গোল্ডেন গ্লোবে ভরসা নিকি

 প্রচারঃ ২ঃ৩০, ৩০ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

নিকি গ্লেজার 

আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার গোল্ডেন গ্লোবসের ৮২ তম আসর সঞ্চালনা করেছিলেন। জানুয়ারিতে অনুষ্ঠিত এ আসরে একক নারী হিসেবে আয়োজনটি সঞ্চালনা করে ইতিহাস গড়েন আমেরিকান নিকি। অনুষ্ঠানটি দারুণভাবে জমিয়ে রেখেছিলেন তিনি। যার ফলে আবারও তার ওপর ভরসা রাখল গোল্ডেন গ্লোব। আগামী আসর অর্থাৎ ৮৩তম গোল্ডেন গ্লোবেও সঞ্চালনার দায়িত্ব সামলাবেন নিকি। পুনরায় সঞ্চালকের দায়িত্ব পেয়ে নিকি গ্লেজার বলেন, 'গ্লোব সঞ্চালনার মতো আনন্দ ক্যারিয়ারে আর কিছুতে পাইনি। পুনরায় কাজটি করার জন্য মুখিয়ে আছি।' 

২০২৬ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর। এবারও আসরটি প্রচারিত হবে সিবিএস চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস - এ । গোল্ডেন গ্লোবের এ আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হবে ৮ ডিসেম্বর। উল্লেখ্য,পশ্চিমা বিনোদন জগতের পুরস্কার মৌসুম শুরু হয় গোল্ডেন গ্লোব দিয়েই। এরপর যথাক্রমে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, অস্কারের মতো আয়োজন গুলো। তাই প্রথম হিসেবে গোল্ডেন গ্লোবের দিকে সবার নজর থাকে। 

আসছেন আমির

 প্রচারঃ ৩ঃ৪২, ২৭ এপ্রিল, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

আমির খান 

'লাল সিং চাড্ডা'র ব্যর্থতাঁর পর দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন বলিউডের মি ়পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ২০০৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত  সিনেমা 'তারে জামিন পায়'। এটি দর্শকের পছন্দের একটি সিনেমা ।  ১৮ বছর পর সিনেমাটির সিক্যুয়াল নিয়ে আসছেন আমির। নাম 'সিতারে জামিন পর'। এটি মুক্তি পাবে আগামী জুনে। অর্থাৎ এ সিনেমা দিয়েই প্রায় চার বছর পর পর্দায় আসছেন আমির। নাম 'সিতারে জামিন পার'। এটি মুক্তি পাবে আগামী জুনে। অর্থাৎ এ সিনেমা দিয়েই প্রায় চার বছর পর পর্দায় আসছেন এ অভিনেতা। বলা যায়, এটিই তাঁর কামব্যাক সিনেমা।

 শুরুতে ৩০ মে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে ২০ জুন চুড়ান্ত করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। একই মাসে আরেক হিট সিনেমা 'হাউস ফুল'র পাঁচ নাম্বার সিক্যুয়াল মুক্তি পাবে। এটা পরিপূর্ণ কমেডি সিনেমা। তাই আমিরকে লড়াই করতে হবে এটির সঙ্গে। বর্তমানে এ অভিনেতা সিনেমাটির প্রচারণায় কাজে ব্যস্ত রয়েছেন। বলা হচ্ছে, ২০০৭ সালের পর আমিরের আরও একটি মাষ্টারপিস দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্তরা। 'সিতারে জমিন পার'র থিয়েট্রিকাল ট্রেলার মুক্তি পাবে ১ মে। উল্লেখ্য, 'তারে জমিন পর' সিনেমাটি ইমোশনাল ও শিক্ষণীয় সিনেমা হলেও 'সিতারে জমিন পার' কমেডি ঘরানার বলে জানা গেছে । এ সিনেমায় আমির খানের সঙ্গে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন দর্শিল সাফারি ও জেনেলিয়া ।  এখন দেখার অপেক্ষা 'লাল সিং চাড্ডা'র দুঃখ কতটা ঘোচাতে পারে আমিরের এ সিনেমা।

