কানে এমা স্টোনের ওপর মৌমাছির হানা

 প্রচারঃ ১ঃ০০, ১৯ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন এডিংটন সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে লাল গালিচায় হাজির হয়েছিলেন। ছবি তোলার জন্য সহ অভিনেতা পেদ্রো  প্যাসকল ও অস্টিন বাটলারের মাঝে দাঁড়িয়েছিলেন হলিউডি এ অভিনেত্রী। সহশিল্পীদের নিয়ে স্টোন যখন রেড কার্পেটে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ান, তখন বাঁধে বিপত্তি। হঠাৎ করে অভিনেত্রীর মাথার ওপর উড়তে থাকে মৌমাছি। একটু ভয় পেয়ে পিছিয়ে যান স্টোন। মৌমাছিটি স্টোনের মুখের সামনে দিয়ে বারবার ঘুরতে থাকে। হাত দিয়ে তাড়িয়ে, ফু দিয়ে উড়িয়েও যে মৌমাছিকে সহজে সেখান থেকে সরানো যায়নি। কানে স্টোন ও মৌমাছি বিভ্রাটের এই খবর ও ছবি এসেছে পেজ সিক্সে। মৌমাছির দিকে ফুঁ দিয়ে সেটিকে সরিয়ে দিতে  চেষ্টা করেন অস্টিন বাটলার। বেয়ারা মৌমাছিটিকে কেউই স্টোনের সামনে থেকে সরাতে পারেননি। 

ঈদে আসছে পারভীন লিসার নতুন গান

 প্রচারঃ ৮ঃ২০, ১৮ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

পারভীন লিসা 

 আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে পারভীন লিসার গান 'দুঃখ বন্দনা'। গানটির গীতিকার ফাহদ হোসেন, সুর করেছেন সৌরভ হালদার এবং সংগীতায়োজন করেছেন তমাল হাসান। গানটিতে পারভীন লিসার সঙ্গে কন্ঠ দিয়েছেন সৌরভ হালদার। পারভীন লিসা বলেন, গানটির মিউজিক ভিডিওর শুটিং শীঘ্রই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। গানটির সংগীতায়োজনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কোরবানির ঈদেই শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে গানটি। এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরনার। এর কথা ও সুরে রয়েছে গভীরতা। শ্রোতাদের ভালো লাগবেই বলে বিশ্বাস করি। লিসা আরও বলেন, ফাহদ হোসেনের কথায় এটি আমার প্রথম কাজ। পাশাপাশি তমাল হাসান অসআধারণ মিউজিক করছেন। সৌরভ গানটিকে চমৎকার ভাবে তুলে ধরেছেন গলায়। আমাদের দুজনেরও প্রথম দ্বৈত গান এটি। পারভিন লিসা এর আগে আরও ছয়টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভিন্নধর্মী প্রতিটি গানের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজের শ্রোতা গড়েছেন। 'দুঃখ বন্দনা' তার সংগীত ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করবে বলে আশা করছেন এই শিল্পী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষা।    

দীপিকা নয়, শাহরুখ কন্যা সুহানার মা রানি মুখার্জি !

 প্রচারঃ ৬ঃ০৫, ১৭ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


চলতি মাস থেকেই শুরু হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি 'কিং' এর শুটিং। ছবিতে থাকছে বেশ কিছু চমক। যেমন থাকছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শাহরুখ কন্যা সুহানা। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর সুহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে। তবে এবার পাওয়া গেল অন্য খবর। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে সুহানার মা হতে পারেন রানি। বলিউডের একটি সূত্র অনু্যায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে 'কিং' অবতার ! এমনকী 'জওয়ান', 'ডাঙ্কি'র পর ফের ব্লকব্লাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। আর সে জন্য নাকি 'কিং' ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে সিদ্ধার্থ আনন্দ। তাই মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমড়ের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তার এই 'কিং' ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।

মুক্তি পেল জয়ার নতুন সিনেমা

 প্রচারঃ ১১ঃ১০, ১৬ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান 

করোনাকালে যখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল 'জয়া আর শারমিন' সিনেমার শুটিং। পাঁচ বছর আগের সেই সময়ের স্মৃতি  নিয়ে নির্মিত এই সিনেমাটি অবশেষে আজ (১৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মহসিনা আক্তার। সিনেমার গল্প নিয়ে পরিচালক পিপলু আর খান জানান, 'জয়া আর শারমিন' মূলত জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান -পতনের গল্প। কোভিড - ১৯ মহামারীর সময় দুই নারী এক বাড়িতে আটকে পড়ে একসাথে কাটাতে বাধ্য হন। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধন, কিন্তু বাইরের ভয়াবহ বাস্তবতা সেই সম্পর্কের ওপর ছায়া ফেলে। সিনেমাটি বন্ধুত্ব,ভয়, সাহস আর হারানোর অনুভূতির একটি আন্তরিক আখ্যান। চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত - প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত, অনুভূতির একটি আন্তরিক আখ্যান। 

চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত - প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্র একটা সিনেমা। কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে। জয়া আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে, 'জয়া আর শারমিন' সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি। মাত্র ১৫দিনে সীমিত একটি ইউনিট নিয়ে মহামারির মধ্যেই সিনেমার শুটিং সম্পন্ন হয় । অভিনয়ে ছিলেন জয়া আহসান, মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনায় পিপলু আর খান এবং জয়া আহসান। আজ থেকে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।  

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ - এ মিশু থাকছেন কি না, জানালেন অমি

