শাকিব খানের পারিশ্রামিক কি ৩ কোটি ?

 প্রচারঃ ১ঃ ১১, ১০ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাকিব খান 

আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মেগাষ্টার শাকিব খান। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা। বিশেষ করে শাকিবের পারিশ্রামিক নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। শাকিব খান এই ছবির জন্য পারিশ্রামিক নিচ্ছেন তিন কোটি টাকা, এমন কথা প্রচার করা হচ্ছে । তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, 'ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়। যার যা খুশি লিখে দিলেই সেটা সত্যি হয়ে যায় না।  দর্শকদের অনুরোধ করব,গুজবে কান দেবেন না।' 

শাকিবের পারিশ্রামিক ও সাইনিং মানি নিয়ে প্রশ্ন করা হলে আবু হায়াত  মাহমুদ জানান, 'এই মুহূর্তে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। যেটুকু জানানো প্রয়োজন, আমরা তা ইতিমধ্যে জানিয়েছি।' সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে মধুমিতা সরকার থাকবে কি না সে বিষয়টিও স্পষ্ট করলেন না পরিচালক। তিনি আরও সময় নিয়েছেন সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণার জন্য। এদিকে নানা সূত্রে জানা গেছে, শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি দেড় কোটির বেশি পারিশ্রামিক নিচ্ছেন। নতুন সিনেমার চুক্তির পর এই পারিশ্রামিক দুই কোটির  বেশি হয়েছে। যদিও ঠিক কত বেশি, তা স্পষ্টভাবে  জানা যায়নি। সূত্রটি আরও জানায়, সাইনিং মানি হিসেবে শাকিব খান বর্তমানে প্রায় এক কোটি টাকা নিচ্ছেন,যা ঢালিউডে এক ধরণের রেকর্ড। 

প্রশংসিত ঈশালের 'লাল নীল ভালোবাসা'

 প্রচারঃ ১ঃ১৮, ৯ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মাহদীয়া ঈশাল 

মাহদীয়া ঈশাল, আরটিভি আয়োজিত 'ইয়ং স্টার' প্রতিযোগিতার ২০২৩ সালের প্রথম রানার  আপ। একই বছর উত্তর আমেরিকা 'চ্যানেল আই সেরা কন্ঠ'তেও হয়েছেন চতুর্থ। আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে সংগীতশিল্পী হিসাবে বেশ পরিচিত। এতদিন অন্যের গান করলে এবার তিনি আলোচনায় এসেছেন নিজের প্রথম একক মৌলিক গান 'লাল নীল ভালোবাসা' নিয়ে। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ডো বিরাজ। গানটি 'মাহদীয়া ঈশাল' নামে ইউটিউব চ্যানেল সহ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই,আইটিউন,অ্যামাজন মিউজিকে প্রকাশ হয়েছে। প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকের কাছে ঈশালের গায়কী বেশ প্রশংসিত হচ্ছে। মাহদীয়া ঈশাল বলেন, 'ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আর গানের প্রতি আমার ভালোবাসাটা এমন যে, গানে গানেই আমি এ প্রজন্মের শিল্পী হিসাবে বিদেশের মাটিত বাংলা গানকে আরও ছড়িয়ে দিতে চাই। লাল নীল ভালোবাসা গানটি প্রকাশের শুরু থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। আরও মৌলিক গান করার ভীষণ অনুপ্রেরণা পেলাম। যেখানেই বাংলা গানের শ্রোতা সেখানেই পৌছে যাক আমার কন্ঠ - এই স্বপ্ন আমার। উল্লেখ্য, আমেরিকার থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেণির শিক্ষার্থী ঈশাল। সম্প্রতি কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে 'লুম্যিনারি' নামে একটি ব্যান্ডদল গঠন করেছেন ঈশাল। তিনি এ ব্যান্ডের লিড ভোকালিষ্ট।

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান এর 'নীল আকাশ'

 প্রচারঃ ২ঃ১৮, ৮ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আনন্দিতা খান 


বাংলাদেশের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান সম্প্রতি যুক্তরাজ্যে 'নীল আকাশ' নামক একটি সৃজনশীল প্রকল্পে কাজ করছেন। এটি জলবায়ু পরিবর্তনজনিত সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এ প্রকল্পটি সামপাদ সাউথ এশিয়ান আর্টস অ্যান্ড হেরিটেজ - এর সহযোগিতায় এবং ব্রিটিশ কাউন্সিলের 'কানেকশন থ্রো কালচার'র অনুদানে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন এ নৃত্যশিল্পী। যুক্তরাজ্যে আসার আগে আনন্দিতা সুনামগঞ্জে মাঠপর্যায়ে গবেষণা করেন, যেখানে তিনি বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ করেন। বার্মিংহামে এসে তিনি স্থানীয় শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার মতে, 'নৃত্য এমন এক শক্তিশালী ভাষা, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।' আগামী ৭ জুলাই মিডল্যান্ডস আর্টস সেন্টারে এর প্রথম উপস্থাপনা অনুষ্ঠিত হবে। 

