অনুতপ্ত মালাইকা

 প্রচারঃ ২ঃ ৫০,  ০১ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মালাইকা চৌধুরী 

আবারও নাটকে মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এবার তিনি অভিনয় করেছেন 'অনুতপ্ত' নামের একটি নাটকে। এর আগে মালাইকা প্রথম অভিনয় করেছিলেন 'সন্ধিক্ষণ' ও ক্ষতিপূরণ নামের দুটি নাটকে যেখানে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহান। দুটি নাটকই নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 'অনুতপ্ত' নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা এবং এটি প্রযোজনা করেছেন রাজ। নির্মাতা বলেন, 'এটি একটি পরিবারের গল্প, যেখানে বাবার দায়িত্ববোধ এবং ছেলে ও তরুণ - তরুণীর সম্পর্ক, দুই দিকই উঠে এসেছে। গল্পটি সহজেই দর্শকদের ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।' নাটকটিতে মালাইকার বাবা - মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও আছেন শীবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। চিত্র গ্রহণে ছিলেন রাজু রাজ। 'অনুতপ্ত' নাটকটি শিগগিরই প্রকাশ পাবে ইউটিউবের 'সিনেমাওয়ালা' চ্যানেলে। 


মৌ খানের 'চাইল্ড অব দ্য স্টেশন'

 প্রচারঃ ১০ঃ৫৫, ২৮ জুন, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

মৌ খান 

এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু। এখন সিনেমায় নিয়মিত অভিনয় করছেন মৌ। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা গেছে ছোট পর্দায়ও। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত 'ব্যাড বাজ পোলাপান' শিরোনামের একটি নাটকের। সামনে আরও একাধিক নাটক - সিনেমার কাজ তার হাতে রয়েছে বলে জানা গেছে। এদিকে, এই নায়িকার নির্মাণাধীন রয়েছে 'চাইল্ড অব দ্য স্টেশন' নামের একটি সিনেমা। চলতি বছরের মার্চে সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে । শিগগিরই বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন মৌ। মৌ খান বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে সিনেমার গল্প। শ্রাবণী চরিত্রে অভিনয় করেছি । বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকান্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে । চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। 

তিন সংসার, তিন বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস শ্রাবন্তী

 প্রচারঃ ৯ঃ১৫, ২৭ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শ্রাবন্তী চট্রোপাধ্যায় 

তিনবার বৈবাহিক জীবনে ভাঙন এলেও বিয়ে ও ভালোবাসার প্রতি আস্থা হারাননি টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্রোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের অতীত ভুল হলেও তিনি এখনও মনে করেন - বিয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান এবং তাতে বিশ্বাস রাখা উচিত। শ্রাবন্তী বলেন, "আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ, আমি আমার বাবা - মাকে দেখেছি। যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন,একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখেন - এটাই কামনা করি।" কিন্তু কেন তিনটি দাম্পত্য সম্পর্কই টেকেনি?  উত্তরে শ্রাবন্তীর অকপট স্বীকারোক্তি - "আমার ভুল ছিল আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। আবেগে ভেসে গিয়েছিলাম। এখন বাস্তবতাকে গুরুত্ব দেওয়া জরুরি। নিজের ভালো থাকা এবং সম্মান বজায় রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।" তিনি আরও বলেন,  "একটাই জীবন। কে কী বলছে ,তা নিয়ে ভাবলে চলবে না।" নিজের মন যা বলছে, সেটাই করা উচিত।" প্রসঙ্গত, ১৮ বছর হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। তাদের একমাত্র ছেলে ঝিনুক (অভিমন্যু)। পরে সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায় ২০১৬ সালে। এরপর দ্বিতীয়বার কিষাণ ব্রজ এবং তৃতীয়বার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্কগুলোও টেকেনি। চলতি বছরের এপ্রিল মাসে রোশনের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয় তার। 

