যুক্তরাষ্ট্রে 'বেজবাবা ' সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ

 প্রচারঃ ১২ঃ১৮, ২৮ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আসিফ আকবর ও বেজবাবা সুমন 

দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং ব্যান্ড অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন আমেরিকার মঞ্চ মাতিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দেশটির বোস্টন শহরে কনসার্টে পারফর্ম করেন তারা। এ সফর সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এ গায়ক। প্রায় ১৭ বছর পর মার্কিনমুলুকে গান পরিবেশন করলেন সংগীতের যুবরাজ আসিফ আকবর। অন্যদিকে প্রথমবারের মতো 'অর্থহীন' ব্যান্ড যুক্ত্ররাষ্ট্রে কনসার্ট করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেজবাবা সুমনের সঙ্গে মঞ্চ শেয়ারের অভিজ্ঞতা জানিয়েছেন আসিফ আকবর। উচ্ছ্বাস প্রকাশ করে সুমনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এ সংগীত শিল্পী লিখেছেন -  ২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। 

বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিনরুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। তিনি বলেন, আমি সংগীতের মানুষ নই। তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এ কারণে আমার দায়বদ্ধতাও বেশি। কনসার্ট প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দ্বিতীয়বারের মতো বেজবাবা সুমনের সঙ্গে একমঞ্চে পারফর্ম করলাম। তিনি বলেন, সুমন ভাই সব সময় আমার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত থাকেন। আজও এর ব্যতিক্রম ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়য়ে আমার গান শুনেছেন। বেজবাবা সুমনের শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সংগীত জয়ে মুগ্ধতা প্রকাশ আসিফ আকবর বলেন, সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে এত ঝড় যাওয়ার পরও তিনি এমন আস্থায় অবিচল। এ ধরনের মানুষের জন্যই সঙ্গীত জগতটা এখনো ভালো লাগে। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে ভালোবাসা জানান সঙ্গীতের যুবরাজ। 

প্রিয়াংকাকে কেন ইঁদুর বলেছিলেন শাহরুখ ?

 প্রচারঃ ৩ঃ৫০, ২৬ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়া 


বিনোদন জগতের বলিউড বাদশাহ শাহরুখ খানের কোন বিষয়টি সবচেয়ে 'আবেদনময়', সে কথার অকপটে উত্তর দেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। শাহরুখকে তিনি চোখে হারান, এ কথা বারবার স্বীকার করে নেন অভিনেত্রী। একসঙ্গে জুটি বাঁধার আগে থেকেই বলিউড বাদশার প্রতি ছিল তার মুগ্ধতা। সেই অভিনেত্রীকে ইঁদুর বলে মনে করতেন শাহরুখ। কিন্তু কেন ?  বলি বাদশাহ বরাবর গৌরী খানকে নিয়ে সংসারী। কিন্তু প্রিয়াংকা চোপড়াকে নিয়েও তার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও সেই সময় তারা মালেশিয়ায় শুটিং করছিলেন। 'ডন' সিনেমায় প্রিয়াংকাকে 'জংলি বিল্লি' বলা হতো। 'ডন' সিনেমায় জুটি বেঁধেছিলেন দুই তারকা। 

'ডন' সিনেমার সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনো রাখঢাক ছিল না প্রিয়াংকা চোপড়ার। 'কফি উইথ করণ' অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখের কোন বিষয়টিতে সবচেয়ে বেশি যৌন আবেদন রয়েছে ? উত্তরে প্রিয়াংকা বলেছিলেন, সব কিছুতেই। ও আমার সবচেয়ে পছন্দের। ও সরাসরি চোখের দিকে তাকায়। ওর প্রতি বরাবরই মুগ্ধতা ছিল। ও অনুপ্রাণিত করে। অভিনেত্রী বলেন, সব কিছু ভালো লাগে এই মানুষটার। ওর কোন ভুল হতেই পারে না। সেই সময় শাহরুখের মুখেই ছিল সেই সংলাপ। কিন্তু বাস্তবেও কি প্রিয়াংকা জংলি বিড়ালের মতো ? এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংকাকে ইঁদুর বলেছিলেন শাহরুখ খান। উত্তরে দেশি গার্ল বলেছিলেন, আমি মোটেও ইঁদুর নই। একটা ভালো দেখতে পশুর সঙ্গে আমার তুলনা কর। তখন খোরগোশের সঙ্গে প্রিয়াংকার তুলনা করেছিলেন বাদশাহ। পরে অবশ্য শাহরুখ খান বলেছিলেন, আসলে আমি ওকে খুবই পছন্দ করি। ওর প্রতিভার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।

বাপ্পা রাজের সঙ্গে দীঘি

 প্রচারঃ ২ঃ০০, ২২ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বাপ্পারাজ ও দীঘি 

এ বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় 'বরবাদ'। শাকিব খানের সেই সিনেমা দিয়েই আলোচনায় আসেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই পরিচালক। সেসব নিয়ে খোলাখুলি মূখ না খুললেও এবার জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে শুটিং শুরু করেছেন। নতুন এ  সিনেমার  নাম 'বিদায়'। শোনা যাচ্ছিল, পরবর্তী সিনেমাও শাকিব খানকে নিয়েই করতে যাচ্ছেন মেহেদী হাসান। পরে আবার শোনা যায়, শাকিব নন, সিয়াম আহমেদ হবেন পরবর্তী সিনেমার নায়ক। এখন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানালেন, 'আমাদের "বরবাদ" -  পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল। আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি সহ বেশ কিছু তারকা নিয়ে "বিদায়" সিনেমার কাজ করছি।' সিনেমাটি দিয়ে  প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি।

সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার সিনেমার শুটিং শুরু হয়েছে। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাকে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন। সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা জানান, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে । তবে শুটিং করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন। শুটিং এ আরও যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যে প্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সিনেমার প্রযোজক শাহরিন বলেন, 'অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব,আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।' সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোন সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক।

'গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল'

 প্রচারঃ ১২ঃ২৮, ১৯ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

পরীমণি ও ইমরান মাহমুদুল 

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পর পরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, 'তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।' 

মূলত 'বিশ্বসুন্দরী' সিনেমায় ব্যবহৃত হওয়া 'তুই কি আমার হবি রে' গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীত শিল্পী। এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ। গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিল দর্শক। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে উল্লেখ করেন গায়ক।    

একদিন আমি থাকব না

 প্রচারঃ ২ঃ০২, ১৭ অক্টোবর ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সোহেল রানা 

চলতি বছর ডিজিটাল প্ল্যাটফর্ম আইজ অন ইউটিউব চ্যানেলের বিশেষ ঈদ আয়োজনে এসেছিলেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আয়োজনটি বেশ সাড়া ফেলে। তাঁর বক্তব্যের কিছু অংশ নানাভাবে শেয়ার হয় ফেসবুকে। নতুন খবর, আজ থেকে রাত ১০টায় আইজ অন ষ্টুডিও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হবে পডকাস্ট শো 'আমি সোহেল রানা'। জানা গেছে, প্রথম সিজনে ১২টি পর্বে তাকে দেখা যাবে। তাঁর সিনেমা, সহ - অভিনেতা - অভিনেত্রী সহ নানা ঘটনা নিয়ে কথা বললেন তিনি। শোটি নিয়ে সোহেল রানা বলেন, 'ঈদ আয়োজনে পডকাষ্টে বসে সাড়া পেয়েছিলাম। অনেকে বলল, আরও শুনতে চাই। তাই আবার বলা। এবার ডিটেইলে বলার সু্যোগ পাওয়া গেল। একদিন আমি থাকব না। কিন্তু আমার বলা, এই কথা গুলো রয়ে যাবে।'  

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সালমান খান ও ঐশ্বরিয়া রায় 

বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চিড় ধরতে দেখেছিলেন সংগীত পরিচালক ইসমাইল দরবার। চোখের সামনে দেখেছিলেন, দুজন মানুষ কিভাবে পরস্পরের থেকে দূরে সরে গেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন সংগীত পরিচালক ইসমাইল। 'হাম দিল দে চুকে সনম' সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। সেই সময়ে সালমান -  ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি ওই সিনেমার সেট থেকেই নাকি ঝগড়াঝাঁটিও শুরু হয়েছিল তাদের। ইসমাইল বলেন, ওদের ঝগড়ার খবর সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমাদের খুব খারাপ লাগত। ওরা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিল। এভাবে ওদের ঝগড়া করা ঠিক হয়নি। কিন্তু এগুলো এখন সবই অতীত। এখন সালমান খুবই বিচক্ষণ হয়ে গেছেন। তাই এ নিয়ে আর কোনো কথা বলেননি।

অন্য এক সাক্ষাৎকারে পরিচালক প্রহ্লাদ কক্কড় জানিয়েছিলেন, তিনিও সালমান ও ঐশ্বরিয়ার ঝগড়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। কারণ তিনি  ঐশ্বরিয়ার বহুতলেই থাকতেন। প্রহ্লাদ বলেছিলেন, ঐশ্বর্যা খুব কষ্ট পেয়েছিলেন । গোটা ইন্ডাষ্ট্রি ওর জন্য ঐশ্বরিয়াকে একঘরে করে রেখে দিয়েছিল। মনে গভীর আঘাত লাগে ওর। ইন্ডাষ্ট্রির ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন উনি। নিজেকে প্রতারিত মনে করতেন উনি। উল্লেখ্য, 'হাম দিল দে চুকে সনম' - এর পর আর কখনো পরস্পরকে নিয়ে মন্তব্য করতে চাননি সালমান বা ঐশ্বরিয়া  কেউ - ই । গত বছর কেবল আম্বানিপুত্রের বিয়ের আসরে দুজনই উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু পরস্পরের সঙ্গেই কোনো কথা বলেননি তারা।

'কেউ হারে, কেউ হার মেনে নেয়' কেন বললেন আরিয়ান ?

 প্রচারঃ ১২ঃ১২, ৬ অক্টোবর, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

আরিয়ান খান 

'দ্য ব্যাডস অব বলিউড' সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে পা রাখেন সময়ের আলোচিত শাহরুখ পুত্র আরিয়ান খান। যদিও সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে সব সময় দূরে সরিয়ে রাখেন তিনি। সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না আরিয়ান। এবার 'দ্য ব্যাডস অব বলিউড'- এর সাফল্যের পর কথা বললেন তিনি। মুক্তির পর এ মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এসেছে এ  সিরিজ।  এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে করার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হলো - যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই কথাটি তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

শাহরুখ পুত্র জানিয়েছেন, 'দ্য ব্যাডস অব বলিউড' মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। আরিয়ান বলেন, সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ।  যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষদের। এবার চিনতে পারছ আমি কে ?  উল্লেখ্য, কিছু দিন আগেই এ  সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন এনসিবির সাবেক আধিকারিক সবীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবির সাবেক আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান ! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি  টাকার মান হানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এ সিরিজটি  তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ বিদ্যা সিনহা মিম  দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্ট...