প্রচারঃ ২ঃ০০, ২৪ এপ্রিল, ২০২৫
অনলাইন ডেস্কঃ
শোবিজ তারকাদের অংশগ্রহণে পালিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আয়োজনে ও উপস্থাপিকা,নাট্যকার,নাট্যনির্দেশক শামীমা শাম্মীর পরিকল্পনায় উদযাপিত হয় পহেলা বৈশাখ - ১৪৩২। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সব তারকা। উপস্থিত ছিলেন অভিনেতা, নির্মাতা আবুল হায়াত, তাঁর স্ত্রী শিরীন হায়াত, দিলারা জামান, রহমত আলী-জলি, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, তৌকীর আহমেদ, শাহেদ - নাতাশা, আমিন খান, মোশাররফ করিম-জুঁই,শাহনাজ খুশী, মনিরা মিঠু, মুনিরা ইউসুফ মেমী, বৃন্দাবন দাস, দিব্য সৌম্য, শাহেদ আলী দীপা, তাহমিনা সুলতানা মৌ, বিন্দু,কণা, সুষমা,শ্যামল মওলা, জাকীয়া বারী মম, আব্দুন নূর সজল,নিলয়,তানিয়া বৃষ্টি, হিমি,শবনম ফারিয়া, সারিকা সাবাহ, মোমেনা চৌধুরী, নীরব - লিজা সহ অনেকেই। অনুষ্ঠানে পারফর্ম করেন তারকা শিল্পীরা। জমকালো এক আয়োজনে নাচে - গানে বর্ষবরণ উদযাপনের এক ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হন শিল্পীরা।