বর্ষার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত জানালেন অনন্ত জলিলও

 প্রচারঃ ৩ঃ৩১, ২৭ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


অনন্ত জলিল ও বর্ষা 


ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা কয়েক মাস আগে সিনেমা ইন্ড্রাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেই সময় কারণ হিসাবে অভিনেত্রী বলেন, সন্তানরা বড় হচ্ছে। তারা মাকে সিনেমায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই সিনেমা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়টি নিয়ে সেই সময় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এবার একই পথে হাঁটলেন অভিনেত্রীর স্বামী অনন্ত জলিল। এ তারকা দম্পতি জুটির অভিনীত 'নেত্রী দ্য লিডার' সিনেমার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। এ সিনেমাটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানান অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দিবেন তিনি। আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা - মা সিনেমা করে - এটা ভালো দেখায় না, বলে জানান এ অভিনেতা। অনন্ত জলিল বলেন, তার দুই ছেলে কুরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কুরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি - আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একটা সময়ে মদিনাতে পড়ালেখা করাব। স্ত্রী বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এ অভিনেতা বলেন, যেহেতু ছেলেরা ইসলামিক ও  জেনারেল দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক  পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব বলে জানান অনন্ত জলিল।  


ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্চা চলছে বিটাউনে। শুক্রবার খবর আসে, সুনীতা গত বছরের ডিসেম্বর মাসে বান্দ্রা পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে  ব্যাভিচার, প্রতারণা আর নির্যাতনের কথা। এমন আলোচনার মাঝেই হঠাৎই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দকে। সাদা পোশাক ও সানগ্লাসে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলো তার পুরো টিমও। পাপারাজ্জিদের দেখে হাত নেড়ে অভিবাদন জানান, এমনকি চুম্বন ছুড়ে দেন; তারপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরের ভেতরে চলে যান অভিনেতা। পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মিডিয়াকে এড়িয়ে চলার কোনো তাড়া ছিল না তার। বরং কিছু ছবি তোলার পর ধীরেসুস্থেই  ভেতরে প্রবেশ করেন। এদিকে হাটারফ্লাই - এর খবরে বলা হয়েছে, সুনীতা এখন পর্যন্ত প্রতিটি শুনানিতে আদালতে হাজির  থেকেছেন, কিন্তু গোবিন্দ একবারও যাননি। এ কারণেই তাদের ডিভোর্সের গুঞ্জন আরও জোরালো হয়েছে। 

মাদকবিরোধী ভিডিও দিয়ে কটাক্ষের মুখে আলিয়া

 প্রচারঃ ১২ঃ৩০, ২২ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আলিয়া ভাঁট 

বলিউড সেনসেশন আলিয়া ভাঁট খবরের শিরোনাম হয়ে এলেন। তবে কোনো নতুন সিনেমা কিংবা ব্যক্তিজীবন নিয়ে নয়, একটি সংস্থার পক্ষ থেকে জনস্বার্থমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে মূখ্য ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। সেই ভিডিওটি প্রকাশ করা হয় সংস্থাটির পেজ থেকেই। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অভিনেত্রী দর্শকদের বিশেষভাবে অনুরোধ করেছেন অনলাইনে গিয়ে  'ই - প্লেজ' নিয়ে মাদকবিরোধী শপথ নিতে।  ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে আলিয়া বলেন, আমি আলিয়া ভাট। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই মাদকাসক্তির মতো একটি গুরুতর সমস্যা নিয়ে। 

তিনি বলেন, এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকবিরোধী এ অভিযানে এনসিবিকে সমর্থন করি। আর বলি - মাদককে না বলুন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরেই শুরু হয় নেটিজেনদের মাঝে সমালোচনা। কমেন্টে কটাক্ষ এতটাই বেড়ে যায় যে, এনসিবি শেষ পর্যন্ত কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়। এক নেটিজেন আলিয়ার উদ্দেশ্য লিখেছেন - ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত, চোরকেই পাহারাদার বানানো হলো। আরেক নেটিজেন লিখেছেন, এরা নিজেরাই হাতেকলমে শিক্ষার থেকে জানে। ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়। 

সেদিনই সবকিছু শেষ করে দিয়েছিঃ অপু বিশ্বাস

 প্রচারঃ ১১ঃ৪০, ২০ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অপু বিশ্বাস 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ভক্তদের আগ্রহ বা ভালোবাসা একটুও কমেনি। বরং সিনেমার চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই আলোচনার ঝড় বেশি বইছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রাক্তন স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্ত মহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন,অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন। 

এমন সময়ে এক পডকাস্টে এসে অপু বিশ্বাস বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, নীরব থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয়। সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেননি। তবে তার অ্যাডমিনরা শাকিব - বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল, যা তিনি দেখেছেন। অপু বিশ্বাস বলেন, আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখেনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামারি কিছু মনে হয়নি।' তিনি আরও যোগ করেন, ১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনো কিছু নিয়ে অভদ্রতা  হোক, আমর ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।'    

উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি

 প্রচারঃ ৮ঃ৩২,১৯ আগস্ট,২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তানিয়া বৃষ্টি 

কিছুদিন আগে 'জয়িতার দিনরাত্রি' নামে একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বর্তমান প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শহরে জীবনের সাধারণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। প্রচারের পর এ গল্পটাই বৃষ্টির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে। সাধারণ থেকে বেপরোয়া হয়ে ওঠা এক মেয়ের গল্প এটি। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এ নাটকটি এরইমধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, 'সম্প্রতি যত নাটকে অভিনয় করেছি তারমধ্যে এটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা নির্মাতা তুহিন ভাইয়ের প্রতি। এদিকে কাছাকাছি সময়ে ইউটিউবে আরও প্রকাশ হয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নাটক।