বর্ষবরণে পালিত হলো শোবিজ তারকাদের

 প্রচারঃ ২ঃ০০, ২৪ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


শোবিজ তারকাদের অংশগ্রহণে পালিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আয়োজনে ও উপস্থাপিকা,নাট্যকার,নাট্যনির্দেশক শামীমা শাম্মীর পরিকল্পনায় উদযাপিত হয় পহেলা বৈশাখ - ১৪৩২। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সব তারকা।  উপস্থিত ছিলেন অভিনেতা, নির্মাতা আবুল হায়াত, তাঁর স্ত্রী শিরীন হায়াত, দিলারা জামান, রহমত আলী-জলি, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, তৌকীর আহমেদ, শাহেদ - নাতাশা, আমিন খান, মোশাররফ করিম-জুঁই,শাহনাজ খুশী, মনিরা মিঠু, মুনিরা ইউসুফ মেমী, বৃন্দাবন দাস, দিব্য সৌম্য, শাহেদ আলী দীপা, তাহমিনা সুলতানা মৌ, বিন্দু,কণা, সুষমা,শ্যামল মওলা, জাকীয়া বারী মম, আব্দুন নূর সজল,নিলয়,তানিয়া বৃষ্টি, হিমি,শবনম ফারিয়া, সারিকা সাবাহ, মোমেনা চৌধুরী, নীরব - লিজা সহ অনেকেই। অনুষ্ঠানে পারফর্ম করেন তারকা শিল্পীরা। জমকালো এক আয়োজনে নাচে - গানে বর্ষবরণ উদযাপনের এক ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হন শিল্পীরা।

মুগ্ধতা ছড়াচ্ছেন জেফার

 প্রচারঃ ১ঃ১০, ২৩ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জেফার 

সংগীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। সম্প্রতি তিনি তাঁর ভক্ত - অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি স্লিভলেস  শাড়িতে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন - 'নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়?" এদিকে কমেন্ট বক্সে একজন জেফারের রূপের প্রশংসা করে লিখেছেন - 'মাশা আল্লাহ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে ।' আরেকজনের কথায় - 'শুভ নববর্ষ জেফার, পয়লা বৈশাখ এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।' উল্লেখ্য, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সংগীত শিল্পী হিসেবে বেশ পরিচিত। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান।

সমালোচিত মাহি

 প্রচারঃ ২ঃ৫৫, ২২ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামিরা খান মাহী 

অভিনেত্রী সামিরা খান মাহী সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্যূ পরিবেশনা করেছিলেন। সেখানে তাঁর পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে তুমুলভাবে সমালোচিত হয়েছেন। তাঁর এমন পোশাকে নিন্দা জানান, নেটিজেনরা। কেউ কেউ বলেছিলেন, তাঁর আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। এত ট্রান্সপারেন্ট জামা পরেন কীভাবে তিনি। এসব সমালোচনা নিয়ে আবার পাল্টা বক্তব্য দিলেও তাঁর পারফরম্যান্স নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু মাহি বলেন, ভিডিওটি যিনি পাবলিশ করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁকে এমনভাবে উপস্থাপন করেছেন। পুরো নাচের মধ্যে অনেক মুদ্রা ছিল; কিন্তু সেখান  থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। তবুও মাহির এমন বক্তব্য মেনে নিতে নারাজ নেটিজেনরা। তাঁকে নিয়ে তাদের বিতর্ক থেমে নেই।

