অষ্ট্রেলিয়ায় সাফার তিন নাটক

 প্রচারঃ ২ঃ২৬, ০৭ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

সাফা কবির 

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে এখন নাটকে খুব কম দেখা যায়। তবে উপস্থিতি মেলে ওটিটি কনটেন্টে। গত ঈদুল ফিতরেও প্রকাশ হয়েছিল এ অভিনেত্রীর একাধিক নাটক।  এদিকে অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন কুরবানি ঈদের নাটক নিয়ে। কিছুদিন আগেই তিন নাটকের শুটিং করতে গিয়েছিলেন অষ্ট্রেলিয়া। সাফা বলেন, 'সেখানে তিনটি নাটকের শুটিং করতে গিয়েছিলাম। দুটি নাটকে পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং অন্যটি মাহমুদ মাহিনের। নাটকগুলোতে আমার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। তবে নাটকগুলোর নাম চূড়ান্ত হয়নি। নাটক তিনটি কুরবানির ঈদে প্রচারিত হবে।' অন্যদিকে সাফাকে সবশেষে 'টিকিট' নামে একটি  ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল। গেল বছর শুরুর দিকেই এটি মুক্তি পায়। এরপর আর কোনো কাজে দেখা যায়নি।  

ফারিয়া শাহরিনের আক্ষেপ

 প্রচারঃ ৩ঃ৪৫, ০৫ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের আক্ষেপ মিডিয়ার 'সুগার ড্যাডি' নিয়ে। তিনি নিজে 'সুগার ড্যাডি'র পক্ষে নন। কাজল আরেফিন অমির 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে 'অন্তরা' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। তাই ফারিয়ার চেয়ে এখন অন্তরা নামেই তাঁকে বেশি চেনে দর্শকরা। বিগত কয়েক বছরে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে 'ব্যাচেলর পয়েন্ট' ফ্যাঞ্চাইজি। ইতিমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকরা, এবার আসছে এর সিজন ফাইভ। আর সেখানেও এবার দেখা যাবে অভিনেত্রী শাহরিনকে। সম্প্রতি ফারিয়া শাহরিন জানালেন, নায়িকাদের সংসার কেন টেকে না, এর বাইরে মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি, বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা। সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন, অন্যদের মত তাঁর নিজের এখানো গাড়িবাড়ি নেই। ফারিয়া বলেন, মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা খুবই সত্যি। কিন্তু বাংলো,গাড়িবাড়ি - আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না 'সুগার ড্যাডি' থাকে। আমার  ভবিষ্যতেও কোন 'সুগার ড্যাডি' হওয়ার সম্ভাবনা একশো ভাগই নেই। 

কখন ফিরছেন শাবনূর

 প্রচারঃ ১ঃ২২, ০৪ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাবনূর 

কখন দেশে ফিরবেন শাবনূর, কখনইবা তাঁর অসমাপ্ত সিনেমা 'রঙ্গন' - এর কাজ শেষ করবেন? এমন প্রশ্ন চলচ্চিত্রের মানুষ ও তাঁর প্রিয় দর্শক ভক্তদের। গত মার্চের শেষ সপ্তাহে তিনি মাত্র ৮ ঘন্টার জন্য দেশে এসেছিলেন তাঁর অসুস্থ মাকে চিকিৎসার জন্য অষ্ট্রেলিয়ায় নিয়ে যেতে। এখন তাঁর মা অনেকটাই সুস্থ বলে জানান এ অভিনেত্রী। গত ২৮ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই সিদ্ধান্ত নেন, দ্রুত বাংলাদেশে আসতে হবে। অভিনেত্রী আরও  বলেন, আম্মার এমন অবস্থা হয়েছিল, মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। 

সেদিন তাঁর শারিরীক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও ্পারছিলেন না। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি। শাবনূর বলেন, মাকে নিয়ে আবার দেশে ফিরব। তবে আমি চাই মা আরেকটু সুস্থ হয়ে উঠুক। দেশে ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব। শাবনূর বলেন, ফিরতে একটু দেরি হতে পারে। কারণ আমার একমাত্র ছেলে আইজানের স্কুল এখন খোলা। আগামী জুন একমাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব। 

