রাজের ভিন্ন কৌশল

 প্রচারঃ ২ঃ৩০, ২৩ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শরিফুল রাজ  

জনপ্রিয় মডেল - অভিনেতা শরিফুল রাজ। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা 'ইনসাফ'। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে অ্যাকশন অবতারে দেখা গেছে রাজকে। মুক্তির পর থেকেই  সিনেমাটি নিয়ে হলে হলে ঘুরছেন। দর্শকদের উচ্ছ্বাস দেখছেন, নিজে শুনছেন তাঁর চরিত্রটি নিয়ে ভালো লাগার গল্প। দর্শকের হলে ফেরা নিয়ে তিনি বলেন, 'মুক্তি পাওয়া সব ধরনের সিনেমা দেখতে মানুষ সিনেমা হলে যাচ্ছে। এটা অনেক বড় 'পজিটিভ সাইন'। হ্যাঁ, এটা ঠিক সারা বছর হয়তো এমন হবে না, কিন্তু এখন যা হচ্ছে, সেটাও তো কম না। আমি আশাবাদী।' অন্যদিকে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে রাজের নিদিষ্ট কৌশল রয়েছে। সে বিষয়ে তিনি জানান, 'ব্যবসায়িকভাবে সফল হবে, এই চিন্তা করে আমি কোনো সিনেমা হাতে নিই না। আমি চেস্টা করি গল্পটা বুঝতে। আমার অভিনীত অনেক সিনেমা ভালো ব্যবসা করেছে, কিন্তু সেটা আমার একার কৃতিত্ব নয়। নির্মাতাদের পরিশ্রম আর ভালো গল্পই আসল বিষয়। আমি শুধু চেস্টা করি, চরিত্রটিকে নিজের ভিতর ধারণ করতে। সেটা ধারণ করতে, সব ধরণের পরিশ্রম করতে প্রস্তুত থাকি। ' রাজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি আমার নির্মাতাদের কাছে কৃতজ্ঞ। যারা আমাকে কাস্ট করেন, তারা বিশ্বাস করেই করেন। আমি চেস্টা করি, সেই বিশ্বাসটাকে পর্দায়  প্রমাণ করতে। আমার সব সিনেমাই যে হিট হয়েছে তা নয়। সব সিনেমা হিট হবেও না। কিন্তু আমি চাই, প্রতিটি সিনেমায় নিজের সেরাটা দিই। ইনসাফের বেলায়ও সেই চেস্টা ছিল। এতে অনেক ঝুকিপূর্ণ শট ছিল। চেস্টার কারণে সেগুলো কিন্তু সহজ হয়ে গেছে ।'  

     

বিরক্ত সামান্থা

 প্রচারঃ  ৪ঃ০০, ২১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামান্থা রুথ প্রভু 

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যে নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি 'সিটাডেল ঃ হানি বানি' ছবিতে দেখা যাওয়া সামান্থা এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন। এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল ফোন কানে নিয়ে তিনি কারও সঙ্গে কথা বলেছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, 'দয়া করে থামুন, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন। সামান্থার এসব আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ লিখেছেন,'নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে। কেউবা প্রশ্ন তুলেছেন, 'একের পর এক ফ্লপ সিনেমার পরও এমন মনোভাব কোথা থেকে আসে ?' অনেকেই তাঁকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।  