মহাকাশ ভ্রমণে কেটি পেরি

 প্রচারঃ ১০ঃ০০, ২১ এপ্রিল,২০২৫ 

অনলাইন ডেস্কঃ

কেটি পেরি 

মহাকাশ ভ্রমণে গেলেন মার্কিন পপতারকা কেটি পেরি। বিশিষ্ট মার্কিন  ইন্টারনেট উদ্যেক্তা এবং বিনিয়োগকারী জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশ রকেটে চড়ে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করবেন জনপ্রিয় এ তারকা। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়ন ক্ষেত্র থেকে উৎক্ষেপণ করা হয় নিউ শেপার্ড মহাকাশযানটি। মহাকাশ ভ্রমণে কেটি পেরির সঙ্গে জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ এবং সিবিএস উপস্থাপক গেইল কিংও অংশ নেন।  এ  ছাড়াও থাকবেন সাবেক নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বো, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। মহাকাশ যানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়।  এর জন্য কোনো পাইলটের প্রয়োজন হয়নি এবং ক্রূদের ম্যানুয়ালি এটি পরিচালনার দরকার হচ্ছে না।

পূর্ণিমার স্মৃতিচারণা

 প্রচারঃ ১২ঃ৩০, ২০ এপ্রিল, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

পূর্ণিমা 

প্রয়াত নায়ক মান্নার সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। সেসব সিনেমা দারুণ জনপ্রিয়তা  অর্জন করেছিল। সুপারডুপার  ব্যাবসাও করেছিল অনেক সিনেমা। কাজেই মান্নাকে মনে পড়াটাই পূর্ণিমার জন্য স্বাভাবিক। পূর্ণিমা বলেন, আমি বলব অনেক বেশি মনে পড়ে মান্না ভাইকে। মিস করার কথা যদি বলি তাহলে বলব, মান্নাকে খুব করে মিস করি। দুজন নায়ককে খুব মিস করি। প্রথমজন মান্না, দ্বিতীয় জন সালমান শাহ। মন খারাপ হলে মান্না ও আমার অভিনীত সিনেমা গুলোর গান ইউটিউবে দেখি। অনেক গান আছে। অনেক সিনেমা করেছি দুজনে। এমন কোন গান নেই যা শোনা হয়নি মান্না মারা যাওয়ার পর। বিশেষ করে মন খারাপ থাকলে বেশি বেশি শুনি। মান্নার সঙ্গে আমার শেষ সিনেমা 'পিতা মাতার আমানত'। এটিও ব্যাপক ব্যবসা সফল একটি সিনেমা। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা এটি। আসলে স্মৃতির শেষ নেই। অনেক বছর একসঙ্গে কাজ করতে গিয়ে প্রচুর স্মৃতি আছে। ঢাকাই সিনেমায় শক্ত একটা অবস্থান গড়েছিলেন তিনি। সেসব সুন্দর স্মৃতি সব সময় মনে পড়ে।



কেন আড়ালে বাঁধন

প্রচারঃ ১২ঃ১২, ১৯ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আজমেরী হক বাঁধন 

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী বাঁধন একমাত্র মেয়ে সায়রা আমানি সায়রাকে নিয়ে একা মা হিসেবে জীবন যাপন করছেন। মিডিয়া থেকে বিরতির পর ২০২৪ সালে তিনি আবারও অভিনয়ে ফিরে আসেন। এ সময় তিনি 'রেহানা মরিয়ম নূর' চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হন। পরে বলিউডের বিশাল ভরদ্বাজের 'খুফিয়া' ওয়েব ফিল্মেও তাঁকে দেখা যায়। এ  অভিনেত্রীর কিছুদিন ধরেই খোঁজ নেই। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন তিনি। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় শান্তিতে ছিলেন তিনি। বাঁধন বলেন, এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভিতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। 

