বর্ষবরণে পালিত হলো শোবিজ তারকাদের

 প্রচারঃ ২ঃ০০, ২৪ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


শোবিজ তারকাদের অংশগ্রহণে পালিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আয়োজনে ও উপস্থাপিকা,নাট্যকার,নাট্যনির্দেশক শামীমা শাম্মীর পরিকল্পনায় উদযাপিত হয় পহেলা বৈশাখ - ১৪৩২। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সব তারকা।  উপস্থিত ছিলেন অভিনেতা, নির্মাতা আবুল হায়াত, তাঁর স্ত্রী শিরীন হায়াত, দিলারা জামান, রহমত আলী-জলি, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, তৌকীর আহমেদ, শাহেদ - নাতাশা, আমিন খান, মোশাররফ করিম-জুঁই,শাহনাজ খুশী, মনিরা মিঠু, মুনিরা ইউসুফ মেমী, বৃন্দাবন দাস, দিব্য সৌম্য, শাহেদ আলী দীপা, তাহমিনা সুলতানা মৌ, বিন্দু,কণা, সুষমা,শ্যামল মওলা, জাকীয়া বারী মম, আব্দুন নূর সজল,নিলয়,তানিয়া বৃষ্টি, হিমি,শবনম ফারিয়া, সারিকা সাবাহ, মোমেনা চৌধুরী, নীরব - লিজা সহ অনেকেই। অনুষ্ঠানে পারফর্ম করেন তারকা শিল্পীরা। জমকালো এক আয়োজনে নাচে - গানে বর্ষবরণ উদযাপনের এক ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হন শিল্পীরা।

মুগ্ধতা ছড়াচ্ছেন জেফার

 প্রচারঃ ১ঃ১০, ২৩ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জেফার 

সংগীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। সম্প্রতি তিনি তাঁর ভক্ত - অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি স্লিভলেস  শাড়িতে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন - 'নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়?" এদিকে কমেন্ট বক্সে একজন জেফারের রূপের প্রশংসা করে লিখেছেন - 'মাশা আল্লাহ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে ।' আরেকজনের কথায় - 'শুভ নববর্ষ জেফার, পয়লা বৈশাখ এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।' উল্লেখ্য, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সংগীত শিল্পী হিসেবে বেশ পরিচিত। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান।

সমালোচিত মাহি

 প্রচারঃ ২ঃ৫৫, ২২ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামিরা খান মাহী 

অভিনেত্রী সামিরা খান মাহী সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্যূ পরিবেশনা করেছিলেন। সেখানে তাঁর পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে তুমুলভাবে সমালোচিত হয়েছেন। তাঁর এমন পোশাকে নিন্দা জানান, নেটিজেনরা। কেউ কেউ বলেছিলেন, তাঁর আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। এত ট্রান্সপারেন্ট জামা পরেন কীভাবে তিনি। এসব সমালোচনা নিয়ে আবার পাল্টা বক্তব্য দিলেও তাঁর পারফরম্যান্স নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু মাহি বলেন, ভিডিওটি যিনি পাবলিশ করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁকে এমনভাবে উপস্থাপন করেছেন। পুরো নাচের মধ্যে অনেক মুদ্রা ছিল; কিন্তু সেখান  থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। তবুও মাহির এমন বক্তব্য মেনে নিতে নারাজ নেটিজেনরা। তাঁকে নিয়ে তাদের বিতর্ক থেমে নেই।

মহাকাশ ভ্রমণে কেটি পেরি

 প্রচারঃ ১০ঃ০০, ২১ এপ্রিল,২০২৫ 

অনলাইন ডেস্কঃ

কেটি পেরি 

মহাকাশ ভ্রমণে গেলেন মার্কিন পপতারকা কেটি পেরি। বিশিষ্ট মার্কিন  ইন্টারনেট উদ্যেক্তা এবং বিনিয়োগকারী জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশ রকেটে চড়ে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করবেন জনপ্রিয় এ তারকা। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়ন ক্ষেত্র থেকে উৎক্ষেপণ করা হয় নিউ শেপার্ড মহাকাশযানটি। মহাকাশ ভ্রমণে কেটি পেরির সঙ্গে জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ এবং সিবিএস উপস্থাপক গেইল কিংও অংশ নেন।  এ  ছাড়াও থাকবেন সাবেক নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বো, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। মহাকাশ যানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়।  এর জন্য কোনো পাইলটের প্রয়োজন হয়নি এবং ক্রূদের ম্যানুয়ালি এটি পরিচালনার দরকার হচ্ছে না।

