আনকাট সেন্সর ছাড়পত্র পেল 'টগর'

 প্রচারঃ ৬ঃ ১০, ৬ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

পূজা চেরী ও আদর আজাদ 

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকায় আলোচিত সিনেমা 'টগর' পেয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট অর্থাৎ কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এ ছবিটির পরিচালক আলোক হাসান। 'টগর' - এ সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়নের গল্প তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী,অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যর প্রশংসা কুঁড়িয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক এক বিবৃতি জানিয়েছেন, 'আমরা দর্শকদের কাছে ছবিটি সম্পূর্ণ রূপে উপস্থাপন করতে পারছি বলে আনন্দিত।' সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। 'টগর' ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।  

মোশাররফ আর রাজকে নিয়ে চমকে দিলেন ফারিণ

 প্রচারঃ ৯ঃ৫৩, ৫ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

'আকাশেতে লক্ষ তারা ২ ়০ গানের দৃশ্য ভিডিও থেকে 

তাসনিয়া ফারিণকে রোমান্টিক চরিত্রেই দেখে বেশি অভ্যস্থ দর্শকেরা। তাঁকে 'পাশের বাড়ি মেয়ে' হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাঁকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে। তবে এবার খোলনলচে পাল্টে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আসছেন অভিনেত্রী। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় 'ইনসাফ' - এর টিজারে দেখা মিলেছে 'অচেনা ফারিণ' - এর। এবার সিনেমার গান 'আকাশেতে লক্ষ তারা ২ ়০' - এ  দেখা মিলল আবেদনময়ী ফারিণের। আজ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের  সিনেমার গানটি। ড্যান্স নম্বরটির হুকলাইন 'আকাশেতে লক্ষ তারা' নেওয়া হয়েছে মিল্টন খন্দকারের লেখা থেকে। 'কুলি' সিনেমার সুপারহিট গানটিতে সুর করেছিলেন আলম খান। কন্ঠ দিয়েছিলেন এন্ড্রকিশোর ও রিজিয়া পারভিন। পর্দায় ছিল ওমরসানি ও পপির দুরন্ত রসায়ন।

'আকাশেতে লক্ষ তারা ২ ়০' গানের দৃশ্য। ভিডিও থেকে  

 ছবিটির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। 'ইনসাফ' এর গানটি লিখেছেন সুদীপ কুমার। সংগীত পরিচালনা শওকত আলী ইমন। গেয়েছেন মিলা। গানটিতে নেচে - গেয়ে মঞ্চ মাতাতে দেখা গেছে ফারিণকে। তবে কেবল ফারিণ নন, গানটিতে শরীফুল রাজ ও মোশাররফ করিমের উপস্থিতিও ছিল বড় চমক। এ  ধরণের গানে এভাবে তাঁদেরও আগে পাওয়া যায়নি। সন্ধ্যায় নিজের ফেসবুকে গানটি শেয়ার করে ফারিণ লিখেছেন, 'ইইইয়াহ্'। গানে 'অচেনা ফারিণ'কে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, 'মাত্র দেখে আসলাম, গানের সাথে মিউজিকের সাথে ফারিণের ড্যান্স এককথায় অসাধারণ।' কিছুদিন আগে সাক্ষাৎকারে ফারিণ বলেছেন, প্রথমবারে পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন। এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। জানান,শুটিংয়ের পুরোটা সময় খুব উপভোগ করছেন।  

এবারও তারকা আড্ডায় হাজির হচ্ছেন মিম

 প্রচারঃ ৯ঃ ৩০, ৪ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বিদ্যা সিনহা মিম 

গত তিন বছর ধরে ঈদে কোন সিনেমা নেই বিদ্যা সিনহা মিমের। যদিও এর মধ্যে একাধিক সিনেমায় অভিনয় করেছেন, এবং মুক্তিও পেয়েছে। কিন্তু সেগুলো ঈদে নয়। তবে বড় পর্দায় না থাকলেও ঈদে ছোট পর্দায় হাজির থাকেন এ নায়িকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। হাজির হচ্ছেন নাগরিক টিভির একটি অনুষ্ঠানে। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনের পসরা সাজিয়েছে নাগরিক টেলিভিশন। নাটক, সিনেমার পাশাপাশি শোবিজ তারকাদের অংশগ্রহনে রয়েছে একাধিক অনুষ্ঠান। ঈদে এসব অনুষ্ঠানে অংশ নেবেন ১৪ জন তারকা অভিনেত্রী। জানা গেছে, ঈদের টানা সাতদিন প্রচার শুরু হবে 'তারকা আড্ডা' ও 'তারায় তারায়' নামে দুটি অনুষ্ঠান। আর দুই অনুষ্ঠানে প্রতিদিন দুইজন অভিনেত্রী উপস্থিত থাকবেন। প্রতিদিন রাত ৮টায় প্রচার হবে 'তারকা আড্ডা'। মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঈদের দিন উপস্থিত থাকবেন বিদ্যা সিনহা মিম। এতে অংশ নেওয়া প্রসঙ্গে মিম বলেন, 'অনুষ্ঠানে নিজের জীবন,ক্যারিয়ার নিয়ে কথা বলেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' একই অনুষ্ঠানের দ্বিতীয় দিন কেয়া পায়েল, তৃতীয় দিন তমা মির্জা, চতুর্থ দিন সুনেরা বিনতে কামাল, পঞ্চম দিন মিম মানতাসা, ষষ্ঠ দিন তাবাসুম ছোঁয়া এবং সপ্তম দিন শিরিন আক্তার শিলা উপস্থিত থাকবেন। এদিকে নীল হুরে জাহানের সঞ্চালনায় 'তারায় তারায়, অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন রাত ১০টায়। এতে ঈদের দিন উপস্থিত থাকবেন শবনম বুবলী। দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন,পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন উপস্থিত থাকবেন রুকাইয়া জাহান চমক।    