রূপগঞ্জ মেলায় জয়া

 প্রচারঃ ১২ঃ০৫, ১৮ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান  

বাংলা নববর্ষে ১৪ এপ্রিল সকালেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেলায় যান অভিনেত্রী জয়া আহসান। সেখানে ইলিশ -পান্তা উৎসবে যোগ দেন তিনি। উৎসবে গিয়ে শুধু ঘুরে বেড়াননি। কবজি ডুবিয়ে খেলেন বৈশাখী খাবার। তিনি বলেন, খাওয়া দাওয়া চলছে কয়েক দিন ধরেই।  নববর্ষ উদযাপন তো প্রায় ৪ - ৫ দিন ধরে চলছে। নববর্ষে আমি নিজেই রান্না করেছিলাম। মেন্যুতে ছিল ইলিশ মাছের ল্যাজ ভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, নারিকেল ভর্তা, শুটকি ভর্তা, আম ডাল। আর হাতে তৈরি রসগোল্লা। নববর্ষের দিনের খাবার আয়োজন  নিয়ে জয়া বলেন, নববর্ষের পান্তা ভাত তো হবেই আর সেটা শুকনো লঙ্কা আর পিয়াজ দিয়ে জমিয়ে মাখা হয়। ওটাই স্পেশালিটি (হাসি)। আবার দই পান্তাও হয়। বিশেষ দিনগুলোতে আমিই রান্নাবান্না করি।  

পয়লা বৈশাখে শুটিংয়ে মিমি

 প্রচারঃ ১০ঃ ৫০, ১৬ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মিমি চক্রবর্তী 

পয়লা বৈশাখেও ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিমি চক্রবর্তী। তিনি 'রক্তবীজ - ২' ছবির শুটিং করেছেন। সেটেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। মিমির কথায় - নববর্ষে খাওয়া দাওয়া আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু পয়লা বৈশাখ বলে নয়, আমি বরাবরই খাদ্যরসিক। কিন্তু যেদিন থেকে নিরামিশাষী হয়ে গেছি, সেদিন থেকে অবশ্য আমার খুব একটা খাওয়া হয় না। অগত্যা মিস্টিটাই এখন আমার কাছে সবচেয়ে প্রিয়। নতুন বছরের শুরুটা হলো মিস্টি দিয়েই।   

৩৫ বৈশাখে মাকসুদের 'মেলায় যাই রে'

 প্রচারঃ ১০ঃ০৫, ১৫ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

মাকসুদুল হক 

'লেগেছে বাঙালির ঘরে ঘরে এ কি মাতন দোলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয়ে মাতন দোলা ! ়়়়় এ বুঝি বৈশাখ এলেই শুনি, মেলায় যাই  রে, মেলায় যাই রে ়়়়় আজ পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ মানেই দেশের অলিগলিতে বেজে চলা জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদুল হক ম্যাকের গাওয়া অসম্ভব জনপ্রিয় সেই গান 'মেলায় যাই রে ়়়়় ' । ১৯৯০ সালের মেগা হিট অ্যালবামের টাইটেল গান এটি। শিশু - কিশোর থেকে শুরু করে তরুণ - তরুণী, যুবক - যুবতী সহ বিভিন্ন বয়সিরা এ গানে নববর্ষ উদযাপন করেন। বাংলা নববর্ষ যেন এ গানটি ছাড়া উদযাপন পূর্ণ হয় না। গান তৈরির হিসাবে এবার প্রায় ৩৫ বছর হতে চলেছে 'মেলায় যাই রে'়়়়়'।  এত বছর পরও গানটি মানুষের স্মৃতিপটে আস্টেপৃষ্ঠে রয়েছে ভেবে ভীষণ আনন্দিত গানটির স্রস্ট্রা মাকসুদুল হক ম্যাক। তিনি গানটি নিয়ে বলেন, 'গানটির ভাবনা আমার মাথায় এসেছিল নববর্ষকে ঘিরে। আমাদের রণসংগীত আছে জাতীয় সংগীত আছে ,অনেক ধরনের বিশেষ সংগীতই হয়তো আছে, কিন্তু কোনো উৎসব সংগীত ছিল না। 'মেলা'ই সম্ভবত  আমাদের একমাত্র উৎসব সংগীত।'

