প্রচারঃ ২ঃ২৬, ০৭ মে, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
সাফা কবির |
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে এখন নাটকে খুব কম দেখা যায়। তবে উপস্থিতি মেলে ওটিটি কনটেন্টে। গত ঈদুল ফিতরেও প্রকাশ হয়েছিল এ অভিনেত্রীর একাধিক নাটক। এদিকে অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন কুরবানি ঈদের নাটক নিয়ে। কিছুদিন আগেই তিন নাটকের শুটিং করতে গিয়েছিলেন অষ্ট্রেলিয়া। সাফা বলেন, 'সেখানে তিনটি নাটকের শুটিং করতে গিয়েছিলাম। দুটি নাটকে পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং অন্যটি মাহমুদ মাহিনের। নাটকগুলোতে আমার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। তবে নাটকগুলোর নাম চূড়ান্ত হয়নি। নাটক তিনটি কুরবানির ঈদে প্রচারিত হবে।' অন্যদিকে সাফাকে সবশেষে 'টিকিট' নামে একটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল। গেল বছর শুরুর দিকেই এটি মুক্তি পায়। এরপর আর কোনো কাজে দেখা যায়নি।