আমিরের শেষ সিনেমার ইঙ্গিত

 প্রচারঃ ১২ঃ ২০, ১৫ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আমির খান 

ভারতের হিন্দি সিনেমা ইন্ডাষ্ট্রির অভিনেতা আমির খান তার শেষ কাজের ইঙ্গিত দিয়েছেন। এই অভিনেতা বলেছেন, "সিতারে জামিন পার" মুক্তির পরেই এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে। সেটি হলো 'মহাভারত' সিনেমার কাজ। হিন্দুস্তান টাইমস লিখেছে, 'মহাভারত'কে নিজের স্বপ্নের কাজ বলে বর্ণনা করেছেন আমির। তিনি বলেন, আমি মনে করি, এটি এমন একটি কাজ, যা একবার করলে মনে হবে এরপর আর কিছু করার বাকি নেই। এই মহাকাব্যটি স্তরভিত্তিক, আবেগঘন, বিস্তৃত এবং মহিমান্বিত।

এই জগতে যা কিছু রয়েছে, সবই মহাভারতে পাওয়া যায়। ৫৯ বছর বয়সী আমির বলেছেন, মহাকাব্যটির গভীরতা ও জটিলতা হয়ত তাকে এমন এক স্তরে পৌঁছে দেবে, যার পরে আর নতুন কিছু করার তাগিদ তিনি অনুভব করবেন না। হয়ত মহাভারত করার পর মনে হতে পারে আর কিছু করার নেই। জানি না নিশ্চিত, তবে এমনই মনে হচ্ছে । পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন আমির। আমির বর্তমানে 'সিতারে জামিন পার' সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমায় আমিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। 'সিতারে জামিন পার'  সিনেমায় ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন। এই ১০ জন হলেন আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শার্মা,আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। 

মুক্তির প্রথম দিনে কত আয় করল 'হাউজফুল ৫'

 প্রচারঃ ৭ঃ৫৮, ১৪ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি  সিনেমা 'হাউজফুল ৫' মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। তরুণ মনসুখানি পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (৬ জুন) মুক্তি পেয়েই বিশ্বব্যাপী আয় করেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি। ব্যবসায়িক দিক দিয়ে এটি অক্ষয় কুমারের নিজস্ব রেকর্ডও ছাড়িয়ে গেছে। বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, শুধু ভারতে সিনেমাটি প্রথম দিনেই নেট আয় করেছে ২৪ কোটি রুপি, আর মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি রুপি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ১২ কোটি রুপি। তথ্যসূত্র 'স্যাকনিল্ক' - এর একটি  প্রতিবেদন ।


 সিনেমার বিশাল তারকার তালিকায় রয়েছেন - অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সৌন্দর্য শর্মা ছাড়াও সঞ্জয় দত্ত,ফারদিন খান,শ্রেয়াস তলপড়ে,নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং,সোনম বাজওয়া, চাঙ্কিপান্ডে ও জনি লিভার। অক্ষয় কুমারের এ বছর মুক্তি পাওয়া অপর দুটি সিনেমা 'স্কাই ফোর্স' ও 'কেসরি চ্যাপ্টার - ২' - এর মধ্যে 'কেসরি - ২' মুক্তির দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি। সে তুলনায় 'হাউজফুল  ৫' প্রথম দিনের আয়ে অক্ষয়ের আগের সব সিনেমা ছাড়িয়ে গেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সুপারহিট সিনেমা 'সূর্যবংশী'র প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি ৫০ লাখ রুপি। এবার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে 'হাউজফুল ৫'।

ঢালিউড অভিনেত্রী রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ নেটদুনিয়া

 প্রচারঃ ৮ঃ১০, ১১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

                                                                                 রোজিনা 

ঢালিউড চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, তার সফলতার গন্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও - ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলী। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন রোজিনা। শুধু অভিনয়শৈলীতে নয়,ইন্ডাষ্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ছুটি কাটাচ্ছেন গ্রামেই। শেকড়ের টানেই এবারের ঈদ পালন করলেন নিজ গ্রামে। আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা - এমনকি এক অনুরাগীর গান শোনা - সবই মুহুর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ - সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না। আবার কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়  - চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন - দেশের বাড়িতে কান্না করছি ছোট মাছের চচ্চরি  আর বোয়াল মাছে ঝোল। প্রবাদ রয়েছে - 'যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে' - আর তারই বাস্তব উদাহারণ দিলেন রোজিনা। অভিনেত্রী এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।  

শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশালঃ সাবিলা নূর

 প্রচারঃ ৩ঃ৪৫, ১০ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাকিব খান ও সাবিলা নূর 