 তিনি বলে যেতে থাকেন - 'মেলায় যাইরে'র মতো কালজয়ী গান একবারই সৃষ্টি হয়, বারবার নয়। গানটি ৩৫ বছর ধরে শ্রোতাদের মনে গেঁথে আছে , এটা সত্যিই বিস্ময়। অনেকে আমাকে চেনেও না। নামও জানে না। এখন এমন হয় কেউ একজন জিজ্ঞাসা করছে 'মাকসুদ ও ঢাকা'কে রে ?  তখন কেউ বলে, 'ওই যে মেলায় যাইরে  গানটা যে গাইছে, সে-ই মাকসুদ।' গানটির রেকডিংয়ের অভিজ্ঞতার স্মৃতি হাতড়ে তিনি বলেন, 'আমরা গানটি করি ১৯৮৭ সালের শেষ দিকে। প্রথমত গানটি একবারে লিখতে পারিনি। সময় লেগেছিল দুই মাস। লেখার পর সাত - আটবার সংশোধন করেছি। এরপর সুর করেছি। রেকডিং একদিনে হয়নি। সময় লেগেছে। ব্যান্ডের সদস্যদের সঙ্গে আমাদের কথা কাটাকাটি কত কিছু যে হয়েছে।' গানের কথা প্রসঙ্গে তিনি বলেন, 'গানে সেই চিত্র তুলে ধরতে চেয়েছি, যা প্রতি বৈশাখে আমাদের চোখে পড়ে। অনেক শব্দের কাটিকুটি শেষে বেরিয়ে এসেছিল কিছু ছন্দোবদ্ধ কথা। গানটি গেয়েছি মনপ্রাণ উজাড় করে। সংগীত কোন কাজ নয়, এক ধরণের সাধনা। যারা গান করেন তারা ভালো করেই জানেন, প্রতিটি সৃষ্টির পিছনে কতটা শ্রম - ঘাম ঝরাতে হয়। 

যাই হোক, গানটি রেকর্ড করার পর আমি, ফোয়াদ নাসের বাবু, পিয়ারু খান, লাবু রহমান, সেকেন্দার আহমেদ খোকা - প্রত্যেকেই অন্যরকম এক সৃষ্টির স্বাদ পেয়েছিলাম।' ছোটবেলা থেকেই ছায়ানটের সঙ্গেই যুক্ত ছিলেন মাকসুদ। তখন ঢাকায় ব্যাপক পরিসরে পয়লা বৈশাখ একমাত্র রমনা বটমূলেই হতো। গ্রাম গুলোতে সরগরম হলেও ঢাকায় বৈশাখী মেলা ছিল নিস্প্রাণ। তখনই তার মনে হলো বৈশাখী উৎসবে মানুষের ঢল নামাতে হবে। ' এই মেলার মাধ্যমে আমরা অনেক কিছু বলতে পারব এমন ভাবনা থেকেই গানটি তৈরি করেছি।  আমার বিশ্বাস, এ গানের মাধ্যমে  মানুষের সব ইন্দ্রিয় ছুঁয়ে যেতে পেরেছি; এমন কি জাগাতে পেরেছি আবেগও। আমি বিশ্বাস করি,মানুষের আবেগ ও ইন্দ্রিয়কে জাগ্রত করতে পারলে একটি গানের পক্ষে দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয়ে ওঠে। এ কারণেই 'মেলা' এমন শক্তি হয়ে উঠতে পেরেছে।' 

রোমান্টিক গল্পেই অভিনয় করতে চান নীহা

 প্রচারঃ ৯ঃ০০, ১২ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্কঃ


বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত 'মন দুয়ারি' নামে একটি নাটক। এর মাধ্যমে প্রথমবার জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন। নাটকটি বেশ জনপ্রিয় হয়। দর্শক এ জুটির নতুন আরও নাটক দেখারও আগ্রহ প্রকাশ করেন। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন এ জুটিকে নিয়ে ফের নির্মাণ করেন নাটক 'মেঘ বালিকা'। এটি গত ঈদে মুক্তি পায়। এটি থেকে বেশ সাড়া  পাচ্ছেন বলে জানান এ অভিনেত্রী। তার অভিনীত প্রায় সব নাটকই রোমান্টিক গল্পের। এ বিষয়ে নীহা বলেন, আমার মনে হয়, দর্শক আমাকে রোমান্টিক কাজে পছন্দ করেন। নির্মাতারা আমাকে রোমান্টিক কাজেই চান। এ ছাড়া আমিও রোমান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি। আপাতত এ ধরণের গল্পেই কাজ করে যেতে চাই।' এদিকে নীহা অভিনীত আরও দুটি নাটক শিগগির মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী। 

জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও প্রিয়াঙ্কা চোপড়া

প্রচারঃ ১২ঃ১৬ , ৯ এপ্রিল, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

আল্লু অর্জুন ও প্রিয়াঙ্কা

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সিনেমায় তার দাপট অনেকের চেয়ে বেশি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন নিজ ইন্ডাষ্ট্রির চেয়ে হলিউডের দিকেই বেশি মনোযোগী। এবার এই দুই তারকাকে জুটি বেঁধে ভারতীয় সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। সিনেমার পরিচালক শাহরুখের 'জওয়ান'র অ্যাটলি । এ নির্মাতা বর্তমানে 'পুস্পা' খ্যাত তারকা আল্লু অর্জুনকে নিয়ে নির্মাণ করছেন 'এ সিক্স'  নামে নতুন একটি সিনেমা। আর এতেই দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। অ্যাকশনে ভরপুর সিনেমাটি  তৈরি হচ্ছে অ্যাটলির নিজস্ব ষ্টাইলে। আল্লু অর্জুনও পুরো সময় এ সিনেমায় ব্যয় করছেন। শুটিং শুরুর আগে নির্মাতা প্রিয়াঙ্কার সঙ্গে তার চরিত্র নিয়ে আলাপও করেছেন। খবর অনুযায়ী, শাহরুখের 'জওয়ান'র মতো এ সিনেমায়ও আল্লু অর্জুনকেও দ্বৈত ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুস্পার পর সময় নিয়ে 'এ সিক্স' সিনেমাটি করছেন এ অভিনেতা। এটি মুক্তি পাবে তার জন্মদিনে। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বাহুবলী পরিচালক এসএস রাজামৌলির নতুন  সিনেমায় অভিনয় করছেন। অনেক বছর হলো আমেরিকায় স্থায়ী আবাস গড়েছেন এ নায়িকা। দেশটির নিউইয়র্কে স্বামী গায়ক নিক জোনাস ও কন্যা সন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি। গত মাসে ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে মুম্বাই এসেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হায়দ্রাবাদে যান। সেখানে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এতে তার নায়ক দক্ষিণেরই আরেক সুপারষ্টার মহেশ বাবু। এ  সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।     


সারা আলির হিংসা

 প্রচারঃ ০৮ঃ৫৭, ৬ এপ্রিল, শনিবার, ২০২৫

অনলাইন ডেস্কঃ


কয়েক বছর হলো ইন্ডাষ্ট্রিতে পা রেখেছেন সারা আলি খান। আরেক জন আলিয়া ভাট। মাত্র ১০ বছরের মধ্যে বলিউডের পয়লা নম্বর অভিনেত্রীর তকমা পাওয়া থেকে বিয়ে করে সংসারী হওয়া। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া, তারপর আবার এক সন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। বয়সের নিরিখে সারা ও আলিয়ার মধ্যে যে খুব ফারাক হয়েছে তেমন নয়। কিন্তু ক্যারিয়ারের দিক থেকে বলিউডের অনেককেই পেছনে ফেলে দিয়েছেন আলিয়া ভাট। সেটা দেখে মাঝে মধ্যে হিংসা হয় সারা আলির খানের। 

চতুর্থ দিনে কত আয় করল সিকান্দার ?

 প্রচারঃ ১ঃ১০, শনিবার, ৫ এপ্রিল ,২০২৫ 

অনলাইন ডেস্কঃ  


বলিউড মেগাস্টার সালমান খান দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এসেছেন। তার 'সিকান্দার' ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্সস অফিসের রেকর্ড ভেঙেচুরে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমান - ভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি 'সিকান্দার'। ঈদের সিনেমা হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিকান্দার। বাণিজ্য ওয়েব সাইট স্যাকনিল্ক - এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে 'সিকান্দার' ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে। তৃতীয় দিন ১৯ ়৫০ কোটি টাকা আয় করেছে।

আর চতুর্থ দিন আয় নেমেছে একেবারে ৯ কোটিতে! ২ এপ্রিল অর্থাৎ চতুর্থ দিন সিকান্দার আয় করেছে মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা। যার ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে সিকান্দারের আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা। বিশ্বব্যাপী ১০০ কোটি আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে এটি। এদিকে ছন্দ পতনের পাশাপাশি বক্স অফিসে সিকান্দার ভাঙতে পারেনি আগের কোনো রেকর্ড।

এ বছর ভিকি কৌশলের 'ছাভা' বা মোহনলালের 'এল -২ ঃ এমপুরান' কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি সিকান্দার। এছাড়া নিজের আগের সিনেমাগুলোর রেকর্ডও ভাঙতে পারেনি সালমান খান। যেখানে ঈদ মানেই সালমান তান্ডব বক্স অফিসে, সেখানে এবার সিকান্দারে নেই সেই আমেজ। 

গানে গানে ঈদ আনন্দ

 প্রচারঃ ১২ঃ২০, ২ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্কঃ


ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর গান প্রকাশ হয়েছে। এরমধ্যে রয়েছে 'বরবাদ' - এর প্রীতম হাসানের 'কখনো রোদ তুমি' এবং প্রীতম - দোলার 'চাঁদ মামা', দাঁগিতে তাহসান - মাশার 'একটু খানি মন' ও আফরান নিশোর কন্ঠে দাগির টাইটেল ট্রাক, জংলি'তে তাহসান -আতিয়া আনিসার 'জনম জনম', ইমরান - কনার, 'বন্ধু গো শোন', 'জ্বীন-থ্রি'তে ইমরান - কনার 'কন্যা' এবং খেয়ার কন্ঠে 'ব্যবধান'। এছাড়াও চাঁদরাতে প্রিন্স মাহমুদের সুর - সংগীতায়োজনে প্রকাশ পাবে 'জংলি' সিনেমায় 'মায়াপাখি', যেটি গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। অন্যদিকে ওয়েব ফিল্ম 'হাউসুইট'- এর 'মায়া মায়া লাগে' গানটি করেছেন বালাম। আর জিয়াউল পলাশ অভিনীত ফিকশন 'খালিদ'- এ  'কখনো আসো না' গান করেছেন শাফাত শামস। এদিকে ঈদ আয়োজনে রয়েছে আসিফ আকবরের 'ফিরে পাব কি আবার', জয় শাহরিয়ারের সুরে ফাহমিদা নবীর 'না হয় শুধু এতটুকু হোক', হাবিব ওয়াহিদের 'পাগল হাওয়া' ন্যানসি ও মুহম্মদ মিলনের 'ঈদ এল রে', বিপ্লবের 'ভালোবেসে ফেলেছি তোকে ইচ্ছের অধিক', মৌসুমী আক্তার সালমার 'বরবাদ', আরফিন রুমি - কাজী শুভর 'বেবি ডল', কাজী শুভর 'তোর লাগিয়া মায়া বাড়ে' মার্জিয়া বুশরা রোদেলার 'অকারণ', সানিয়া সুলতানা লিজার 'গরুর গাড়ি', বেলাল খান - লিজার দ্বৈত গান এফ এ সুমন - সুবর্ণার 'চান্দেরই আলো',সৈয়দ অমির 'বেবি রিলস ব্যানারে', তরুণ মুন্সীর 'নিজেরে বুঝি না', খায়রুল ওয়াসির 'হাবুডুবু', জিসান খান শুভর 'চলে যায়', সাগর দেওয়ানের 'প্রেম সাগর'। অন্যদিকে ঈদের নতুন চার গানে সৈয়দ আবদুল হাদী এবং ১০টি গান নিয়ে হাজির হবেন তশিবা। 

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...