নাজনীন নীহার মেঘের বৃষ্টি

 প্রচারঃ ১ঃ৪০, ০৩ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাজনীন নীহা  

বর্তমান প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। স্বল্প সময়ের ক্যারিয়ারে একাধিক আলোচিত নাটকে অভিনয় করে অর্জন করেছেন দর্শক প্রিয়তা। অভিনয় করেছেন নাটকের  জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে। সম্প্রতি বেশি আলোচনায় এসেছে জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুঁটি বেঁধে অভিনয় করা তাঁর দুটি নাটক। ভালোবাসা দিবসে প্রচার আসে এ জুঁটির 'মন দুয়ারী' ও ঈদুল ফিতরে মুক্তি পায় 'মেঘ বালিকা'। দুটি নাটকেই অভাবনীয় সাড়া পান এ  অভিনেত্রী। সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন 'মেঘের বৃষ্টি' নামে একটি নাটকের । এতে তার সহ অভিনেতা ফারহান আহমেদ জোভান। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। 

জানা গেছে, শিগগিরই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এটি হতে যাচ্ছে ঈদের পর এ অভিনেত্রীর প্রথম কাজ। আমেরিকা থেকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে দেশে এসে মেঘ দেখে, তাঁর পছন্দ করা ছবির পাত্রীর সঙ্গে বাস্তবের পাত্রীর কোনো মিল নেই। তারপর গল্প মোড় নেয়  অন্যদিকে। এ প্রসঙ্গে নীহা বলেন, 'রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটিও তেমন একটি নাটক। কাজ করে বেশ ভালো লেগেছে। আমি আশাবাদী আমার জন্য কাজগুলোর মতো এটিও দর্শক গ্রহণ করবেন ও ভালো সাড়া পাব।   

উচ্ছ্বাসে ভাসলেন মেহজাবীন

 প্রচারঃ ৯ঃ০০, ২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

মেহজাবীন চৌধুরী 

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বর্তমান ব্যস্ততা সিনেমা ঘিরে। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন অচিরেই ভালো কোন বার্তা দেবেন। অর্থাৎ, ক্যারিয়ারের তৃতীয় সিনেমার অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। গত বছরেই সিনেমায় অভিষেক হয়  তাঁর। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত  দ্বিতীয় সিনেমা 'প্রিয় মালতী'। সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন শঙ্খ দাস গুপ্ত। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা 'সাবা'। তবে দুটি সিনেমা নিয়েই এ অভিনেত্রী আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ও  প্রশংসিত হয়েছেন। পাশাপাশি অর্জন করছেন পুরস্কার। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা নতুন এক অর্জনের খাতায় নাম লিখিয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে 'প্রিয় মালতি'। এমন অর্জনে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন। 

সামাজিক মাধ্যমে তাঁর ছাপ দেখা গেছে। এদিকে গত বছরের ডিসেম্বরে ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পায় এ সিনেমাটি। 'প্রিয় মালতী' দিয়েই সিনেমায় অভিষেক ঘটে মেহজাবীনের। দেড় দশকের ক্যারিয়ারে টিভি নাটক ও সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এ সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় আগের সবকিছুকে ছাপিয়ে গেছে বলে মত দিয়েছেন বিজ্ঞজনরা। 'প্রিয় মালতী' সিনেমাটি এর আগে 'কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ও ভারতের 'গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' - এ  অফিসিয়ালি প্রদর্শিত হয়। এ ছাড়াও একাধিক উৎসবে অংশ নিয়েছে এটি। শিগগিরই তৃতীয় সিনেমার তথ্য নিয়ে সামনে আসবেন এ অভিনেত্রী। 