 প্রচারঃ ৫ঃ৪০, ১৫মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

]

প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ - এর ফার্স্টলুক। দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে নাটকের প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। যেখানে দেখা মিলেছে জনপ্রিয় চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবুর (চাষী আলম)। তবে ফার্স্টলুকে দেখা মেলেনি ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র শুভর ( মিশু সাব্বির )। এরপরই নেটিজেনদের প্রশ্নঃ তাহলে কি 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ - এ থাকছেন না মিশু সাব্বির? বিষয়টি নিয়ে পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। এই নির্মাতা জানালেন, ব্যাচেলর পয়েন্টে শুভ থাকছেন। তবে স্বশরীরে নয়।

অমির কথায়, 'মিশু তো বর্তমানে কানাডাতে। যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না ব্যাচেলর পয়েন্টে,  এমনও  কিন্তু নয়। সে হয়তো কোনো পর্বে ভিডিও কলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে।' এই নির্মাতা বললেন, 'অনেকেই তো এখন নেই, যারা গতবারের সিজনে ছিলেন। হয়তো আরও নতুন কিছু চরিত্রের দেখা মিলবে এবারের পর্বে। তবে নামগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না।' উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬ তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৪'।  শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। ইতোমধ্যেই শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই নাটকের তারকারা।

সপ্তাহ পেরিয়ে অজয়ের 'রেইড - ২' , কত আয় করেছে সিনেমাটি

 প্রচারঃ ৮ঃ০০, ১৪ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অজয় দেবগন 

 

অজয় দেবগন অভিনীত 'রেইড - ২'  সিনেমাটি ১ মে মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ঝড়  তুলেছিল। তবে অষ্টম দিনে এসে 'রেইড - ২'র আয় অনেকটাই কমেছে। 'স্যাকনিল্ক'র মতে, 'রেইড - ২' সিনেমাটি অষ্টম দিনে আনুমানিক আয় করেছে প্রায় ৫ ়১৫  কোটি রুপি। অষ্টম দিনে এসেছে অজয়ের সিনেমার আয় দাঁড়িয়েছে ৯৫ ়৬ ৫ কোটি রুপি। এর আগে বুধবার 'রেইড -২' সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪ ়৭৫ কোটি রুপি। 'স্যাকনিল্ক' জানিয়েছে সিনেমাটির আয় এরই মধ্যে বিশ্বব্যাপী আয় ১০০ কোটির গন্ডি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ছিল ১২০ কোটি রুপি। আর ভারতীয় বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত ৯৫ ়৬৫ কোটি রুপি। 

'স্যাকনিল্ক' আরও জানাচ্ছে, ১ মে মুক্তির প্রথম দিনে 'রেইড - ২' সিনেমাটির আয় ছিল ১৯ ়২৫ কোটি রুপি। ২ মে মুক্তির দ্বিতীয় দিনে 'রেইড - ২' সিনেমাটির আয় ছিল ১২ কোটি রুপি। ৩ মে মুক্তির  তৃতীয় দিন 'রেইড -২র' আয় ছিল ১৮ কোটি রুপি। ৪ মে মুক্তির চতুর্থ দিন 'রেইড-২'র আয় ছিল ২২ কোটি রুপি। ৫ মে মুক্তির পঞ্চম দিনে 'রেইড -২'র আয় ছিল ৭ ়৫ কোটি রুপি। ৬ মে মুক্তির ষষ্ঠ দিনে 'রেইড -২'র আয় ছিল ৭ কোটি রুপি। ৭ মে মুক্তির সপ্তম দিনে 'রেইড- ২'র আয় ছিল ৪ ়৭ ৫ কোটি রুপি। ৮ মে মুক্তির অষ্টম দিনে 'রেইড - ২'র আয় ছিল ৫ ়১ ৫ কোটি রুপি।

'রেইড - ২' সিনেমার চিত্রনাট্য একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। এটি ইনকাম ট্যাক্স রেইডের  উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটিতে অজয় দেবগন আবারও একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা  সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্রনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। রীতেশ দেশমুখ এ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে এ চরিত্রে দারুণ অভিনয় করেছেন রীতেশ। অন্যদিকে বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাঁশে দাঁড়িয়েছেন। রাজকুমার গুপ্ত 'রেইড - ২' সিনেমাটি পরিচালনা করেছেন, যিনি এর আগে 'রেইডে'র মত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেছেন। এটির প্রযোজক হলেন ভূষণ কুমার,কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যারা টি - সিরিজ ও প্যানোরমা ষ্টুডিওসের সঙ্গে মিলে  সিনেমাটি প্রযোজনা করেছেন।



   

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

পূজা চেরী 

কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত সিনেমা 'টগর' । আলোক হাসান পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন এ নায়িকা। এখন চলছে ডাবিংয়ের কাজ। বলা যায়, ঈদ - উল - আযহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েকবার ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা। 

বলা যায়, ঈদ সিনেমার চালিকাশক্তিতে থাকছেন এসব নায়িকা। সেদিক বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয়। গত ঈদুল ফিতরে শবনম বুবলী,তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি,সুনেরাহ বিনতে কামালরা বেশ নজর কেড়েছেন। আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে। এছাড়াও 'টগর' সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দীঘির । পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজা। 

তাই এ অভিনেত্রীর দিকেও এবার একটু বিশেষ নজর থাকবে নেটিজেনদের। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরী। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতে নায়কের ভূমিকায়  দেখা যাবে আদর আজাদকে।

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...