বাবার অনুপস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন ঐশ্বরিয়া

 প্রচারঃ ১ঃ৫৫, ২২ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

ঐশ্বরিয়া রাই বচ্চন 

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত এক বছর ধরে সামাজিক মাধ্যমে চলছে নেটিজেনদের তুমুল আলোচনা সমালোচনা। এতো বেশি গুঞ্জন চাউর হয়েছে যে, এই সম্পর্ক টিকে আছে কিনা এমন সন্দেহ জেগেছে ভক্ত অনুরাগীদের মাঝে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেটি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। যেখানে তিনি শেয়ার করেছেন,কীভাবে আগে থেকে কিছু না জানিয়ে তার বাড়িতে হাজির হয় গোটা বচ্চন পরিবার। তার বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। ওই ভিডিও দেখে এক মুহূর্তে আপনি হয়েই যেতে পারেন নস্টালজিক। একই সঙ্গে পুরনো সমীকরণ মনে করে ভিজতে পারে চোখও। ঐশ্বরিয়া বলেন, আমি দক্ষিণ ভারতীয়। রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সেই সময় শহরের বাইরে। বাবার আসতে এক দিন সময় লাগবে। তিনি বলেন, ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছে। আমি অভিষেককে ফোন করতেই ও বলল - আমি কিচ্ছু জানি না। আমি তো অবাক। ওহ মাই গড ! অভিনেত্রী বলেন, বাবাকে ছাড়াই বাগদান হয়। শুধু তাই, বাগদান হওয়ার পরেই নিজের বাড়িতেও নিয়ে যেতে চান বচ্চনরা। তবে তিনি রাজি হননি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাননি বলে জানান অভিনেত্রী। 

আবেদনময় দুই লুকে নতুন করে নজর কাড়লেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা

 প্রচারঃ ২ঃ ১৫ , ২১ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মাহিয়া মাহি 

একসময় একের পর এক সিনেমায় অভিনয় করে ঢালিউড কাঁপিয়েছেন মাহিয়া মাহি।  'ভালোবাসার রং' সিনেমার মাধ্যমে শুরুটা, এরপর নায়িকা হিসেবে টানা কাজ, আবার রাজনীতির ময়দানেও দেখা গেছে তাঁকে। যদিও এখন বড় পর্দায় অনুপস্থিত; তবে মাহি নিজের অস্তিত্ব জানান দেন সোশ্যাল মিডিয়ায় - ষ্ট্যাটাস আর ছবি শেয়ারের মাধ্যমে। একাধিক ব্যক্তিগত অধ্যায়ের ভেতর দিয়ে যাওয়া এই তারকা বারবার ফিরে এসেছেন নতুন রূপে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা আর ট্রেন্ড অনুযায়ী নিজেকে সাজিয়ে তোলার দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। ইনষ্টাগ্রামে পোষ্ট করা দুটি লুকই বলে দিচ্ছে মাহি এখনো ফ্যাশনে সচেতন, তিনি জানেন কীভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে হয়।  

বয়সে ২৪ বছরের ছোট নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে কারিনা

 প্রচারঃ ৬ঃ০৮, ১৯ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

কারিনা কাপুর 

পর্দায় নানা সময়ের অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে কারিনা কাপুর খানকে। তবে নতুন সিনেমায় ২০ বছর বয়সী এক নায়কের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাঁকে। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে কারিনা কাপুরকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। কারিনা কাপুর খানের বয়স এখন ৪৪। শোনা যাচ্ছে, ২০ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে  তাঁকে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ছবিতে কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এ ছবির চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনকোরা। তবে কোন অভিনেতার সঙ্গে কারিনা ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সেটি জানা যায়নি। এ ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র ১'  ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন । এ ছবি নিয়ে জল্পনা ইতিমধ্যে তুঙ্গে। তবে ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'ধুরন্ধর' ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অষ্টাদশী অভিনেত্রী সারা অর্জুন। রণবীরের বয়স এখন ৩৮। বয়সের এই ব্যবধান বিতর্ক তৈরি হয়েছে। 'সিকান্দর' ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুঁটি বাধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান খাঁনকে।  একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। 'সিতারে জমিন পর' ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুঁটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি। 

শাকিব খানের পারিশ্রামিক কি ৩ কোটি ?

 প্রচারঃ ১ঃ ১১, ১০ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাকিব খান 

আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মেগাষ্টার শাকিব খান। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা। বিশেষ করে শাকিবের পারিশ্রামিক নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। শাকিব খান এই ছবির জন্য পারিশ্রামিক নিচ্ছেন তিন কোটি টাকা, এমন কথা প্রচার করা হচ্ছে । তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, 'ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়। যার যা খুশি লিখে দিলেই সেটা সত্যি হয়ে যায় না।  দর্শকদের অনুরোধ করব,গুজবে কান দেবেন না।' 

