মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

 প্রচারঃ ১ঃ ৫২, ০১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিষ্টিনা 

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি। ভারতের তেলেঙ্গেনায় গতকাল ৩১মে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিউটি প্যাজেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনালে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি।  তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগের বারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিজকোভা। ১০৭ দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সুচাতা জিতে নিলেন বিশ্ব সুন্দরীর খেতাব। মুকুট পরানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। আর করতালির মাঝে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ২২ বছর বয়সী  সুচাতা প্যাজেন্ট্রি জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাজু ও দ্বিতীয় রানারআপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।  

অপু আসেননি, নকুলে মাতল সিডনি

 প্রচারঃ ৩ঃ৩৫, ৩১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সিডনির ফাগুন হাওয়ার অনুষ্ঠানে গাইছেন নকুল কুমার বিশ্বাস 

সিডনির মিন্টো ইনডোর  ষ্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হলো 'ফাগুন হাওয়া  ফেষ্ট ২০২৫' - এর দশম বর্ষপূর্তির জমকালো সংস্করণ। বর্ণাঢ্য এ  উৎসবে রং, সুর, আলোর ঝলকানিতে যেন প্রাণ ফিরে পেয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মন। গত রোববার সেই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। মনোমুগ্ধকর পরিবেশনা, আবেগঘন কন্ঠ আর স্বতঃস্ফূর্ত মঞ্চ আচরণে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন সিডনির বাংলাভাষী দর্শক - শ্রোতা। শুরু থেকেই এ উৎসব ঘিরে আরেকটি নাম নিয়েছিল আলাদা উত্তেজনা  - নায়িকা অপু বিশ্বাস। সবকিছু চুড়ান্ত হলেও শেষ মুহূর্তে ব্যক্তিগত কিছু অনিবার্য কারণে তিনি আর সিডনিতে উড়ে আসতে পারেননি। ভিসা অনুমোদিত হলেও সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

আয়োজক সংস্থা ফাগুন হাওয়ার প্রধান তিসা তানিয়া প্রথম আলোকে জানান, 'অপু বিশ্বাসের ভিসা হলেও ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে সিডনিতে আসা সম্ভব হয়নি। আমরা তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছি। তবে অনুষ্ঠানের সর্বাঙ্গীণ রূপে যেন কোনো ঘাটতি না থাকে, সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাও করেছি ।  অপুর অনুপস্থিপিতে অনুষ্ঠানে একাই আলো ছড়ান কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তাঁর গানের কন্ঠের ছন্দ আর মঞ্চ দখলের স্বাভাবিক প্রতিভায় উৎসব প্রেমীর সিডনীবাসী ডুবে  গিয়েছিলেন এক অনন্য আবেশে। উৎসবের প্রাণ হয়ে ওঠেন তিনি। নকুল কুমারের পরিবেশনা ছিল প্রাণবন্ত, আবেগঘন এবং একই সঙ্গে নষ্টালজিক, যেন বাংলাদেশ থেকে সংগীতের একটুকরা আবহ নিয়ে এসেছিলেন মঞ্চে। পুরো উৎসবে ছিল শিশু - কিশোরদের নৃত্যূূ, কবিতা,ফ্যাশন শো, রঙিন ষ্টল আর মুখোরচক দেশীয় খাবারের সুবাস। তবে সবকিছুর মধ্যেও দর্শকদের হৃদয় জয় করে নেন নকুল কুমার বিশ্বাস।   

হারিয়ে যাচ্ছেন মধুমিতা !

