যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সালমান খান ও ঐশ্বরিয়া রায় 

বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চিড় ধরতে দেখেছিলেন সংগীত পরিচালক ইসমাইল দরবার। চোখের সামনে দেখেছিলেন, দুজন মানুষ কিভাবে পরস্পরের থেকে দূরে সরে গেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন সংগীত পরিচালক ইসমাইল। 'হাম দিল দে চুকে সনম' সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। সেই সময়ে সালমান -  ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি ওই সিনেমার সেট থেকেই নাকি ঝগড়াঝাঁটিও শুরু হয়েছিল তাদের। ইসমাইল বলেন, ওদের ঝগড়ার খবর সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমাদের খুব খারাপ লাগত। ওরা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিল। এভাবে ওদের ঝগড়া করা ঠিক হয়নি। কিন্তু এগুলো এখন সবই অতীত। এখন সালমান খুবই বিচক্ষণ হয়ে গেছেন। তাই এ নিয়ে আর কোনো কথা বলেননি।

অন্য এক সাক্ষাৎকারে পরিচালক প্রহ্লাদ কক্কড় জানিয়েছিলেন, তিনিও সালমান ও ঐশ্বরিয়ার ঝগড়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। কারণ তিনি  ঐশ্বরিয়ার বহুতলেই থাকতেন। প্রহ্লাদ বলেছিলেন, ঐশ্বর্যা খুব কষ্ট পেয়েছিলেন । গোটা ইন্ডাষ্ট্রি ওর জন্য ঐশ্বরিয়াকে একঘরে করে রেখে দিয়েছিল। মনে গভীর আঘাত লাগে ওর। ইন্ডাষ্ট্রির ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন উনি। নিজেকে প্রতারিত মনে করতেন উনি। উল্লেখ্য, 'হাম দিল দে চুকে সনম' - এর পর আর কখনো পরস্পরকে নিয়ে মন্তব্য করতে চাননি সালমান বা ঐশ্বরিয়া  কেউ - ই । গত বছর কেবল আম্বানিপুত্রের বিয়ের আসরে দুজনই উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু পরস্পরের সঙ্গেই কোনো কথা বলেননি তারা।

'কেউ হারে, কেউ হার মেনে নেয়' কেন বললেন আরিয়ান ?

 প্রচারঃ ১২ঃ১২, ৬ অক্টোবর, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

আরিয়ান খান 

'দ্য ব্যাডস অব বলিউড' সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে পা রাখেন সময়ের আলোচিত শাহরুখ পুত্র আরিয়ান খান। যদিও সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে সব সময় দূরে সরিয়ে রাখেন তিনি। সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না আরিয়ান। এবার 'দ্য ব্যাডস অব বলিউড'- এর সাফল্যের পর কথা বললেন তিনি। মুক্তির পর এ মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এসেছে এ  সিরিজ।  এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে করার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হলো - যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই কথাটি তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

শাহরুখ পুত্র জানিয়েছেন, 'দ্য ব্যাডস অব বলিউড' মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। আরিয়ান বলেন, সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ।  যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষদের। এবার চিনতে পারছ আমি কে ?  উল্লেখ্য, কিছু দিন আগেই এ  সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন এনসিবির সাবেক আধিকারিক সবীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবির সাবেক আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান ! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি  টাকার মান হানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এ সিরিজটি  তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শুভশ্রী, কোয়েল, কাজল, ঋতুপর্ণা

 প্রচারঃ ১২ঃ৩৪, ০৪ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ডপে বিজয়া দশমীতে টলিউড অভিনেত্রী ও সাধারণ মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। লাল ও সাদা শাড়িতে সজ্জিত নারীরা দেবী দুর্গার প্রতি প্রণাম জানিয়ে একে  অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন। দূর্গাপুজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মন্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, "এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দূর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।" শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুল্কা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়।

অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব - এ অভিনেত্রী পল্লবী চট্রোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল - এ স্বস্তিকা চট্রোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব - এ  অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল - এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল - এ  অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি - তে সিঁদুর খেলায় মাতালেন কোয়েল মল্লিক। মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেল - এ  সিঁদুরখেলায় অংশ নেন কাজল, রানী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। কাজলের পরনে ছিল লাল পাড় - সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল - পাড় - হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল । 

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

 প্রচারঃ ১০ঃ১৫, ২ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাহরুখ খান 

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার নাম বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও স্থান পেয়েছে । সম্প্রতি প্রকাশিত ভারতের ধনী ব্যক্তিদের বার্ষিক তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিষ্ট - ২০২৫ অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১ ়৪ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)। 

তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন পপ তারকা টেলর সুইফট ( ১ ়৩ বিলিয়ন ডলার ), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১ ়২ বিলিয়ন ডলার), কৌতুকভিনেতা জেরি সাইনফেল্ড (১ ়২ বিলিয়ন ডলার ) এবং গায়িকা - অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)। ভারতের ধনী তারকাদের তালিকাতেও শীর্ষে রয়েছেন শাহরুখ খান। হুরুনের হিসাব অনুযায়ী,তার পরেই অবস্থান করছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

শাহরুখ খানের আয় কেবল সিনেমা থেকে আসে না। তার ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন, ভিএফএক্স ষ্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং দুবাই ও মধ্যপ্রাচ্যের সম্পত্তি এই সবকিছুই তার মোট সম্পদকে কোটিপতির স্তরে পৌঁছে দিয়েছে।

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...