টালিউডে রেকর্ড গড়লো 'ধুমকেতু'

 

প্রচারঃ ৪ঃ৩২, ১৮ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্কঃ 


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব - শুভশ্রী অভিনীত বহুল আলোচিত টালিউড সিনেমা 'ধুমকেতু'। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে যায়। প্রথম দিনেই সিনেমাটি আয় করে নেয় প্রায় ২ কোটি ১০ লাখ রুপি। পরের দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় 'ধুমকেতু'। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি। পরের দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় 'ধুমকেতু'। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি। 

মাত্র দুই দিনে টালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এ সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ ৯ বছর পর দেব - শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আবেগে ভাসছেন ভক্তরা। রানা সরকার প্রযোজিত 'ধুমকেতু' নির্মিত হয়েছে হৃদয়স্পর্শী এক কাহিনিকে কেন্দ্র করে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ ২০১৫ সালে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসলো এই ছবি।

ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিউডে ওপেন সিক্রেট। তবে সম্পর্ক ভাঙার সময়েই তারা অভিনয় করেছিলেন 'ধুমকেতু' তে। এখন তাদের দুজনের ব্যক্তিজীবন ভিন্ন পথে - শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, তাদের সংসারে আছে দুই সন্তান। অন্যদিকে দুই অভিনেত্রী রুক্মিণী  মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেব - শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টালিউডের সবচেয়ে বড় আকর্ষণ।   


'ওয়ার ২' দেখে কী বলছেন দর্শকরা

 প্রচারঃ ৪ঃ ২৪, ১৬ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


দীর্ঘ প্রতিক্ষীত অ্যাকশন থ্রিলার সিনেমা 'ওয়ার ২' অবশেষে মুক্তি পেয়েছে ।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করলেও, অনেকেই সিনেমার দুর্বল চিত্রনাট্যের সমালোচনা করছেন। ফলে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। 

১৪ ই আগস্ট সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকরা তাদের এক্স - এ মতামত জানাচ্ছেন। বেশিরভাগ দর্শকই জুনিয়র এনটিআরের দুর্দান্ত এন্ট্রি এবং মারমুখি দৃশ্যগুলোর প্রশংসা করছেন। অনেকে মনে করেছেন, কিছু দৃশ্য তিনি হৃতিককেও ছাপিয়ে গেছেন। সিনেমায় কিয়ারা আদভাণীকেও একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন - প্যাকড চরিত্রে দেখা গেছে। 

একজন দর্শক লিখেছেন  '#War 2  ছবির দ্বিতীয়ার্ধ একটু বোরিং, বিশেষত ক্লাইম্যাক্স।' আরেকজন মন্তব্য করেছেন '#War 2 পুরোই টর্চার। শুধুই জোরে  মিউজিক আর স্লো - মোশন এন্ট্রি ছাড়া কিছুই নেই। দুর্বল গল্প,বাজে ভিএফএক্স এবং অনুমান যোগ্য টুইস্ট। হৃতিক রোশনের অভিনয় ফ্ল্যাট; তবে জুনিয়র এনটিআর ঠিকঠাক। শুধু স্পাই ইউনিভার্স নয়, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে অ্যাকশন সিনেমা এটি। তবে অনেক দর্শকই সিনেমার অ্যাকশন এবং তারকাদের অভিনয়ের প্রশংসা করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'সিনেমাটি খুবই ভালো ভাবে শুরু হয়েছে , বিশেষ করে এনটিআরের এন্ট্রি দারুণ। ইন্টারভেলের টুইস্টটি খুবই উত্তেজনাপূর্ণ। যদি লজিক ও পদার্থবিদ্যাকে উপেক্ষা করা যায়, তাহলে চেজ, এবং ফাইট সিকোয়েন্স গুলো বেশ উপভোগ্য। হৃতিক রোশনের স্ক্রিন প্রেজেন্স এবং ওরার কোনো তুলনা হয় না, ওর অভিনয় অসাধারণ। জুনিয়র এনটিআর অ্যাকশন এবং আবেগপূর্ণ দৃশ্যে চমৎকার কাজ করেছেন। বলিউডে তাকে স্বাগত। হৃতিকের সঙ্গে তার রসায়ন ছিল অসাধারণ।' 

আরেক জনের মন্তব্য, 'কবির চরিত্রে হৃতিক রোশন মানেই, "পিওর সোয়াগ ও পাওয়ার"। জুনিয়র এনটিআর কাঁচা এনার্জি কাঁচা এনার্জি দিয়ে দৃশ্য গুলো নিজের করে নিয়েছেন। কিয়ারা আদভানিও একটি দারুণ অ্যাকশন চরিত্রে চমকে দিয়েছেন। শ্বাসরুদ্ধকর চেজ, দুর্দান্ত ভিজিএফএক্স এবং বিজিএম সব মিলিয়ে দারূণ। এছাড়াও একজন লিখেছেন, এনটিআর ছবির দ্বিতীয় প্রধান অভিনেতা নন, বরং তিনি প্রধান  ভিলেন। হৃতিকই সিনেমার মূল হিরো। আরেকজন বলেছেন, এনটিআর কিছুটা নতুনত্ব এনেছেন, কিন্তু তা যথেষ্ট নয়। হৃতিক যিনি একসময় স্টাইলিশ  অ্যাকশনের মুখ ছিলেন, তাকে পুনরাবৃত্তিমূলক এবং অনুপ্রেরণাহীন লাগছে - একই পোজ, একই হাসি,কোনো স্ফুলিঙ্গ নেই। সব মিলিয়ে 'ওয়ার ২' সিনেমাটি অ্যাকশন প্রেমীদের একাংশকে আনন্দ দিলেও, চিত্রনাট্যের দুর্বলতা অনেকের কাছেই হতাশাজনক মনে হয়েছে। 

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...