ডুব দিয়ে কাঁদার ভেতর থেকে উঠতে হয়ঃ জয়া আহসান

 প্রচারঃ ১০ঃ৪০, ০৬ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তাঁর ভক্ত -অনুরাগীদের। যদিও তাঁর অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তাঁর সৌন্দর্যের নিরিখেও সম সাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পেই বললেন অভিনেত্রী।  

ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্য জীবনে ভাঙন। তারপর থেকেই যেন 'একলা চল রে' নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের 'তান্ডব' সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই কলকাতার 'পুতুল নাচের ইতিকথা' তেও সমাদৃত তার অভিনয়। তবে কোন সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন, জীবনের কোন সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের ওপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয়। জয়া কখনো ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষ্যকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী।   

নতুন ধারাবাহিক নিয়ে আসছেন লাভলু

 প্রচারঃ ১২ঃ২২, ০৪ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

নাটকের শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি (বাম থেকে) আরফান, সিনথিয়া,লাভলু,তাসদিক নমিরা ও আখম হাসান 

গ্রামীণ পটভূমির গল্পের নাটকের জন্য নির্মাতা হিসাবে সালাহউদ্দিন লাভলু বেশ জনপ্রিয়। তবে নির্মাণের চেয়ে ইদানীং তাকে অভিনয়ে বেশি দেখা যায়। এবার তিনি নতুন একটি ধারাবাহিকের নির্মাতা হিসাবে সামনে এসেছেন। বানাচ্ছেন 'ফুলগাঁও'। এটি লিখেছেন মাসুম রেজা। এটিও গ্রামীণ পটভূমির নাটক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান,আরফান আহমেদ, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ'সহ আরও অনেকে। এরইমধ্যে একাধিক লটের শুটিংও হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, 'লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করছি প্রায় দুই দশক  ধরেই। যার কারণে তার কাজের সঙ্গে আমি পরিচিত। তিনি যে টোনে সাধারণত কাজ করে থাকেন সেভাবেই ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। এ নাটকটি আসলে আমাদের সবার মিলনমেলাও বলা চলে। পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। আরফান আহমেদ বলেন, 'লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ,একটা গুড মুডে থাকা সবসময়। তার নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখব। এখানে তাড়াহুড়ার কিছু নেই। সিনথিয়া বলেন, 'আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় করায়। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের । দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন, এটা বলতে পারি। নমিরা বলেন, এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার। তার নির্দেশনায় কাজ করতে ভীষণ ভালো লাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষাটা শিখছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। 

বিটিভির 'মালঞ্চ' - এ গাইলেন তানজিনা রুমা

 প্রচারঃ ৯ঃ৩৫, ১ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তানজিনা রুমা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র নিজস্ব প্রযোজনায় নির্মিত গানের অনুষ্ঠান 'মালঞ্চ' - এ গাইলেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা রুমা। শিল্পী জানিয়েছেন, অনুষ্ঠানে তিনি নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। সুর ও সংগীতায়োজন করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এ গান প্রসঙ্গে তানজিনা রুমা বলেন, 'গানটির কথা আমার খুব ভালো লেগেছে। সুরও অসাধারণ হয়েছে। চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেটাকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানি না কতটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি, শ্রোতা - দর্শকের  ভালো লাগবে। 'মালঞ্চ'র এ পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। অডিও গানের পাশাপাশি মাঝে মধ্যে প্লেব্যাকেও দেখা যায় এ সংগীতশিল্পীকে। সর্বশেষ 'হৃদ মাঝারে রাখিব' নামে একটি সিনেমায় তিনি গান করেছেন। তানজিনা রুমার প্রথম প্রকাশিত গানের অ্যালবাম ২০০১ সালে প্রকাশ হয়। 'নাম বন্ধু তুমি কোথায়'। পরবর্তীতে 'ভালোবাসার প্রথম চিঠি', 'নীল জোছনা','মেঘের দেশে', 'লুকোচুরি','সমীরণ' সহ আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়।

ডুব দিয়ে কাঁদার ভেতর থেকে উঠতে হয়ঃ জয়া আহসান

 প্রচারঃ ১০ঃ৪০, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ জয়া আহসান  দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তাঁর ভ...