পূর্ণিমার স্মৃতিচারণা

 প্রচারঃ ১২ঃ৩০, ২০ এপ্রিল, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

পূর্ণিমা 

প্রয়াত নায়ক মান্নার সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। সেসব সিনেমা দারুণ জনপ্রিয়তা  অর্জন করেছিল। সুপারডুপার  ব্যাবসাও করেছিল অনেক সিনেমা। কাজেই মান্নাকে মনে পড়াটাই পূর্ণিমার জন্য স্বাভাবিক। পূর্ণিমা বলেন, আমি বলব অনেক বেশি মনে পড়ে মান্না ভাইকে। মিস করার কথা যদি বলি তাহলে বলব, মান্নাকে খুব করে মিস করি। দুজন নায়ককে খুব মিস করি। প্রথমজন মান্না, দ্বিতীয় জন সালমান শাহ। মন খারাপ হলে মান্না ও আমার অভিনীত সিনেমা গুলোর গান ইউটিউবে দেখি। অনেক গান আছে। অনেক সিনেমা করেছি দুজনে। এমন কোন গান নেই যা শোনা হয়নি মান্না মারা যাওয়ার পর। বিশেষ করে মন খারাপ থাকলে বেশি বেশি শুনি। মান্নার সঙ্গে আমার শেষ সিনেমা 'পিতা মাতার আমানত'। এটিও ব্যাপক ব্যবসা সফল একটি সিনেমা। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা এটি। আসলে স্মৃতির শেষ নেই। অনেক বছর একসঙ্গে কাজ করতে গিয়ে প্রচুর স্মৃতি আছে। ঢাকাই সিনেমায় শক্ত একটা অবস্থান গড়েছিলেন তিনি। সেসব সুন্দর স্মৃতি সব সময় মনে পড়ে।



কেন আড়ালে বাঁধন

প্রচারঃ ১২ঃ১২, ১৯ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আজমেরী হক বাঁধন 

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী বাঁধন একমাত্র মেয়ে সায়রা আমানি সায়রাকে নিয়ে একা মা হিসেবে জীবন যাপন করছেন। মিডিয়া থেকে বিরতির পর ২০২৪ সালে তিনি আবারও অভিনয়ে ফিরে আসেন। এ সময় তিনি 'রেহানা মরিয়ম নূর' চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হন। পরে বলিউডের বিশাল ভরদ্বাজের 'খুফিয়া' ওয়েব ফিল্মেও তাঁকে দেখা যায়। এ  অভিনেত্রীর কিছুদিন ধরেই খোঁজ নেই। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন তিনি। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় শান্তিতে ছিলেন তিনি। বাঁধন বলেন, এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভিতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। 

রূপগঞ্জ মেলায় জয়া

 প্রচারঃ ১২ঃ০৫, ১৮ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান  

বাংলা নববর্ষে ১৪ এপ্রিল সকালেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেলায় যান অভিনেত্রী জয়া আহসান। সেখানে ইলিশ -পান্তা উৎসবে যোগ দেন তিনি। উৎসবে গিয়ে শুধু ঘুরে বেড়াননি। কবজি ডুবিয়ে খেলেন বৈশাখী খাবার। তিনি বলেন, খাওয়া দাওয়া চলছে কয়েক দিন ধরেই।  নববর্ষ উদযাপন তো প্রায় ৪ - ৫ দিন ধরে চলছে। নববর্ষে আমি নিজেই রান্না করেছিলাম। মেন্যুতে ছিল ইলিশ মাছের ল্যাজ ভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, নারিকেল ভর্তা, শুটকি ভর্তা, আম ডাল। আর হাতে তৈরি রসগোল্লা। নববর্ষের দিনের খাবার আয়োজন  নিয়ে জয়া বলেন, নববর্ষের পান্তা ভাত তো হবেই আর সেটা শুকনো লঙ্কা আর পিয়াজ দিয়ে জমিয়ে মাখা হয়। ওটাই স্পেশালিটি (হাসি)। আবার দই পান্তাও হয়। বিশেষ দিনগুলোতে আমিই রান্নাবান্না করি।  

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...