প্রচারঃ ২ঃ ৫০, ০১ জুলাই, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
মালাইকা চৌধুরী |
আবারও নাটকে মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এবার তিনি অভিনয় করেছেন 'অনুতপ্ত' নামের একটি নাটকে। এর আগে মালাইকা প্রথম অভিনয় করেছিলেন 'সন্ধিক্ষণ' ও ক্ষতিপূরণ নামের দুটি নাটকে যেখানে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহান। দুটি নাটকই নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 'অনুতপ্ত' নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা এবং এটি প্রযোজনা করেছেন রাজ। নির্মাতা বলেন, 'এটি একটি পরিবারের গল্প, যেখানে বাবার দায়িত্ববোধ এবং ছেলে ও তরুণ - তরুণীর সম্পর্ক, দুই দিকই উঠে এসেছে। গল্পটি সহজেই দর্শকদের ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।' নাটকটিতে মালাইকার বাবা - মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও আছেন শীবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। চিত্র গ্রহণে ছিলেন রাজু রাজ। 'অনুতপ্ত' নাটকটি শিগগিরই প্রকাশ পাবে ইউটিউবের 'সিনেমাওয়ালা' চ্যানেলে।