ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

পূজা চেরী 

কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত সিনেমা 'টগর' । আলোক হাসান পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন এ নায়িকা। এখন চলছে ডাবিংয়ের কাজ। বলা যায়, ঈদ - উল - আযহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েকবার ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা। 

বলা যায়, ঈদ সিনেমার চালিকাশক্তিতে থাকছেন এসব নায়িকা। সেদিক বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয়। গত ঈদুল ফিতরে শবনম বুবলী,তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি,সুনেরাহ বিনতে কামালরা বেশ নজর কেড়েছেন। আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে। এছাড়াও 'টগর' সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দীঘির । পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজা। 

তাই এ অভিনেত্রীর দিকেও এবার একটু বিশেষ নজর থাকবে নেটিজেনদের। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরী। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতে নায়কের ভূমিকায়  দেখা যাবে আদর আজাদকে।

মাকে নিয়ে সামিনা ও মুরাদ নূরের গান

  প্রচারঃ ১২ঃ ৬, ০৯ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামিনা চৌধুরী ও মুরাদ নূর 

মাকে নিয়ে নতুন একটি গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গাড়ির শিরোনাম 'নাড়ির বন্ধন'। এটি লিখেছেন কামরুল নান্নু সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি মা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন সুরকার। এ গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, 'মাকে নিয়ে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে।' আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন । মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ বুঝানোর মতো নয়। পৃথিবীর সব মা কে উৎসর্গ করলাম এ গান। তিনি আরও বলেন, "মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু গান আছে। এর মধ্যে 'মেঘবরষা'  শিরোনামের একটি গান বেশ প্রশংসিত। তরুণদের মধ্যে সে ভীষণ মেধাবী। শৈল্পিক ষ্টুডিওর  আড্ডায় পরিকল্পনা হয়। আমরা মাকে নিয়ে গান করব, সব কিছুর দায়িত্বই নূরকে দেই, সে প্রত্যাশার মতোই করেছে ।  মুরাদ নূর বলেন, 'আমার মা-ও বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি, এটাই আমার স্বার্থকতা ; আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারা আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। 

প্রকাশ হলো ন্যান্সির নতুন গান

  প্রচারঃ ২ঃ৫, ০৮ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

নাজমুন মুনিরা ন্যান্সি  

গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি।  মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতে সেখানে গিয়েছিলেন। দেশে ফিরেই প্রকাশ করলেন নতুন একটি গান। 'জানি আমি নেই' শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যান্সির নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে শিল্পী বলেন, 'গানটির  কথা - সুর গতানুগতিক ধারার বাইরের। তবে যারা গান হৃদয় দিয়ে অনুভব করেন তাদের কাছে এটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে আরও নতুন গান রেকডিংয়েও ব্যস্ততা রয়েছে এ  শিল্পীর। বেশ কিছু গান রয়েছে তার হাতে, এগুলোতে কণ্ঠ দিবেন তিনি। রেকডিংয়ের বাইরেও ব্যস্ততা রয়েছে ষ্টেজ শো নিয়ে। এদিকে গত ৩০ এপ্রিল একটি অসম্মানজক ঘটনার মুখোমুখি হয়েছিলেন এ শিল্পী।

 'রাজনৈতিক শিল্পী' আখ্যা দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্লাবের একটি কনসার্টের শিল্পী তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন ন্যান্সি। সামাজিক মাধ্যমে অভিযোগ করে এক পোস্টে তিনি লিখেন, "অনুষ্ঠানের আগের রাতে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে আমি জানতে পারি। কারণ হিসাবে আয়োজকরা জানান, রাজনৈতিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক  পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? 




অষ্ট্রেলিয়ায় সাফার তিন নাটক

 প্রচারঃ ২ঃ২৬, ০৭ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

সাফা কবির 

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে এখন নাটকে খুব কম দেখা যায়। তবে উপস্থিতি মেলে ওটিটি কনটেন্টে। গত ঈদুল ফিতরেও প্রকাশ হয়েছিল এ অভিনেত্রীর একাধিক নাটক।  এদিকে অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন কুরবানি ঈদের নাটক নিয়ে। কিছুদিন আগেই তিন নাটকের শুটিং করতে গিয়েছিলেন অষ্ট্রেলিয়া। সাফা বলেন, 'সেখানে তিনটি নাটকের শুটিং করতে গিয়েছিলাম। দুটি নাটকে পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং অন্যটি মাহমুদ মাহিনের। নাটকগুলোতে আমার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। তবে নাটকগুলোর নাম চূড়ান্ত হয়নি। নাটক তিনটি কুরবানির ঈদে প্রচারিত হবে।' অন্যদিকে সাফাকে সবশেষে 'টিকিট' নামে একটি  ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল। গেল বছর শুরুর দিকেই এটি মুক্তি পায়। এরপর আর কোনো কাজে দেখা যায়নি।  