 প্রচারঃ ১ঃ৫০, ২৮মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

মধুমিতা 

ইন্ডাস্ট্রিতে দেড় দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এত বছর পরও তাকে দেখলে 'পাখি'র কথাই মনে আসে দর্শকের। সেই রেশ যেন এখনো কাটেনি। মাঝে অনেক ওয়েব সিরিজ, সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। কিন্তু বক্স অফিসে এখনো নায়িকার তেমন দাপট দেখা যায়নি সেভাবে। সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেও যে তার তেমন 'দাপুটে উপস্থিতি' দেখা যায়, তেমনটা একেবারেই নয়। ফিল্মি পার্টি থেকেও তিনি দূরে থাকেন। তাহলে কোথায় হারিয়ে গেলেন মধুমিতা ? এক মাস আগে  মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'। সেই ছবিতেও যে নায়িকার অভিনয় খুব প্রভাব ফেলেছে, তেমনটা নয়। টলিপাড়ার তথাকথিত নামজাদা পরিচালকদের পছন্দের তালিকায় কি এত বছরেও নিজের জায়গা করে নিতে পারলেন না নায়িকা ? তার সটান উত্তর, সেটা তার পক্ষে বলা সম্ভব নয়। মধুমিতা বললেন, এতদিন যেসব পরিচালক আমায় কাস্ট করেছেন। সুতরাং কোন পরিচালকের আমায় পছন্দ হলো বা হলো না সেটা আমার হাতে নেই। নায়িকার সাফ জবাব, তিনি সারাক্ষণ নিজেকে জাহির করতে পারবেন না। এ মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে খুব ব্যস্ত তিনি। 


সম্রাটের সাফ কথা

 প্রচারঃ ২ঃ১০, ২৬মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সম্রাট 

প্রয়াত নায়করাজ রাজ্জাকের পুত্র ঢাকাই সিনেমার নায়ক সম্রাট। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে তিনি। তবে মাঝেমধ্যে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সম্প্রতি তিনি বলেন, আমি মনে করি, শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত নয়। যদি রাজনীতি করতেই হয় তাহলে অভিনয়ের ক্যারিয়ারটা বাদ দিয়ে রাজনীতিকে নতুন একটা কাজ হিসেবে নিয়ে করতে হবে । সম্রাট আরও বলেন, চাটুকারিতা করা শিল্পীদের কাজ নয়। একসময় দেখা যেত বাইরের লোকদের নিয়ে মালা দেওয়া হতো।  অনেকের সঙ্গে ছবি তুলতে বলা হতো। এটা শিল্পীদের কাজ নয়। আমাদের সময় তো এমন ছিল না। কারণ আমাদের মধ্যে সুবিধা নেওয়ার মনোভাব ছিল না। কারণ আমাদের মধ্যে সুবিধা নেওয়ার মনোভাব ছিল না। আর এটা করতে গিয়েই ঝামেলা তৈরি হয়েছে। শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, তিনি সত্যিই আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অনেক কষ্ট করেছেন। পরিশ্রম করে তিনি আজ নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়। তাকে দেখছি নানা চরিত্রে নিজেকে যেভাবে ফুটিয়ে তুলছেন তা অনবদ্য। একসময় আমার বাবা এবং ওই সময়ের অনেক অভিনেতা এটি করেছেন বলে তারা কিংবদন্তি হয়ে আছেন।

ঈদে নাঈম - মিথিলা

 প্রচারঃ ৬ঃ ১১, ২৫মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মিথিলা ও এফএস নাঈম  

কোরবানির ঈদে চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা 'জলে জ্বলে তারা'। সিনেমাটি ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় দেখা যাবে বলে জানিয়েছে চ্যানেল আই। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। 'জলে জ্বলে তারা' সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম। আর মিথিলাকে দেখা গেছে তারা চরিত্রে। চিত্রনাট্য সাজানো হয়েছে সামাজিক ও পারিবারিক গল্পে। যেখানে প্রেম আছে, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য্য আছে। 'তারা' নামের  এক মেয়ের জীবনকে ঘিরে গল্প এগিয়েছে। যে মেয়েটি সার্কাসের দলে কাজ করেন এবং পরিবারের সবাইকে হারিয়ে নদীর পাড়ে বসবাস করে। তার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসে হোসেন মাঝি। দুজনের জীবনের পথচলার নানা বাধা বিপত্তি ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প। 

সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

 প্রচারঃ ২ঃ২০,২৩ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল 

নতুন ছবি 'মা' - এর সাফল্য কামনায় আজ বৃহস্পতিবার সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালী  মন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। পূজা দিয়ে তিনি ফিরে যান কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে মুম্বাইয়ে। গতকাল বুধবার রাতে কলকাতায় এসেছেন কাজল। কাজল আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণেশ্বর মন্দিরে গেলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। কাজল তাদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান। মন্দিরে পূজা দিয়ে বের হয়ে এসে জানান, মা ভবানীর কাছে তিনি তাঁর আগামী ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। কাজল মন্দিরে এসেছিলেন শাড়ি পরে, একেবারে বাঙালি বেশে। কাজল 'মা' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন বিশাল পুরিয়া। ছবিতে আরও অভিনয় করছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জীতিন গুলতি, গোপাল সিং প্রমুখ। ছবিটি নির্মাণ করছে অজয় দেবগন ফিল্মস।  

কান উৎসবে বাঙালি সাজে বর্ষা

 প্রচারঃ ১০ঃ০০, ২২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বর্ষা 

ফ্রান্সের কান শহরে চলমান ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বর্ষা। প্রথম দিন থেকেই সেখানে বাঙালি নারীর সাজে ধরা দিয়েছেন তিনি। উৎসবে ওয়ার্ল্ড উইমেন অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে বক্তব্য রাখেন তিনি। 'নিউ এরা অব আইডেন্টিটি অ্যান্ড ইমপ্যাক্ট ইন গ্লোবাল সিনেমা' শীর্ষক এই আলোচনা পর্বে তিনি নারীর ক্ষমতায়ন, চলচ্চিত্রের প্রভাব এবং সমাজে নারীর অবস্থান নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। বর্ষা তার বক্তব্যের শুরুতেই নিজের পরিচয় দেন একজন বাংলাদেশি হিসেবে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন ব্যাবসায়ীও। কাজ করেন সমাজ উন্নয়ন ও বিশেষত নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। তিনি বলেন, অভিনয়ের বাইরে আমার ব্যাবসায়ী পরিচয়ে সবসময় নারীদের যুক্ত করার চেষ্টা করি। তাদের নেতৃত্ব দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জায়গায় কাজ করি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে  নারীর উন্নয়নে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে করতে পেরে আমি গর্বিত। সিনেমার শক্তি নিয়ে বর্ষা বলেন, বিশ্বজুড়ে সিনেমা এমন এক মাধ্যম, যার মাধ্যমে মানুষের চিন্তা মননে পরিবর্তন আসা সম্ভব।  বিশেষ করে বাস্তবভিত্তিক গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অধিকার ও আত্মপরিচয় তুলে ধরতে পারে। দক্ষিণ এশিয়ার প্রান্তিক নারীদের গল্পগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এতে করে তাদের প্রতি বিশ্বজনীন সহমর্মিতা ও সম্মান সৃষ্টি হয়। আলোচনায় বর্ষার সঙ্গে ছিলেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসী শিল্পী মারিয়ানী বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি। এদিন বর্ষা উপস্থিত হয়েছিলেন ঐতিহ্য বাঙালী সাজে লাল- কালো জামদানি শাড়ি, লাল ব্লাউজ, হাতে কালো ঘড়ি,হালকা গয়না ও খোলা চুলে এক অনন্য সৌন্দর্যে তিনি মঞ্চে উপস্থাপিত হন। উল্লেখ্য, এটি বর্ষার দ্বিতীয়বার কান উৎসবে অংশগ্রহণ। এর আগে ২০২২ সালে ৭৫তম আসরে তিনি অংশ নিয়েছিলেন তার স্বামী, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে।  

 

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...