নিজেকে নতুনভাবে প্রমাণের তাগিদ অনুভব করিঃ শ্রাবন্তী

 প্রচারঃ

অনলাইন ডেস্কঃ

শ্রাবন্তী চট্রোপাধ্যায় 

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্রোপাধ্যায়ের সিনেমা 'দেবী চৌধুরাণী' পূজায় মুক্তি পাচ্ছে। এ সিনেমায় ঐতিহাসিক প্রেক্ষাপটে নারীপ্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার সিনেমা মুক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। শ্রাবন্তী বলেন, নিজেকে খুবই লাকি মনে হয়েছিল। সচরাচর তো নারীকেন্দ্রিক সিনেমা কম হয়, সেখানে এ রকম একটি চরিত্র  - অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম। তিনি বলেন, ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা  তৈরি করা এবং সেখানে 'দেবী চৌধুরাণী' হিসেবে কাজের সুযোগ সত্যিই নিজেকে ভাগ্যবর্তী বলেই মনে হয়েছিল।

অভিনেত্রী বলেন, শ্রাবন্তী চট্রোপাধ্যায়, বরাবরই খুবই ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম  - নিজেরটা একটু ভাবা উচিত। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত। শ্রাবন্তী বলেন, তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গেছে, সেটা টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনো বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অভিনেত্রী বলেন, অভিনয় জগতটাই  তো আমার সবকিছু। তিনি বলেন, এটা নিয়েই আমি ঘুমাই এবং জেগে থাকি। তাই এটা না থাকলে তো আমিও নেই । সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি।

শ্রাবন্তী বলেন, আমার যখন আট - নয় বছর বয়স, তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছি। তারপরও একটা লম্বা যাত্রাপথ। এই পথচলা নিয়ে আমি থাকতে চাই এবং বাঁচতে চাই।

২২ দিনে কত আয় করল 'ধূমকেতু'

 প্রচারঃ ১০ঃ১০, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

দেব ও শুভশ্রী 

মুক্তির পর থেকে ২২ দিনে 'ধূমকেতু'র মোট আয়ের পরিমাণ কত, তা দর্শকদের সামনে তুলে ধরেছেন প্রযোজক রানা সরকার। তার দেওয়া তথ্য অনুসারে, ছবিটি মোট ২৩ ়৭৯ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনেই ২ কোটির বেশি টাকা ঘরে তুলেছিল ছবিটি, যা অ্যাডভান্স বুকিংয়ের ইতিবাচক ইঙ্গিত বহন করছিল। প্রথম চার দিনেই এর আয় ছাড়িয়েছিল ১০ কোটি টাকা, এবং দ্বিতীয় সপ্তাহে তা ২১ ়৩৬ কোটিতে পৌঁছায়।

তবে বক্স অফিস আয়ের এই তথ্য প্রকাশ করতে গিয়ে প্রযোজক রানা সরকার একটি রহস্য রেখেছেন। তিনি তার পোস্টে দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক অনুপম রায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে ট্যাগ করলেও, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করেননি। এতে করে আবারও দেব - শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

পোস্টের ক্যাপশনে রানা সরকার লিখেছেন, '৩০ পার হবে কি? ' তিনি বলেছিলেন যদি ছবিটি ৩০ কোটি টাকার বেশি আয় করে, তবেই 'দেশু' চরিত্রটি ফিরে আসবে। এখন প্রশ্ন হলো, ৩০ কোটির মাইলফলক কি ছুঁতে পারবে 'ধূমকেতু'?  আর যদি তা হয়, তাহলে কি দর্শকরা ফের 'দেশু' ম্যাজিক দেখতে পাবে ? প্রসঙ্গত, একসময় পর্দার বাইরেও দেব - শুভশ্রীর প্রেম ছিল ওপেন সিক্রেট, যা পরে বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। যদিও বিচ্ছেদের পরই তারা 'ধূমকেতু'তে কাজ করেছিলেন কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি ১০ বছর আটকে ছিল। অবশেষে সব বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ায় দর্শক মহলে নস্টালজিয়া ফিরে এসেছে।

ডুব দিয়ে কাঁদার ভেতর থেকে উঠতে হয়ঃ জয়া আহসান

 প্রচারঃ ১০ঃ৪০, ০৬ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তাঁর ভক্ত -অনুরাগীদের। যদিও তাঁর অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তাঁর সৌন্দর্যের নিরিখেও সম সাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পেই বললেন অভিনেত্রী।  

ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্য জীবনে ভাঙন। তারপর থেকেই যেন 'একলা চল রে' নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের 'তান্ডব' সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই কলকাতার 'পুতুল নাচের ইতিকথা' তেও সমাদৃত তার অভিনয়। তবে কোন সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন, জীবনের কোন সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের ওপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয়। জয়া কখনো ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষ্যকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী।   

নতুন ধারাবাহিক নিয়ে আসছেন লাভলু

 প্রচারঃ ১২ঃ২২, ০৪ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

নাটকের শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি (বাম থেকে) আরফান, সিনথিয়া,লাভলু,তাসদিক নমিরা ও আখম হাসান 