ঈদে চরকিতে আসছে 'বরবাদ', 'দাগি', 'চক্কর ৩০২', ও 'জংলি'

 প্রচারঃ ৬ঃ২০, ৩ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ



ঈদে চরকিতে আসছে শাকিব খানের 'বরবাদ', আফরান নিশোর 'দাগি', মোশাররফ করিমের 'চক্কর ৩০২', এবং সিয়াম আহমেদ অভিনীত 'জংলি'। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। চার সিনেমা নিয়ে চরকির এ  আয়োজনের নাম দেওয়া হয়েছে 'বিরাট গরুর হাট' পাওয়ার্ড বাই গ্রামীণফোন। কোন ছবি কবে আসবে, তা শিগগিরই জানানো হবে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, 'ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটতে চায়, পরিবার - স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়।দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।' তিনি আরও বলেন, 'রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকের সবচেয়ে উন্মাদনা ছিল, তার সবই এবার চরকিতে। দেশের অনেক জায়গাতে প্রেক্ষাগৃহ নেই বা সব সিনেমা প্রদর্শিত হয়নি । অনেক দর্শক সব সিনেমা দেখার সুযোগ পায়নি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে।'  

ঈদে কেন নিরব

 প্রচারঃ ১ঃ২০, ২ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে নিরব অভিনীত 'শিরোনাম' সিনেমাটি। নিরব বলেন, 'ঈদে আসার মতো শক্তিশালী গল্প সিনেমায় আছে বলেই এত  ছবির মধ্যেও ঈদেই আসছি। সিনেমায় গল্পের বিষয়বস্তু নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ঈদের অন্য সিনেমাগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারব বলেই ঈদে আসছি। বিগত ঈদগুলোতে দেখেছি কিছু সিনেমা মুক্তি থেকে সরে যায়। আর এখন ঈদ ছাড়া মানুষ সিনেমা দেখে না। সে কারণে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া একেবারে নতুন ধরনের গল্প নিয়ে আসছি। সিনেমায় অনেক ভালো কিছু  রয়েছে। ঈদে দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে শুটিং চলছে সিনেমাটির। সিনেমায় নায়িকা নিয়েও চমক রয়েছে।

মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

 প্রচারঃ ১ঃ ৫২, ০১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিষ্টিনা 

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি। ভারতের তেলেঙ্গেনায় গতকাল ৩১মে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিউটি প্যাজেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনালে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি।  তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগের বারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিজকোভা। ১০৭ দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সুচাতা জিতে নিলেন বিশ্ব সুন্দরীর খেতাব। মুকুট পরানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। আর করতালির মাঝে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ২২ বছর বয়সী  সুচাতা প্যাজেন্ট্রি জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাজু ও দ্বিতীয় রানারআপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।  

অপু আসেননি, নকুলে মাতল সিডনি

 প্রচারঃ ৩ঃ৩৫, ৩১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সিডনির ফাগুন হাওয়ার অনুষ্ঠানে গাইছেন নকুল কুমার বিশ্বাস 

সিডনির মিন্টো ইনডোর  ষ্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হলো 'ফাগুন হাওয়া  ফেষ্ট ২০২৫' - এর দশম বর্ষপূর্তির জমকালো সংস্করণ। বর্ণাঢ্য এ  উৎসবে রং, সুর, আলোর ঝলকানিতে যেন প্রাণ ফিরে পেয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মন। গত রোববার সেই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। মনোমুগ্ধকর পরিবেশনা, আবেগঘন কন্ঠ আর স্বতঃস্ফূর্ত মঞ্চ আচরণে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন সিডনির বাংলাভাষী দর্শক - শ্রোতা। শুরু থেকেই এ উৎসব ঘিরে আরেকটি নাম নিয়েছিল আলাদা উত্তেজনা  - নায়িকা অপু বিশ্বাস। সবকিছু চুড়ান্ত হলেও শেষ মুহূর্তে ব্যক্তিগত কিছু অনিবার্য কারণে তিনি আর সিডনিতে উড়ে আসতে পারেননি। ভিসা অনুমোদিত হলেও সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

আয়োজক সংস্থা ফাগুন হাওয়ার প্রধান তিসা তানিয়া প্রথম আলোকে জানান, 'অপু বিশ্বাসের ভিসা হলেও ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে সিডনিতে আসা সম্ভব হয়নি। আমরা তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছি। তবে অনুষ্ঠানের সর্বাঙ্গীণ রূপে যেন কোনো ঘাটতি না থাকে, সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাও করেছি ।  অপুর অনুপস্থিপিতে অনুষ্ঠানে একাই আলো ছড়ান কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তাঁর গানের কন্ঠের ছন্দ আর মঞ্চ দখলের স্বাভাবিক প্রতিভায় উৎসব প্রেমীর সিডনীবাসী ডুবে  গিয়েছিলেন এক অনন্য আবেশে। উৎসবের প্রাণ হয়ে ওঠেন তিনি। নকুল কুমারের পরিবেশনা ছিল প্রাণবন্ত, আবেগঘন এবং একই সঙ্গে নষ্টালজিক, যেন বাংলাদেশ থেকে সংগীতের একটুকরা আবহ নিয়ে এসেছিলেন মঞ্চে। পুরো উৎসবে ছিল শিশু - কিশোরদের নৃত্যূূ, কবিতা,ফ্যাশন শো, রঙিন ষ্টল আর মুখোরচক দেশীয় খাবারের সুবাস। তবে সবকিছুর মধ্যেও দর্শকদের হৃদয় জয় করে নেন নকুল কুমার বিশ্বাস।   

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...