শাকিবের পারিশ্রামিক ও সাইনিং মানি নিয়ে প্রশ্ন করা হলে আবু হায়াত  মাহমুদ জানান, 'এই মুহূর্তে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। যেটুকু জানানো প্রয়োজন, আমরা তা ইতিমধ্যে জানিয়েছি।' সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে মধুমিতা সরকার থাকবে কি না সে বিষয়টিও স্পষ্ট করলেন না পরিচালক। তিনি আরও সময় নিয়েছেন সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণার জন্য। এদিকে নানা সূত্রে জানা গেছে, শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি দেড় কোটির বেশি পারিশ্রামিক নিচ্ছেন। নতুন সিনেমার চুক্তির পর এই পারিশ্রামিক দুই কোটির  বেশি হয়েছে। যদিও ঠিক কত বেশি, তা স্পষ্টভাবে  জানা যায়নি। সূত্রটি আরও জানায়, সাইনিং মানি হিসেবে শাকিব খান বর্তমানে প্রায় এক কোটি টাকা নিচ্ছেন,যা ঢালিউডে এক ধরণের রেকর্ড। 

প্রশংসিত ঈশালের 'লাল নীল ভালোবাসা'

 প্রচারঃ ১ঃ১৮, ৯ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মাহদীয়া ঈশাল 

মাহদীয়া ঈশাল, আরটিভি আয়োজিত 'ইয়ং স্টার' প্রতিযোগিতার ২০২৩ সালের প্রথম রানার  আপ। একই বছর উত্তর আমেরিকা 'চ্যানেল আই সেরা কন্ঠ'তেও হয়েছেন চতুর্থ। আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে সংগীতশিল্পী হিসাবে বেশ পরিচিত। এতদিন অন্যের গান করলে এবার তিনি আলোচনায় এসেছেন নিজের প্রথম একক মৌলিক গান 'লাল নীল ভালোবাসা' নিয়ে। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ডো বিরাজ। গানটি 'মাহদীয়া ঈশাল' নামে ইউটিউব চ্যানেল সহ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই,আইটিউন,অ্যামাজন মিউজিকে প্রকাশ হয়েছে। প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকের কাছে ঈশালের গায়কী বেশ প্রশংসিত হচ্ছে। মাহদীয়া ঈশাল বলেন, 'ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আর গানের প্রতি আমার ভালোবাসাটা এমন যে, গানে গানেই আমি এ প্রজন্মের শিল্পী হিসাবে বিদেশের মাটিত বাংলা গানকে আরও ছড়িয়ে দিতে চাই। লাল নীল ভালোবাসা গানটি প্রকাশের শুরু থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। আরও মৌলিক গান করার ভীষণ অনুপ্রেরণা পেলাম। যেখানেই বাংলা গানের শ্রোতা সেখানেই পৌছে যাক আমার কন্ঠ - এই স্বপ্ন আমার। উল্লেখ্য, আমেরিকার থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেণির শিক্ষার্থী ঈশাল। সম্প্রতি কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে 'লুম্যিনারি' নামে একটি ব্যান্ডদল গঠন করেছেন ঈশাল। তিনি এ ব্যান্ডের লিড ভোকালিষ্ট।

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান এর 'নীল আকাশ'

 প্রচারঃ ২ঃ১৮, ৮ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আনন্দিতা খান 


বাংলাদেশের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান সম্প্রতি যুক্তরাজ্যে 'নীল আকাশ' নামক একটি সৃজনশীল প্রকল্পে কাজ করছেন। এটি জলবায়ু পরিবর্তনজনিত সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এ প্রকল্পটি সামপাদ সাউথ এশিয়ান আর্টস অ্যান্ড হেরিটেজ - এর সহযোগিতায় এবং ব্রিটিশ কাউন্সিলের 'কানেকশন থ্রো কালচার'র অনুদানে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন এ নৃত্যশিল্পী। যুক্তরাজ্যে আসার আগে আনন্দিতা সুনামগঞ্জে মাঠপর্যায়ে গবেষণা করেন, যেখানে তিনি বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ করেন। বার্মিংহামে এসে তিনি স্থানীয় শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার মতে, 'নৃত্য এমন এক শক্তিশালী ভাষা, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।' আগামী ৭ জুলাই মিডল্যান্ডস আর্টস সেন্টারে এর প্রথম উপস্থাপনা অনুষ্ঠিত হবে। 

ডিএমএস থেকে সম্রাটের গান

 প্রচারঃ ১০ঃ৫৫, ০৬ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সম্রাট 

দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক ষ্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হয়েছে তরুণ কণ্ঠশিল্পী সম্রাট আহমেদের মৌলিক গান 'এ শ্রাবণ'। এটি লিখেছেন সুর করেছেন শিল্পী নিজেই । সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। সম্রাট ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঢাকার প্রতিযোগী। প্রকাশিত গানটি নিয়ে তিনি বলেন, 'যারা একটু ফিল্মিক এবং মানসম্মত গান পছন্দ করেন তাদের এটি বেশ ভালো লাগবে। গানটি ডিএমএসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক,স্পটিফাই, আপেল মিউজিক সহ দেশি - বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।    

যেমন পুরুষ পছন্দ পূজার

 অনলাইন ডেস্কঃ ১২ঃ৩৮,২৮ আগস্ট, ২০২৫  প্রচারঃ পূজা চেরী  অভিনেত্রী পূজা চেরী জানিয়েছেন, ব্যক্তিজীবনে তিনি উন্নত ব্যক্তিত্বসম্পন্ন পুরুষকে পছন...