তাহসানের আবারও বিয়ের দরকার ছিল নাঃ মন্দিরা চক্রবর্তী

 প্রচারঃ ৩ঃ৪৬, ২৭ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খানকে নিয়ে অভিমান ঝরলো অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর কন্ঠে। এক সময় প্রকাশ্যে তাহসানকে 'ক্রাশ' বলেছিলেন মন্দিরা। আর এবার তাহসানের বিয়ে নিয়ে হালকা আক্ষেপের সুরেই জানালেন - 'তাহসানের আবার বিয়ের কী দরকার ছিল? ' সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের নতুন সিনেমা  নীলচক্র ও অন্যান্য কাজ নিয়ে কথা বলার সময় তাহসান প্রসঙ্গে প্রশ্ন করা হলে মজার ছলেই পাল্টা প্রশ্ন করেন মন্দিরা, 'কে যেন?  ওহ তাহসান।' উপস্থাপক তাঁকে মনে করিয়ে দিলে তিনি হেসে বলেন, 'হ্যাঁ ,ওর তো বিয়ে হয়ে গেছে । তাই ভুলে গেছি !' সাক্ষাৎকারে খানিকটা আফসোসের সুরে মন্দিরা বলেন, 'কী দরকার ছিল বিয়ে করার ? তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।' এরপর আবার হেসে পরিস্থিতি হালকা করে দেন। তবে নিজের অনুভূতির ব্যাখা দিতে গিয়ে মন্দিরা স্পষ্ট করে বলেন, 'একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়াম কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।' উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তাহসান খান। এর আগে তিনি দীর্ঘদিন একা ছিলেন সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর। অন্যদিকে, ২০১২ সালে টেলিভিশন রিয়ালিটি শো সেরা নাচিয়ে - তে রানার - আপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন মন্দিরা চক্রবর্তী। এরপর নাটকে কাজ করার পর ২০২৪ সালে 'কাজলরেখা' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।    

মিঠুন ভক্ত আঁখি

 প্রচারঃ ১০ঃ৫৫, ২৪ জুন , ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আঁখি আলমগীর 

সংগীত জগতের প্রিয়নাম আঁখি আলমগীর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন। এখনো সমানতালে গান গেয়ে যাচ্ছেন, পাশাপাশি ব্যস্ত রয়েছেন দেশ - বিদেশে  স্টেজ শো নিয়ে। এদিকে জানা গেল, তিনি মিঠুন চক্রবর্তী ও টম ক্রূজের একজন ভক্ত।  সম্প্রতি ৭৫ - এ পা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাই প্রিয় অভিনেতার প্লাটিনাম জয়ন্তীতে পুরো অ্যালবামের বেশ কিছু ছবি শেয়ার করেছেন আঁখি। যেখানে তিনি ফ্রেমবন্দি হয়েছেন জীবন্ত কিংবদন্তী মিঠুন চক্রবর্তীর সঙ্গে । এরপর তিনি তাঁকে নিয়ে কিছু স্মৃতি রোমন্থন করে বলেন, 'উনি বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের সম্মানে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললেন। আমরা সবাই রেডি, আব্বুও রেডি। হঠাৎ আব্বুর কোনো এক মুভি ডিরেক্টর বাসায় এসে বললেন,পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের আর মিঠুন দর্শন হয়নি। তবে সেদিন কিন্তু আমার ভিশন মন খারাপ হয়েছিল। গোপনে কান্নাও করেছিলাম। এরপর ২০০৬  সালে লন্ডনে একই মঞ্চে আমরা পারফর্ম করি। গ্রিন রুমে গল্প শুনলাম উনার, উনার সঙ্গে সবার ছবি আমিই তুলে দিলাম। কারণ আমি সব সময় ভালো ক্যামেরা ক্যারি করতাম। আমি যে উনার কতবড় ফ্যান এবং উনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সব মুভি, অখ্যাত বাট দুর্দান্ত গল্প এবং অভিনয়ের সব মুভি আমার দেখা, নিউমার্কেট থেকে উনার পোস্টার কিনে ঘরে টাঙ্গিয়ে রাখা, এসবের কিছুই সেদিন বলিনি। ওগুলো কম হয়  আমাকে দিয়ে। কুশল বিনিময় আর আব্বুকে শুভেচ্ছা জানাতে বললেন। আমি মুভি করতে আগ্রহী কি না, কেন করি না, তা জানতে চাইলেন। দায়সারা উত্তর দিয়ে কোনায় বসে ছিলাম। উনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন গ্রিন রুমে। প্রিয় অভিনেতার সঙ্গে একই স্টেজে পারফর্ম করছি সেই আনন্দ আমাকে আপ্লূত করে রেখেছিল।

