ঈদে নাঈম - মিথিলা

 প্রচারঃ ৬ঃ ১১, ২৫মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মিথিলা ও এফএস নাঈম  

কোরবানির ঈদে চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা 'জলে জ্বলে তারা'। সিনেমাটি ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় দেখা যাবে বলে জানিয়েছে চ্যানেল আই। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। 'জলে জ্বলে তারা' সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম। আর মিথিলাকে দেখা গেছে তারা চরিত্রে। চিত্রনাট্য সাজানো হয়েছে সামাজিক ও পারিবারিক গল্পে। যেখানে প্রেম আছে, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য্য আছে। 'তারা' নামের  এক মেয়ের জীবনকে ঘিরে গল্প এগিয়েছে। যে মেয়েটি সার্কাসের দলে কাজ করেন এবং পরিবারের সবাইকে হারিয়ে নদীর পাড়ে বসবাস করে। তার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসে হোসেন মাঝি। দুজনের জীবনের পথচলার নানা বাধা বিপত্তি ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...