়।' যদিও 'গেরুয়া'র পেছনে খরচ হয়েছিল সাত কোটি রুপি, তবে এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান নয়। 'গেম চেঞ্জার' ছবির নির্মাতারা জানিয়েছেন, ছবির সাতটি গানের মধ্যে চারটির পেছনেই খরচ হয়েছে ৭৫ কোটি রুপি। গণেশ আচার্যের নৃত্যূ পরিচালনায় এই গানে অংশ নিয়েছেন এক হাজারের বেশি নৃত্যূশিল্পী। তবে বিপুল বাজেটের পরও গানগুলো দর্শকের মনে প্রত্যাশিত ছাপ ফেলতে পারেনি। চলতি বছরের শুরুতে মুক্তি পায় শংকরের সিনেমাটি। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি সেভাবে ব্যবসা করতে পারেনি। 

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...