গোল্ডেন গ্লোবে ভরসা নিকি

 প্রচারঃ ২ঃ৩০, ৩০ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

নিকি গ্লেজার 

আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার গোল্ডেন গ্লোবসের ৮২ তম আসর সঞ্চালনা করেছিলেন। জানুয়ারিতে অনুষ্ঠিত এ আসরে একক নারী হিসেবে আয়োজনটি সঞ্চালনা করে ইতিহাস গড়েন আমেরিকান নিকি। অনুষ্ঠানটি দারুণভাবে জমিয়ে রেখেছিলেন তিনি। যার ফলে আবারও তার ওপর ভরসা রাখল গোল্ডেন গ্লোব। আগামী আসর অর্থাৎ ৮৩তম গোল্ডেন গ্লোবেও সঞ্চালনার দায়িত্ব সামলাবেন নিকি। পুনরায় সঞ্চালকের দায়িত্ব পেয়ে নিকি গ্লেজার বলেন, 'গ্লোব সঞ্চালনার মতো আনন্দ ক্যারিয়ারে আর কিছুতে পাইনি। পুনরায় কাজটি করার জন্য মুখিয়ে আছি।' 

২০২৬ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর। এবারও আসরটি প্রচারিত হবে সিবিএস চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস - এ । গোল্ডেন গ্লোবের এ আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হবে ৮ ডিসেম্বর। উল্লেখ্য,পশ্চিমা বিনোদন জগতের পুরস্কার মৌসুম শুরু হয় গোল্ডেন গ্লোব দিয়েই। এরপর যথাক্রমে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, অস্কারের মতো আয়োজন গুলো। তাই প্রথম হিসেবে গোল্ডেন গ্লোবের দিকে সবার নজর থাকে। 

আসছেন আমির

 প্রচারঃ ৩ঃ৪২, ২৭ এপ্রিল, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

আমির খান 

'লাল সিং চাড্ডা'র ব্যর্থতাঁর পর দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন বলিউডের মি ়পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ২০০৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত  সিনেমা 'তারে জামিন পায়'। এটি দর্শকের পছন্দের একটি সিনেমা ।  ১৮ বছর পর সিনেমাটির সিক্যুয়াল নিয়ে আসছেন আমির। নাম 'সিতারে জামিন পর'। এটি মুক্তি পাবে আগামী জুনে। অর্থাৎ এ সিনেমা দিয়েই প্রায় চার বছর পর পর্দায় আসছেন আমির। নাম 'সিতারে জামিন পার'। এটি মুক্তি পাবে আগামী জুনে। অর্থাৎ এ সিনেমা দিয়েই প্রায় চার বছর পর পর্দায় আসছেন এ অভিনেতা। বলা যায়, এটিই তাঁর কামব্যাক সিনেমা।

 শুরুতে ৩০ মে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে ২০ জুন চুড়ান্ত করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। একই মাসে আরেক হিট সিনেমা 'হাউস ফুল'র পাঁচ নাম্বার সিক্যুয়াল মুক্তি পাবে। এটা পরিপূর্ণ কমেডি সিনেমা। তাই আমিরকে লড়াই করতে হবে এটির সঙ্গে। বর্তমানে এ অভিনেতা সিনেমাটির প্রচারণায় কাজে ব্যস্ত রয়েছেন। বলা হচ্ছে, ২০০৭ সালের পর আমিরের আরও একটি মাষ্টারপিস দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্তরা। 'সিতারে জমিন পার'র থিয়েট্রিকাল ট্রেলার মুক্তি পাবে ১ মে। উল্লেখ্য, 'তারে জমিন পর' সিনেমাটি ইমোশনাল ও শিক্ষণীয় সিনেমা হলেও 'সিতারে জমিন পার' কমেডি ঘরানার বলে জানা গেছে । এ সিনেমায় আমির খানের সঙ্গে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন দর্শিল সাফারি ও জেনেলিয়া ।  এখন দেখার অপেক্ষা 'লাল সিং চাড্ডা'র দুঃখ কতটা ঘোচাতে পারে আমিরের এ সিনেমা।

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...