রাজের ভিন্ন কৌশল

 প্রচারঃ ২ঃ৩০, ২৩ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শরিফুল রাজ  

জনপ্রিয় মডেল - অভিনেতা শরিফুল রাজ। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা 'ইনসাফ'। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে অ্যাকশন অবতারে দেখা গেছে রাজকে। মুক্তির পর থেকেই  সিনেমাটি নিয়ে হলে হলে ঘুরছেন। দর্শকদের উচ্ছ্বাস দেখছেন, নিজে শুনছেন তাঁর চরিত্রটি নিয়ে ভালো লাগার গল্প। দর্শকের হলে ফেরা নিয়ে তিনি বলেন, 'মুক্তি পাওয়া সব ধরনের সিনেমা দেখতে মানুষ সিনেমা হলে যাচ্ছে। এটা অনেক বড় 'পজিটিভ সাইন'। হ্যাঁ, এটা ঠিক সারা বছর হয়তো এমন হবে না, কিন্তু এখন যা হচ্ছে, সেটাও তো কম না। আমি আশাবাদী।' অন্যদিকে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে রাজের নিদিষ্ট কৌশল রয়েছে। সে বিষয়ে তিনি জানান, 'ব্যবসায়িকভাবে সফল হবে, এই চিন্তা করে আমি কোনো সিনেমা হাতে নিই না। আমি চেস্টা করি গল্পটা বুঝতে। আমার অভিনীত অনেক সিনেমা ভালো ব্যবসা করেছে, কিন্তু সেটা আমার একার কৃতিত্ব নয়। নির্মাতাদের পরিশ্রম আর ভালো গল্পই আসল বিষয়। আমি শুধু চেস্টা করি, চরিত্রটিকে নিজের ভিতর ধারণ করতে। সেটা ধারণ করতে, সব ধরণের পরিশ্রম করতে প্রস্তুত থাকি। ' রাজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি আমার নির্মাতাদের কাছে কৃতজ্ঞ। যারা আমাকে কাস্ট করেন, তারা বিশ্বাস করেই করেন। আমি চেস্টা করি, সেই বিশ্বাসটাকে পর্দায়  প্রমাণ করতে। আমার সব সিনেমাই যে হিট হয়েছে তা নয়। সব সিনেমা হিট হবেও না। কিন্তু আমি চাই, প্রতিটি সিনেমায় নিজের সেরাটা দিই। ইনসাফের বেলায়ও সেই চেস্টা ছিল। এতে অনেক ঝুকিপূর্ণ শট ছিল। চেস্টার কারণে সেগুলো কিন্তু সহজ হয়ে গেছে ।'  

     

বিরক্ত সামান্থা

 প্রচারঃ  ৪ঃ০০, ২১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামান্থা রুথ প্রভু 

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যে নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি 'সিটাডেল ঃ হানি বানি' ছবিতে দেখা যাওয়া সামান্থা এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন। এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল ফোন কানে নিয়ে তিনি কারও সঙ্গে কথা বলেছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, 'দয়া করে থামুন, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন। সামান্থার এসব আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ লিখেছেন,'নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে। কেউবা প্রশ্ন তুলেছেন, 'একের পর এক ফ্লপ সিনেমার পরও এমন মনোভাব কোথা থেকে আসে ?' অনেকেই তাঁকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।  

অনুতপ্ত মালাইকা

 প্রচারঃ ২ঃ ৫০,  ০১ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ মালাইকা চৌধুরী  আবারও নাটকে মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এবার তিনি অভিনয় করেছেন ...