তারিক আনামে মুগ্ধতা

 প্রচারঃ ৫ঃ১৫, ২০ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তারিক আনাম 

ঈদের দুটি নাটকে অভিনয়  করে নিজের জাত চিনিয়েছেন নাট্যজন তারিক আনাম খান। নাটক দুটি হলো হাসান রেজাউলের 'বাবার ছায়া' এবং তপু খানের 'সম্মান'। কাব্য হাসানের গল্পে 'বাবার ছায়া' নাটকে তারিক আনাম খানকে দেখা গেছে দারোয়ান চরিত্রে। গল্পটি বাবাকে নিয়ে। বাবা নামক বট গাছের ছায়া যার মাথার ওপর নেই সে শুধু বোঝে পৃথিবী কত কঠিন। বাবা নাইটগার্ড, সন্তানকে লেখাপড়া করাতে তাঁর সব পরিশ্রম। কিন্তু সন্তান কি বাবাকে বুঝবে। বাবা যা পছন্দ করে না তা থেকে সন্তান কি বিরত থাকবে ? নাটকটিতে বাবা ও কন্যার মধ্যকার যে আবেগ সেটি সফলভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। নাটকটির নির্মাণ, অভিনয়,গান,সংলাপগুলো দর্শককে মুগ্ধ করেছে। অন্যদিকে একজন নীতিবান শিক্ষক ও তাঁর প্রতি এক আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শন করার গল্প নিয়ে আবর্তিত হয়েছে নাটক 'সম্মান'। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। এ নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। ছাত্রের ভূমিকায় আছেন ফারহান জোভান। জোভানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।  

নীহার বৃহস্পতি তুঙ্গে

 প্রচারঃ ৩ঃ৪৫, ১৯ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাজনীন নাহার নীহা 

বৃহস্পতি এখন তুঙ্গে ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার। কারণ এ মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তার অভিনীত দুটি নাটক। দর্শক জনপ্রিয়তায় ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে শীর্ষে রয়েছে তার কোরবানি ঈদে মুক্তি পাওয়া নাটক 'আশিকি'। নীহা অভিনীত ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে আরও একটি নাটক হলো 'ঘ্রাণ'। নীহা বলেন, প্রথমেই দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ এত ব্যস্ততার মাঝেও তারা আমার অভিনীত নাটক দেখছেন।  তিনি আরও বলেন, আমি অনেক কম কাজ করি,তার পরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আর্শীবাদ। শোবিজপাড়ায় খুব অল্প সময়ের ক্যারিয়ার অভিনেত্রী নাজনীন নাহার নীহার। ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর 'লাভ সেমিস্টার' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে মায়াবতী,মেঘের বৃষ্টি, মন দুয়ারী, মেঘ বালিকা ইত্যাদি। অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

স্মৃতিকাতর সম্রাট

 প্রচারঃ ৩ঃ০৫, ১৮ জুন, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

সম্রাট 

প্রিয় বাবা নায়করাজ রাজ্জাককে নিয়ে এখনো স্মৃতিকাতর হয়ে পড়েন পুত্র সম্রাট। সম্রাট বলেন, খেতে বসলে বাবার চেয়ারের দিকে তাকিয়ে থাকি। প্রতিদিন দুপুর বেলায় খাবার সময় বাবাকে বেশি মনে পড়ে। বাবাকে তো প্রতি মুহূর্তে মিস করি। কিন্তু কিছু কিছু সময় একটু বেশি মিস করি। তখন কষ্ট পাই। মন খারাপ হয়। তিনি বলেন, দুপুর বেলা বাবা খেতে বসে আমাকে ফোন করতেন। ফোন করে বলতেন, তোমার কি দেরী হবে ? আমি কি খেয়ে নেব ?  যদি বলতাম অফিসে দেরি হচ্ছে, তাহলে তিনি খেয়ে নিতেন। আবার যদি বলতাম অপেক্ষা করো, তাহলে তাই করতেন। এছাড়া রাতের বেলা একা খেতেন না। সবাইকে নিয়ে খেতে বসতেন। এ স্মৃতিগুলো খুব ভাবায়। সম্রাট বলেন, জীবনের সেরা মুহূর্ত গুলো  কাটিয়েছি বাবার সঙ্গে। জানি, ওই মুহুর্তগুলো ফিরে পাব না। মনে করেই বাকি দিন গুলো কাটাব।  আবেগাল্পুত সম্রাট আরও বলেন, আমাকে ছাড়া বাবা কোথাও যেতেন না।  ঘুরতে যাওয়া, হাসপাতালে -  সবখানে আমাকেই যেতে হবে। সম্রাট বলেন, জীবনের শেষ দিকে বাবা শিশুর মতো নরম হয়ে পড়েছিলেন। ওষুধ খেতে চাইতেন না। আমি কিংবা আমার স্ত্রী মিলে ওষুধ খাওয়াতাম। বাবার সঙ্গে আমার সম্পর্ক বেশি ভালো ছিল। মসজিদে,হাসপাতালে,হাঁটতে বের হলে মনে সবখানে আমাকে নিয়ে যেতেন। ভাইবোনদের মধ্যে আমিই ছোট। স্নেহও করতেন খুব আমাকে।       

লজ্জায় লাল রাশমিকা

 প্রচারঃ ১০ঃ০৭, ১৭ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

রাশমিকা মান্দানার 

দীর্ঘদিন ধরে প্রেম চলছে বিজয় দেবেরাকোন্ডা - রাশমিকা মান্দানার মধ্যে। সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে নায়িকা বলেই ফেললেন, বিজয় তার সব। এক সাংবাদিক নায়িকাকে প্রশ্ন করেন, বিজয় দেবেরাকোন্ডা তার কাছে কী? থমকে যান নায়িকা। যেন দ্বিধা,বলবেন কী বলবেন না। তার পরেই হেসে ফেলে বলেন, আমার সব। 'আমার সবকিছু নিয়ে উনি আমার।' কথা ফোরানোর আগেই লজ্জায় লাল তার কন্ঠরোধ করছে। হাসি দিয়ে কোনোমতে সামলেছেন নিজেকে। রাশমিকার প্রত্যেকটি কথা মাইকে স্পষ্ট। আসলে অনেকদিন ধরেই দক্ষণী বিনোদন মহলে গুঞ্জন - প্রেমে আছেন বিজয় - রাশমিকা। কখনো সমাজমাধ্যমে তার আভাস দিয়েছেন চর্চিত যুগল। কখনো এড়িয়ে গেছেন। এ  প্রথম রাশমিকা প্রকাশ্যে নিজের অনুভূতি জানালেন। সম্প্রতি হবু শাশুড়ি নাকি শাড়ি দিয়ে আর্শীবাদ করেছেন তাকে।                                       

কোন কারণে পার্টি এড়িয়ে চলেন কারিনা

 প্রচারঃ ৬ঃ৪৭, ১৬ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

কারিনা কাপুর খান 

ক্যারিয়ারে আড়াই দশক পূর্ণ করা বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর তার জীবন যাপন নিয়ে দারুণ সচেতন। নড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে  দুই সন্তানের মা কারিনা তার ক্যারিয়ার আর ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন। ৪৫ বছর বয়সী কারিনা বলেছেন, তিনি জীবন বেঁধেছেন নিয়মে। রাতের খাবার খেয়ে নেন সন্ধ্যা ছয়টার মধ্যে। ঘুমিয়ে পড়েন রাত ৯টার ভিতরে। আর শরীর চর্চা শুরু করেন ভোরের আলো ফোটার আগে। তখন অনেকেরই হয়ত ঘুম ভাঙে না। কারিনা জানিয়েছেন, তিনি এখন পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি বলেন, আমার বন্ধুরা জানেন আমি আর কোন পার্টিতে থাকি না। তারা সেটা মেনেও নিয়েছেন। কারিনার ভাষ্য,মা হওয়ার পর তিনি শরীর চর্চার গুরুত্ব ভালো ভাবে বুঝতে পেরেছেন। কোভিড মহামারীর পর তিনি শরীরচর্চা নিয়ে বেশি কাজ করেছেন। কারিনা জানান, আমি বুঝতে পেরেছি ফিটনেস বিষয়টা কেবল শারীরিক সৌন্দর্যের জন্য নয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। যদি কোনদিন ব্যায়াম বাদ যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। শরীরচর্চা তাকে শান্ত রাখে বলে জানিয়েছেন কারিনা।

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...