গ্রামীণ পটভূমির গল্পের নাটকের জন্য নির্মাতা হিসাবে সালাহউদ্দিন লাভলু বেশ জনপ্রিয়। তবে নির্মাণের চেয়ে ইদানীং তাকে অভিনয়ে বেশি দেখা যায়। এবার তিনি নতুন একটি ধারাবাহিকের নির্মাতা হিসাবে সামনে এসেছেন। বানাচ্ছেন 'ফুলগাঁও'। এটি লিখেছেন মাসুম রেজা। এটিও গ্রামীণ পটভূমির নাটক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান,আরফান আহমেদ, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ'সহ আরও অনেকে। এরইমধ্যে একাধিক লটের শুটিংও হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, 'লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করছি প্রায় দুই দশক  ধরেই। যার কারণে তার কাজের সঙ্গে আমি পরিচিত। তিনি যে টোনে সাধারণত কাজ করে থাকেন সেভাবেই ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। এ নাটকটি আসলে আমাদের সবার মিলনমেলাও বলা চলে। পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। আরফান আহমেদ বলেন, 'লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ,একটা গুড মুডে থাকা সবসময়। তার নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখব। এখানে তাড়াহুড়ার কিছু নেই। সিনথিয়া বলেন, 'আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় করায়। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের । দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন, এটা বলতে পারি। নমিরা বলেন, এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার। তার নির্দেশনায় কাজ করতে ভীষণ ভালো লাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষাটা শিখছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। 

বিটিভির 'মালঞ্চ' - এ গাইলেন তানজিনা রুমা

 প্রচারঃ ৯ঃ৩৫, ১ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তানজিনা রুমা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র নিজস্ব প্রযোজনায় নির্মিত গানের অনুষ্ঠান 'মালঞ্চ' - এ গাইলেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা রুমা। শিল্পী জানিয়েছেন, অনুষ্ঠানে তিনি নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। সুর ও সংগীতায়োজন করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এ গান প্রসঙ্গে তানজিনা রুমা বলেন, 'গানটির কথা আমার খুব ভালো লেগেছে। সুরও অসাধারণ হয়েছে। চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেটাকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানি না কতটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি, শ্রোতা - দর্শকের  ভালো লাগবে। 'মালঞ্চ'র এ পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। অডিও গানের পাশাপাশি মাঝে মধ্যে প্লেব্যাকেও দেখা যায় এ সংগীতশিল্পীকে। সর্বশেষ 'হৃদ মাঝারে রাখিব' নামে একটি সিনেমায় তিনি গান করেছেন। তানজিনা রুমার প্রথম প্রকাশিত গানের অ্যালবাম ২০০১ সালে প্রকাশ হয়। 'নাম বন্ধু তুমি কোথায়'। পরবর্তীতে 'ভালোবাসার প্রথম চিঠি', 'নীল জোছনা','মেঘের দেশে', 'লুকোচুরি','সমীরণ' সহ আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়।

তাদের ঘিরেই নাটক

 প্রচারঃ ৪ঃ৪৩, ৩১ ডিসেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

'বেলা ও বিকেল' নাটকের দৃশ্যে দিলারা জামান ও আবুল হায়াত 

দুই প্রবীণ অভিনয়শিল্পী  আবুল হায়াত ও দিলারা জামানকে মূল দুই চরিত্রে  রেখে নির্মিত হয়েছে নাটক 'বেলা ও বিকেল'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। পরিচালক জানিয়েছেন, আবুল হায়াত ও দিলারা জামানকে ঘিরেই তৈরি নাটকের চিত্রনাট্য করা হয়েছে। আবুল হায়াত বলেন, 'আমার চরিত্রের নাম বিকেল। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে অভিনয় করেছি, এবার নাম ভূমিকায় আমাদের দেখা যাবে। এ নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে সবার ভালো লাগবে। গল্প ভালো লেগেছে বলে জানিয়েছেন দিলারা জামানও। তিনি মনে করেন, এ সময়ে এসে এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ এক ধরনের চ্যালেঞ্জই বলা চলে। কারণ, চরিত্রনির্ভর গল্প আমাদের এখানে হয় না বললেই চলে। কাজটি সুন্দর,দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর সহ কয়েকজন। শিগগিরই 'ইনিগমা টিভি' নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে 'বেলা ও বিকেল'। 

যেমন পুরুষ পছন্দ পূজার

 অনলাইন ডেস্কঃ ১২ঃ৩৮,২৮ আগস্ট, ২০২৫ 

প্রচারঃ

পূজা চেরী 

অভিনেত্রী পূজা চেরী জানিয়েছেন, ব্যক্তিজীবনে তিনি উন্নত ব্যক্তিত্বসম্পন্ন পুরুষকে পছন্দ করেন। এ ছাড়া তিনি জীবনসঙ্গীর মধ্যে পশুপাখির  প্রতি মায়া ও ভালোবাসার মতো গুণ দেখতে চান। তিনি এর সঙ্গে যোগ করেন - 'তিনি কারও দ্বিতীয় পছন্দ নন।' পূজা সাফ জানিয়ে দিয়ে বলেন, 'আমি ব্যাকআপ প্ল্যান নই।' পূজা চেরী বর্তমান সময়ের একজন আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী। একসময় শিশুশিল্পী হিসেবে ঢাকাই চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটলেও নিজ অভিনয় গুণ ও কাজের প্রতি নিষ্ঠার ফলে দ্রুত  তিনি নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যান। শুরুতে 'অগ্নি' সিনেমায় নায়িকা মাহিয়া মাহির ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর দুই বাংলার যৌথ প্রযোজনায় 'নুরজাহান' ও এরপরই জাজের প্রযোজনায় 'পোড়ামন - টু' সিনেমায় তুখোড় অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়ে নেন তিনি। এ পর্যন্ত দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত 'টগর' সিনেমাটি। এখন তিনি প্রায় অর্ধ ডজন সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। 

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...