প্রচারঃ ১ঃ২২, ০৪ মে, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
শাবনূর |
কখন দেশে ফিরবেন শাবনূর, কখনইবা তাঁর অসমাপ্ত সিনেমা 'রঙ্গন' - এর কাজ শেষ করবেন? এমন প্রশ্ন চলচ্চিত্রের মানুষ ও তাঁর প্রিয় দর্শক ভক্তদের। গত মার্চের শেষ সপ্তাহে তিনি মাত্র ৮ ঘন্টার জন্য দেশে এসেছিলেন তাঁর অসুস্থ মাকে চিকিৎসার জন্য অষ্ট্রেলিয়ায় নিয়ে যেতে। এখন তাঁর মা অনেকটাই সুস্থ বলে জানান এ অভিনেত্রী। গত ২৮ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই সিদ্ধান্ত নেন, দ্রুত বাংলাদেশে আসতে হবে। অভিনেত্রী আরও বলেন, আম্মার এমন অবস্থা হয়েছিল, মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন।
সেদিন তাঁর শারিরীক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও ্পারছিলেন না। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি। শাবনূর বলেন, মাকে নিয়ে আবার দেশে ফিরব। তবে আমি চাই মা আরেকটু সুস্থ হয়ে উঠুক। দেশে ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব। শাবনূর বলেন, ফিরতে একটু দেরি হতে পারে। কারণ আমার একমাত্র ছেলে আইজানের স্কুল এখন খোলা। আগামী জুন একমাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন