ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্চা চলছে বিটাউনে। শুক্রবার খবর আসে, সুনীতা গত বছরের ডিসেম্বর মাসে বান্দ্রা পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে  ব্যাভিচার, প্রতারণা আর নির্যাতনের কথা। এমন আলোচনার মাঝেই হঠাৎই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দকে। সাদা পোশাক ও সানগ্লাসে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলো তার পুরো টিমও। পাপারাজ্জিদের দেখে হাত নেড়ে অভিবাদন জানান, এমনকি চুম্বন ছুড়ে দেন; তারপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরের ভেতরে চলে যান অভিনেতা। পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মিডিয়াকে এড়িয়ে চলার কোনো তাড়া ছিল না তার। বরং কিছু ছবি তোলার পর ধীরেসুস্থেই  ভেতরে প্রবেশ করেন। এদিকে হাটারফ্লাই - এর খবরে বলা হয়েছে, সুনীতা এখন পর্যন্ত প্রতিটি শুনানিতে আদালতে হাজির  থেকেছেন, কিন্তু গোবিন্দ একবারও যাননি। এ কারণেই তাদের ডিভোর্সের গুঞ্জন আরও জোরালো হয়েছে। 

মাদকবিরোধী ভিডিও দিয়ে কটাক্ষের মুখে আলিয়া

 প্রচারঃ ১২ঃ৩০, ২২ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আলিয়া ভাঁট 

বলিউড সেনসেশন আলিয়া ভাঁট খবরের শিরোনাম হয়ে এলেন। তবে কোনো নতুন সিনেমা কিংবা ব্যক্তিজীবন নিয়ে নয়, একটি সংস্থার পক্ষ থেকে জনস্বার্থমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে মূখ্য ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। সেই ভিডিওটি প্রকাশ করা হয় সংস্থাটির পেজ থেকেই। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অভিনেত্রী দর্শকদের বিশেষভাবে অনুরোধ করেছেন অনলাইনে গিয়ে  'ই - প্লেজ' নিয়ে মাদকবিরোধী শপথ নিতে।  ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে আলিয়া বলেন, আমি আলিয়া ভাট। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই মাদকাসক্তির মতো একটি গুরুতর সমস্যা নিয়ে। 

তিনি বলেন, এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকবিরোধী এ অভিযানে এনসিবিকে সমর্থন করি। আর বলি - মাদককে না বলুন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরেই শুরু হয় নেটিজেনদের মাঝে সমালোচনা। কমেন্টে কটাক্ষ এতটাই বেড়ে যায় যে, এনসিবি শেষ পর্যন্ত কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়। এক নেটিজেন আলিয়ার উদ্দেশ্য লিখেছেন - ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত, চোরকেই পাহারাদার বানানো হলো। আরেক নেটিজেন লিখেছেন, এরা নিজেরাই হাতেকলমে শিক্ষার থেকে জানে। ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়। 

সেদিনই সবকিছু শেষ করে দিয়েছিঃ অপু বিশ্বাস

 প্রচারঃ ১১ঃ৪০, ২০ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অপু বিশ্বাস 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ভক্তদের আগ্রহ বা ভালোবাসা একটুও কমেনি। বরং সিনেমার চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই আলোচনার ঝড় বেশি বইছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রাক্তন স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্ত মহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন,অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন। 

এমন সময়ে এক পডকাস্টে এসে অপু বিশ্বাস বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, নীরব থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয়। সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেননি। তবে তার অ্যাডমিনরা শাকিব - বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল, যা তিনি দেখেছেন। অপু বিশ্বাস বলেন, আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখেনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামারি কিছু মনে হয়নি।' তিনি আরও যোগ করেন, ১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনো কিছু নিয়ে অভদ্রতা  হোক, আমর ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।'    

উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি

 প্রচারঃ ৮ঃ৩২,১৯ আগস্ট,২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তানিয়া বৃষ্টি 

কিছুদিন আগে 'জয়িতার দিনরাত্রি' নামে একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বর্তমান প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শহরে জীবনের সাধারণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। প্রচারের পর এ গল্পটাই বৃষ্টির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে। সাধারণ থেকে বেপরোয়া হয়ে ওঠা এক মেয়ের গল্প এটি। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এ নাটকটি এরইমধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, 'সম্প্রতি যত নাটকে অভিনয় করেছি তারমধ্যে এটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা নির্মাতা তুহিন ভাইয়ের প্রতি। এদিকে কাছাকাছি সময়ে ইউটিউবে আরও প্রকাশ হয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নাটক।

টালিউডে রেকর্ড গড়লো 'ধুমকেতু'

 

প্রচারঃ ৪ঃ৩২, ১৮ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্কঃ 


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব - শুভশ্রী অভিনীত বহুল আলোচিত টালিউড সিনেমা 'ধুমকেতু'। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে যায়। প্রথম দিনেই সিনেমাটি আয় করে নেয় প্রায় ২ কোটি ১০ লাখ রুপি। পরের দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় 'ধুমকেতু'। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি। পরের দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় 'ধুমকেতু'। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি। 

মাত্র দুই দিনে টালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এ সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ ৯ বছর পর দেব - শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আবেগে ভাসছেন ভক্তরা। রানা সরকার প্রযোজিত 'ধুমকেতু' নির্মিত হয়েছে হৃদয়স্পর্শী এক কাহিনিকে কেন্দ্র করে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ ২০১৫ সালে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসলো এই ছবি।

ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিউডে ওপেন সিক্রেট। তবে সম্পর্ক ভাঙার সময়েই তারা অভিনয় করেছিলেন 'ধুমকেতু' তে। এখন তাদের দুজনের ব্যক্তিজীবন ভিন্ন পথে - শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, তাদের সংসারে আছে দুই সন্তান। অন্যদিকে দুই অভিনেত্রী রুক্মিণী  মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেব - শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টালিউডের সবচেয়ে বড় আকর্ষণ।   


'ওয়ার ২' দেখে কী বলছেন দর্শকরা

 প্রচারঃ ৪ঃ ২৪, ১৬ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


দীর্ঘ প্রতিক্ষীত অ্যাকশন থ্রিলার সিনেমা 'ওয়ার ২' অবশেষে মুক্তি পেয়েছে ।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করলেও, অনেকেই সিনেমার দুর্বল চিত্রনাট্যের সমালোচনা করছেন। ফলে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। 

১৪ ই আগস্ট সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকরা তাদের এক্স - এ মতামত জানাচ্ছেন। বেশিরভাগ দর্শকই জুনিয়র এনটিআরের দুর্দান্ত এন্ট্রি এবং মারমুখি দৃশ্যগুলোর প্রশংসা করছেন। অনেকে মনে করেছেন, কিছু দৃশ্য তিনি হৃতিককেও ছাপিয়ে গেছেন। সিনেমায় কিয়ারা আদভাণীকেও একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন - প্যাকড চরিত্রে দেখা গেছে। 

একজন দর্শক লিখেছেন  '#War 2  ছবির দ্বিতীয়ার্ধ একটু বোরিং, বিশেষত ক্লাইম্যাক্স।' আরেকজন মন্তব্য করেছেন '#War 2 পুরোই টর্চার। শুধুই জোরে  মিউজিক আর স্লো - মোশন এন্ট্রি ছাড়া কিছুই নেই। দুর্বল গল্প,বাজে ভিএফএক্স এবং অনুমান যোগ্য টুইস্ট। হৃতিক রোশনের অভিনয় ফ্ল্যাট; তবে জুনিয়র এনটিআর ঠিকঠাক। শুধু স্পাই ইউনিভার্স নয়, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে অ্যাকশন সিনেমা এটি। তবে অনেক দর্শকই সিনেমার অ্যাকশন এবং তারকাদের অভিনয়ের প্রশংসা করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'সিনেমাটি খুবই ভালো ভাবে শুরু হয়েছে , বিশেষ করে এনটিআরের এন্ট্রি দারুণ। ইন্টারভেলের টুইস্টটি খুবই উত্তেজনাপূর্ণ। যদি লজিক ও পদার্থবিদ্যাকে উপেক্ষা করা যায়, তাহলে চেজ, এবং ফাইট সিকোয়েন্স গুলো বেশ উপভোগ্য। হৃতিক রোশনের স্ক্রিন প্রেজেন্স এবং ওরার কোনো তুলনা হয় না, ওর অভিনয় অসাধারণ। জুনিয়র এনটিআর অ্যাকশন এবং আবেগপূর্ণ দৃশ্যে চমৎকার কাজ করেছেন। বলিউডে তাকে স্বাগত। হৃতিকের সঙ্গে তার রসায়ন ছিল অসাধারণ।' 

আরেক জনের মন্তব্য, 'কবির চরিত্রে হৃতিক রোশন মানেই, "পিওর সোয়াগ ও পাওয়ার"। জুনিয়র এনটিআর কাঁচা এনার্জি কাঁচা এনার্জি দিয়ে দৃশ্য গুলো নিজের করে নিয়েছেন। কিয়ারা আদভানিও একটি দারুণ অ্যাকশন চরিত্রে চমকে দিয়েছেন। শ্বাসরুদ্ধকর চেজ, দুর্দান্ত ভিজিএফএক্স এবং বিজিএম সব মিলিয়ে দারূণ। এছাড়াও একজন লিখেছেন, এনটিআর ছবির দ্বিতীয় প্রধান অভিনেতা নন, বরং তিনি প্রধান  ভিলেন। হৃতিকই সিনেমার মূল হিরো। আরেকজন বলেছেন, এনটিআর কিছুটা নতুনত্ব এনেছেন, কিন্তু তা যথেষ্ট নয়। হৃতিক যিনি একসময় স্টাইলিশ  অ্যাকশনের মুখ ছিলেন, তাকে পুনরাবৃত্তিমূলক এবং অনুপ্রেরণাহীন লাগছে - একই পোজ, একই হাসি,কোনো স্ফুলিঙ্গ নেই। সব মিলিয়ে 'ওয়ার ২' সিনেমাটি অ্যাকশন প্রেমীদের একাংশকে আনন্দ দিলেও, চিত্রনাট্যের দুর্বলতা অনেকের কাছেই হতাশাজনক মনে হয়েছে। 

জন্মদিনে কী কী উপহার পেলেন শ্রাবন্তী

 প্রচারঃ ১০ঃ০৫, ১৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্কঃ

শ্রাবন্তী চট্রোপাধ্যায় 

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্রোপাধ্যায়। ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছে। বুধবার (১৩ আগস্ট) এ  অভিনেত্রীর জন্মদিন। এর জন্য আজ সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন পেয়েছেন তিনি।  ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাত থেকে তার বাড়িতে অতিথিদের আনাগোনা। কেউ এনেছেন কেক,কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে। পাশাপাশি একের পর এক শুভেচ্ছার ফোন। এ দিন কাজ, বিতর্ক রাজনীতি কোনো  কিছু  নিয়ে কথা বলতে রাজী নন শ্রাবন্তী। বিশেষ দিনে শুধুই খাওয়া - দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানোয় তার লক্ষ্য। শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে লুকোছাপা করার ব্যপার নেই । কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যপার।

অভিনেত্রী জানালেন, তার নাকি আসলে দুটো জন্মদিন। তার কথায়, 'আমার দুটো জন্মদিন।  একটা ১৩ আগস্ট নিজের। আর ১৪ আগস্ট মা হিসাবে আমার জন্ম হয়েছিল। এ দিন আমার ছেলের জন্মদিন। তার পরেই আবার স্বাধীন ভারতের জন্ম। সব মিলিয়ে এ তিনদিন বরাবরই উদযাপনের মধ্যে দিয়েই কাটে আমার।' জন্মদিন উপলক্ষে শ্রাবন্তীর বাড়িতেই রয়েছেন তার মা - বাবা ও দিদি। তিনি বলেন, পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা স্পাইসি জন্মদিন।

প্রথমবার জেমসের সঙ্গে মেহজাবীন মেহা

 প্রচারঃ ১০ঃ৩৫, ১২ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা। প্রথমবারের মতো তিনি জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একই মঞ্চে গান করেছেন, যা এই শিল্পীর কাছে ছিল অনুপ্রেরণার। সম্প্রতি মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা - বাংলাদেশি ফেস্টিভাল বাংলা মেলা ২০২৫ - এর  আয়োজনে তাদের একই মঞ্চে দেখা যায়। গান গেয়ে দর্শদের হৃদয় মাতিয়ে তুলেন জেমস ও মেহজাবীন মেহা।  

মেহাজাবীন মেহা বলেন, 'জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবার একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে । এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক গুণী শিল্পীরা ছিলেন। সাজ্জাদ পারভেজ ভাইয়া এসেছে বাংলাদেশ থেকে। তার সঙ্গেও এটা আমার প্রথম শো। আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি।' 

এদিকে মেহা জানান, তিনি আরও ভালো ভালো কাজ করতে চান। মৌলিক গানেরও কাজ চলছে তার। খুব শিগগিরই কয়েকটি গান আসবে।  


ভিকির পরিচালনায় জুটি হয়ে আসছেন নিশো - নাবিলা

 প্রচারঃ ৬ঃ ৪৫, ১১ আগষ্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা 


ওটিটি দর্শকদের জন্য আসছে এক নতুন ধাঁচের থ্রিলার 'আকা'। সেখানে আবারও একসাথে কাজ করেছেন জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ এবং অভিনেতা আফরান নিশো। এই সিরিজে নিশোর বিপরীতে জুটি হয়েছেন 'আয়নাবাজি', 'তুফান', দিয়ে বাজিমাত করা মাসুমা রহমান নাবিলা। অভিনয় এবং নির্মাণের জাদুতে ভরা 'আকা' নির্মাণ আমার জন্য খুবই ইমোশনাল এক যাত্রা। আমি আগে অনেক থ্রিলার করেছি, কিন্তু এটি আমার প্রথম সোশ্যাল থ্রিলার। এই সিরিজের মাধ্যমে দর্শকদের সঙ্গে একটি এক্সপেরিমেন্ট করেছি। মুক্তির পর বোঝার চেষ্টা করব সেটার ফলাফলটা কেমন।'  

তিনি আরও যোগ করেন, 'নিশো ভাইয়ের সঙ্গে আগে অনেক কাজ করেছি তবে এই প্রথম কোনো সিরিজে একসাথে  কাজ করছি। তার সঙ্গে কাজে অভিজ্ঞতা সবসময়ই বিশেষ। আর নাবিলা আপুও খুব সহযোগী ছিলেন। সব মিলিয়ে 'আকা' আমাদের সবার জন্য বিশেষ একটি সিরিজ হবে।'  আরফান নিশো বড় পর্দায় এরই মধ্যে দুটি সফল সিনেমা উপহার দিয়েছেন। প্রায় তিন বছর পর তিনি ওটিটিতে ফিরছেন। তিনি বলেন, 'আমি সিরিজটি নিয়ে অনেক আশাবাদী। দর্শক এই নতুন ধারার থ্রিলারটি খুব উপভোগ করবেন বলেই প্রত্যাশা করছি।'  

আশাবাদী নাবিলাও। তিনি বলেন, 'আমার প্রথম সিরিজ হিসেবে 'আকা' খুবই বিশেষ আমার জন্য। আমি আশা করি দর্শকরা আমার চরিত্রে পাশাপাশি সিরিজটির গল্প, আবহ ও নির্মাণকেও ভালোবাসবে।' ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হওয়া 'আকা' সিরিজে রয়েছে ন্যায় - অন্যায়, শোধ - প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের চমৎকার সমন্বয়। এই নতুন থ্রিলারটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে।   

মেহজাবীনের আসল নাম জানলে চমকে যাবেন !

 প্রচারঃ ১১ঃ ০২, ৯ আগষ্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মেহজাবীন চৌধুরী 


ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এক দশকেরও বেশী সময় ধরে শোবিজ অঙ্গনে ধরে রেখেছেন নিজের দাপট। নাটক,বিজ্ঞাপন,ওয়েব সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত 'মেহজাবীন' নয় ! এছাড়াও পরিবারেও তাকে 'মেহজাবীন' বলে ডাকা হয় না, রয়েছে অন্য নাম। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানালেন, যাকে সবাই 'মেহজাবীন' বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ 'মেহজাবী' - যেখানে শেষের 'ন' উচ্চারিত হয় না। মেহজাবীন বলেন, শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।'   


অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে 'জেনিফার' নামেই ডাকেন। বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম 'জেনি', আর ভক্তরা ভালোবেসে তাকে 'মেহু' নামে ডাকেন। মেহজাবীন এই ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন।  

সেরা রাঁধুনী ৮ জিতলেন নিশাত

 প্রচারঃ ২ঃ৫৫, ৯ আগষ্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


টানা কয়েক মাস রান্নার তীব্র প্রতিযোগিতা,সাফল্য ব্যর্থতার গল্প আর নানান নাটকীয়তার পর গ্র্যান্ড ফিনালে'তে চূড়ান্ত বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 'সেরা রাঁধুনী সিজন ৮'। চূড়ান্ত পর্বে পর পর চারটি চ্যালেঞ্জ - 'কিংকর্তব্যবিমূঢ়', 'সি - ফুড চ্যালেঞ্জ', 'রেষ্টুরেন্ট চ্যালেঞ্জ', এবং মেগা কিচেন চ্যালেঞ্জ' - তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের স্কোরে নারায়নগঞ্জের নিশাত আনজুম হয়েছেন এবারের বিজয়ী। দ্বিতীয় হয়েছেন বগুড়ার তামান্না ইয়াসিন এবং তৃতীয় হয়েছেন নঁওগার জুয়াইরিয়া কামাল। সারাদেশ থেকে হাজারো প্রতিযোগীর রেজিস্ট্রেশনের পর বিভাগীয় অডিশনের মাধ্যমে গ্র্যান্ড অডিশনের জন্য নির্বাচিত হন দেশসেরা ৪৮ প্রতিযোগী। ঢাকায় গ্র্যান্ড অডিশনের পর তাদের মধ্য থেকে সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় ষ্টুডিও রাউন্ডের মূল প্রতিযোগিতা - মহামঞ্চ - এর লড়াই। আগের যেকোন  আসরের চেয়ে সেরা রাঁধুনী সিজন - ৮ সাজানো হয়েছিল আরও বড় পরিসরে।  তাই এবার প্রতিযোগীদের মুখোমুখী হতে হয়েছে সর্বাধিক সংখ্যক থিমভিত্তিক চ্যালেঞ্জের। তাদের বিচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শেফ নাঈম আশরাফ, রন্ধনবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমা। 

সব শেষে বাংলাদেশ চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনকে জমকালো করেন হৃদয় খান,ইমরান মাহমুদুল ও কণা। নৃত্যূ পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। এ ছাড়া অনুষ্ঠানে মঞ্চ মাতান অভিনয় শিল্পী তাসনিয়া ফারিণ, অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে অনুষ্ঠান শুরু হয় স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাদপ্রতিম স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে । এরপর স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ পারভেজ সাইফুল ইসলাম। বিজয়ীদের হাতে ডামি চেক এবং সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদ,হেড অব মার্কেটিংইমতিয়াজ ফিরোজ এবং তিন বিচারক। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিলেন মিডিয়াকম লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন, মিডিয়া পার্টনার দৈনিক কালেরকণ্ঠ এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।   

দেবের 'প্রাক্তন' আমার স্ত্রী প্রত্যেকেরই অতীত আছেঃ রাজ

 প্রচারঃ

অনলাইন ডেস্কঃ


দীর্ঘ প্রায় এক দশক পর ফের এক মঞ্চে দেখা গেল টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। সোমবার তাদের বহুল প্রতিক্ষিত ছবি  'ধুমকেতু' -র  ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এ  জুটিকে। আগামী ১৪ই আগষ্ট মুক্তি পাচ্ছে এই ছবি, যা বহু বছর  আগেই নির্মাণ সম্পন্ন হয়েছিল। দেব ও শুভশ্রী দুজনেই ছিলেন হাসিখুশি মেজাজে, একে - অন্যর সঙ্গে  খুনসুটিতে মাতেন, জবাব দেন ভক্তদের নানা প্রশ্নেরও। তবে অনুষ্ঠান ঘিরে নতুন করে আলোচনায় চলে আসেন শুভশ্রীর স্বামী, নির্মাতা ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তী। অনেকেই জানতে চেয়েছেন - সেই মঞ্চে কেন ছিলেন না রাজ ? এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার যোগাযোগ করলে রাজ জানিয়ে দেন, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে পরে শুনছেন সেখানে কি কি হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাজ বলেন, আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তাছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না !  আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন। আমরা দু'জনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে তার পরে বাকি দিক সামলানোর চেষ্টা করি।

দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বলেন, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এতদিন পরে 'ধুমকেতু'র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কিনা জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ,অনেকদিন পরে ওরা একটা জায়গায় আসছে । সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক। সবশেষ এই নির্মাতা বলেন, দেবের  'প্রাক্তন বান্ধবী' শুভশ্রী আমার বান্ধবী। প্রত্যেক মানুষের 'অতীত' আছে। আপনার জীবনেও হয়ত আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? (নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে । সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না ।  

ঈশিতার রুপোর ঝলক

 প্রচারঃ ১০ঃ৫২ ০১ আগষ্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

রুমানা রশীদ ঈশিতা 

নব্বই দশক মাতানো টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। এর বাইরেও তিনি একজন মডেল,গায়িকা,নৃত্যৃশিল্পী,লেখিকা এবং শিক্ষিকা। একটা সময় নান্দনিক অভিনয় দিয়ে দর্শক মাতালেও এখন খুব একটা অভিনয়ে দেখা যায়  না। অভিনয়ে না পাওয়া গেলেও মাঝেমধ্যেই নন্দিত এ অভিনেত্রী হাজির হন নতুন নতুন গান নিয়ে। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর গানে ফিরলেন তিনি। সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে তার নতুন গান 'রুপোর ঝলক'। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী এবং ঈশান মিত্র। ঈশিতা বলেন, "আসিফ ইকবাল ভাই একবার আমাকে 'রুপোর ঝলক' গানটির কথা বলেছেন। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি এবং ঈশান  মিত্র। ঈশিতা বলেন, "আসিফ ইকবাল ভাই একবার আমাকে 'রুপোর ঝলক' গানটির কথা বলেছিলেন। তখন আমি জানিয়েছিলাম, কেন করব না, অবশ্যই করব। তারপরই গানটি গাওয়া হয়। কিন্তু গানটি করার সময়ও জানতাম না যে গানটি  কোথায় যাবে। গানটা আমার কাছে খুব ভালো লেগেছিল, সে কারণে এগুলো নিয়ে আর কিছু জিজ্ঞেস করা হয়নি। পরে দেখলাম এটা 'নসিব' নাটকে ব্যবহৃত হয়েছে।" এখন ব্যস্ততা কি নিয়ে ? এ  নিয়ে তিনি জানান, 'এখন শোবিজ নিয়ে আমার কোনো ব্যস্ততা নেই । যতটুকু ব্যস্ত সেটা নিজেকে নিয়ে, পরিবার নিয়ে। আমার ছেলেটা সামনে ষোলো এবং মেয়েটা দশে পা দেবে।  

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...