ফারিয়া শাহরিনের আক্ষেপ

 প্রচারঃ ৩ঃ৪৫, ০৫ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের আক্ষেপ মিডিয়ার 'সুগার ড্যাডি' নিয়ে। তিনি নিজে 'সুগার ড্যাডি'র পক্ষে নন। কাজল আরেফিন অমির 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে 'অন্তরা' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। তাই ফারিয়ার চেয়ে এখন অন্তরা নামেই তাঁকে বেশি চেনে দর্শকরা। বিগত কয়েক বছরে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে 'ব্যাচেলর পয়েন্ট' ফ্যাঞ্চাইজি। ইতিমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকরা, এবার আসছে এর সিজন ফাইভ। আর সেখানেও এবার দেখা যাবে অভিনেত্রী শাহরিনকে। সম্প্রতি ফারিয়া শাহরিন জানালেন, নায়িকাদের সংসার কেন টেকে না, এর বাইরে মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি, বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা। সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন, অন্যদের মত তাঁর নিজের এখানো গাড়িবাড়ি নেই। ফারিয়া বলেন, মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা খুবই সত্যি। কিন্তু বাংলো,গাড়িবাড়ি - আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না 'সুগার ড্যাডি' থাকে। আমার  ভবিষ্যতেও কোন 'সুগার ড্যাডি' হওয়ার সম্ভাবনা একশো ভাগই নেই। 

কখন ফিরছেন শাবনূর

 প্রচারঃ ১ঃ২২, ০৪ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাবনূর 

কখন দেশে ফিরবেন শাবনূর, কখনইবা তাঁর অসমাপ্ত সিনেমা 'রঙ্গন' - এর কাজ শেষ করবেন? এমন প্রশ্ন চলচ্চিত্রের মানুষ ও তাঁর প্রিয় দর্শক ভক্তদের। গত মার্চের শেষ সপ্তাহে তিনি মাত্র ৮ ঘন্টার জন্য দেশে এসেছিলেন তাঁর অসুস্থ মাকে চিকিৎসার জন্য অষ্ট্রেলিয়ায় নিয়ে যেতে। এখন তাঁর মা অনেকটাই সুস্থ বলে জানান এ অভিনেত্রী। গত ২৮ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই সিদ্ধান্ত নেন, দ্রুত বাংলাদেশে আসতে হবে। অভিনেত্রী আরও  বলেন, আম্মার এমন অবস্থা হয়েছিল, মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। 

সেদিন তাঁর শারিরীক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও ্পারছিলেন না। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি। শাবনূর বলেন, মাকে নিয়ে আবার দেশে ফিরব। তবে আমি চাই মা আরেকটু সুস্থ হয়ে উঠুক। দেশে ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব। শাবনূর বলেন, ফিরতে একটু দেরি হতে পারে। কারণ আমার একমাত্র ছেলে আইজানের স্কুল এখন খোলা। আগামী জুন একমাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব। 

নাজনীন নীহার মেঘের বৃষ্টি

 প্রচারঃ ১ঃ৪০, ০৩ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাজনীন নীহা  

বর্তমান প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। স্বল্প সময়ের ক্যারিয়ারে একাধিক আলোচিত নাটকে অভিনয় করে অর্জন করেছেন দর্শক প্রিয়তা। অভিনয় করেছেন নাটকের  জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে। সম্প্রতি বেশি আলোচনায় এসেছে জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুঁটি বেঁধে অভিনয় করা তাঁর দুটি নাটক। ভালোবাসা দিবসে প্রচার আসে এ জুঁটির 'মন দুয়ারী' ও ঈদুল ফিতরে মুক্তি পায় 'মেঘ বালিকা'। দুটি নাটকেই অভাবনীয় সাড়া পান এ  অভিনেত্রী। সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন 'মেঘের বৃষ্টি' নামে একটি নাটকের । এতে তার সহ অভিনেতা ফারহান আহমেদ জোভান। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। 

জানা গেছে, শিগগিরই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এটি হতে যাচ্ছে ঈদের পর এ অভিনেত্রীর প্রথম কাজ। আমেরিকা থেকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে দেশে এসে মেঘ দেখে, তাঁর পছন্দ করা ছবির পাত্রীর সঙ্গে বাস্তবের পাত্রীর কোনো মিল নেই। তারপর গল্প মোড় নেয়  অন্যদিকে। এ প্রসঙ্গে নীহা বলেন, 'রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটিও তেমন একটি নাটক। কাজ করে বেশ ভালো লেগেছে। আমি আশাবাদী আমার জন্য কাজগুলোর মতো এটিও দর্শক গ্রহণ করবেন ও ভালো সাড়া পাব।   

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...