মোহনীয় নাটালি

 প্রচারঃ ১ঃ২০,২১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাটালি পোর্টম্যান 


হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান হাজির হয়েছেন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। তাঁর উপস্থিতিতে যেন লালগালিচা পেয়েছে এক নতুন দীপ্তি। ফ্যাশন সচেতন এ অভিনেত্রীর পরনে ছিল এক নজরকাড়া কালো লেইস গাউন। অ্যালিগেন্স আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল যেন নাটালির প্রতিটি হাঁটায় প্রকাশ পেয়েছে। তিনি ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েছেন হাসি, স্নিগ্ধতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে। নাটালি পোর্টম্যান আবারও প্রমাণ করলেন, তিনি শুধুই একজন অভিনেত্রী নন, এক জীবন্ত স্টাইল আইকনও বটে। বলা দরকার ২০১০ থেকে নাটালি শুভেচ্ছা দূত হিসেবে কানের লালগালিচা মাড়াচ্ছেন ফরাসি ব্র্যান্ড ডিওর - এর  হয়ে। এবারও তার পরনে ছিল ডিওরের পোশাক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...