ডিএমএস থেকে সম্রাটের গান

 প্রচারঃ ১০ঃ৫৫, ০৬ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সম্রাট 

দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক ষ্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হয়েছে তরুণ কণ্ঠশিল্পী সম্রাট আহমেদের মৌলিক গান 'এ শ্রাবণ'। এটি লিখেছেন সুর করেছেন শিল্পী নিজেই । সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। সম্রাট ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঢাকার প্রতিযোগী। প্রকাশিত গানটি নিয়ে তিনি বলেন, 'যারা একটু ফিল্মিক এবং মানসম্মত গান পছন্দ করেন তাদের এটি বেশ ভালো লাগবে। গানটি ডিএমএসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক,স্পটিফাই, আপেল মিউজিক সহ দেশি - বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।    

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বিভক্ত। অথচ মানুষে মানুষে এত ভেদাভেদ না হলে পৃথিবী আরও শান্তির হতো। এ ভাবনায় গান লিখেছেন শামীম রেজা। 'মানুষপন্থী' শিরোনামের এ গানের সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে খান শায়েক। গানটি দ্বৈত কন্ঠে গেয়েছেন শান সায়েক ও লুৎফর হাসান। লুৎফর হাসান বলেন, লিরিকটা হাতে পেয়েই মনে হচ্ছিল এটা শুধুই গান নয়, এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এ গান নিয়ে কাজ করা জরুরি। শান সায়েক বলেন, 'চমৎকার লিরিক। এই গানের সঙ্গী হতে পেরে ভালো লাগছে। 'মানুষপন্থী' শিরোনামের গানটি জুলাই মাসের শুরুতে প্রকাশ পাবে লুৎফর হাসানের  ইউটিউব চ্যানেলে। এ ছাড়াও দেশি - বিদেশি একাধিক অডিও প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে।

দাম বাড়ালেন শ্রীলীলা

 প্রচারঃ ১ঃ৫৫, ০৩ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শ্রীলালা

এবার নিজের দাম বাড়ালেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। "পুস্পা ২"-  এ শুধু 'কিসিক' - এ পারফর্ম করার জন্য ২ কোটি টাকা পারিশ্রামিক নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে এর আগে তিনি গোটা ছবির জন্য      ৩ ়৫ - ৪ কোটি টাকা নিতেন। শুধু একটা গানেই ২ কোটির দর হাঁকিয়েই থামেননি শ্রীলীলা। বিনোদন জগতের অন্দরে গুঞ্জন, এখন নাকি নিজের পারিশ্রামিক দুই গুণ বাড়িয়েছেন অভিনেত্রী। প্রায় ৭ কোটির দর হাঁকিয়েছেন শ্রীলীলা। এদিকে অখিল আক্কিনেনির আগামী ছবি 'লেলিন' থেকে নাকি সরে দাঁড়িয়েছেন তিনি। এর কারণ ছবির পারিশ্রামিক বাড়ানো নিয়ে সমস্যা। প্রসঙ্গত, অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩' ছবিতে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এ খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছিল নতুন জুটিকে নিয়ে। এ  ছবিতে শ্র্রীলীলাার সঙ্গে  জুটি বাঁধতে গিয়ে নাকি বাস্তবেও নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও এ  মুহূর্তে নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি কার্তিক - শ্রীলীলা। 



অনুতপ্ত মালাইকা

 প্রচারঃ ২ঃ ৫০,  ০১ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মালাইকা চৌধুরী 

আবারও নাটকে মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এবার তিনি অভিনয় করেছেন 'অনুতপ্ত' নামের একটি নাটকে। এর আগে মালাইকা প্রথম অভিনয় করেছিলেন 'সন্ধিক্ষণ' ও ক্ষতিপূরণ নামের দুটি নাটকে যেখানে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহান। দুটি নাটকই নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 'অনুতপ্ত' নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা এবং এটি প্রযোজনা করেছেন রাজ। নির্মাতা বলেন, 'এটি একটি পরিবারের গল্প, যেখানে বাবার দায়িত্ববোধ এবং ছেলে ও তরুণ - তরুণীর সম্পর্ক, দুই দিকই উঠে এসেছে। গল্পটি সহজেই দর্শকদের ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।' নাটকটিতে মালাইকার বাবা - মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও আছেন শীবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। চিত্র গ্রহণে ছিলেন রাজু রাজ। 'অনুতপ্ত' নাটকটি শিগগিরই প্রকাশ পাবে ইউটিউবের 'সিনেমাওয়ালা' চ্যানেলে। 


ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...