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা নূর। এরপর টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করেন। 'ইউটার্ন' ছিল তার অভিনীত প্রথম নাটক। এরপর অসংখ্য নাটকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নাম লেখায় ওটিটিতেও। সেখানে আলোচিত সব কনটেন্ট উপহার দিয়েছেন এ অভিনেত্রী। ছোট পর্দার গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখলেন সাবিলা। অভিষেক সিনেমাতেই সঙ্গী হিসাবে পেলেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানকে। ঈদে মুক্তি পেয়েছে এ জুটির প্রথম সিনেমা 'তান্ডব'। মুক্তির দিনই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন সাবিলা। সঙ্গে ছিল সাবিলার তান্ডবের টিম। 

সিনেমাটি দেখার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবিলা বলেন, চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম। মনে হয়েছিল আজ (ঈদের দিন ) পরীক্ষার দিন। যে কারণে সিনেমাটি দেখার আগ মুহূর্ত পর্যন্ত অনেক নার্ভাসে কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সব নার্ভাসনেস কেটে গেছে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, প্রথম সিনেমাতে শাকিব  খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল। মেগাস্টারের সঙ্গে কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। 

সাবিলা আরও বলেন, আমি খুবই ভাগ্যবতী। আমার সুন্দর একটি ডেব্যু হয়েছে। গুণী মানুষদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছি। এতদিন এমন একটি অভিষেকের অপেক্ষায় ছিলাম। উল্লেখ্য,ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা 'তান্ডব'। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা ়এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।  


নানাবাড়িতে পরীমনির ঈদ, কুড়ালেন আম

 প্রচারঃ ৮ঃ ৩২, ৯ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

পরীমনি  

পরীমনি এবার কুরবানির ঈদ কাটিয়েছেন নানাবাড়িতে। কচিকাঁচাদের সঙ্গে ঝড়ের রাতে আম কুড়াতে ছুটলেন তিনি। ঠিক ছেলেবেলার মতো কতটা আনন্দে মেতেছিলেন পরীমনি। সোশাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের ছোটদের নিয়ে নানার বাগানে ঢুকেছেন নায়িকা। সেখানে রয়েছে নানা ফলের গাছ। আর তা দেখে লোভ সামলাতে পারেননি পরী। ঝড়ের মধ্যে দৌড়ে দৌড়ে আম,কাঠাল, জামরুল কুড়িয়েছেন পরীমনি। ঠোঁটে লেগে চওড়া হাসি। সঙ্গী তার পোষ্য কুকুরটিও। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, এই যে জীবনের এতো সুন্দর স্মৃতিগুলো সব কি আর মলিন হয়ে যায় ! # নানুবাড়ী। প্রসঙ্গত, কয়েকবছর আগে পরীমনির নানা মারা গেছেন। তিনি ছিলেন অভিভাবক ও তার আশ্রয়স্থল। 

আনকাট সেন্সর ছাড়পত্র পেল 'টগর'

 প্রচারঃ ৬ঃ ১০, ৬ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

পূজা চেরী ও আদর আজাদ 

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকায় আলোচিত সিনেমা 'টগর' পেয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট অর্থাৎ কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এ ছবিটির পরিচালক আলোক হাসান। 'টগর' - এ সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়নের গল্প তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী,অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যর প্রশংসা কুঁড়িয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক এক বিবৃতি জানিয়েছেন, 'আমরা দর্শকদের কাছে ছবিটি সম্পূর্ণ রূপে উপস্থাপন করতে পারছি বলে আনন্দিত।' সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। 'টগর' ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।  

মোশাররফ আর রাজকে নিয়ে চমকে দিলেন ফারিণ

 প্রচারঃ ৯ঃ৫৩, ৫ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

'আকাশেতে লক্ষ তারা ২ ়০ গানের দৃশ্য ভিডিও থেকে 

তাসনিয়া ফারিণকে রোমান্টিক চরিত্রেই দেখে বেশি অভ্যস্থ দর্শকেরা। তাঁকে 'পাশের বাড়ি মেয়ে' হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাঁকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে। তবে এবার খোলনলচে পাল্টে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আসছেন অভিনেত্রী। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় 'ইনসাফ' - এর টিজারে দেখা মিলেছে 'অচেনা ফারিণ' - এর। এবার সিনেমার গান 'আকাশেতে লক্ষ তারা ২ ়০' - এ  দেখা মিলল আবেদনময়ী ফারিণের। আজ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের  সিনেমার গানটি। ড্যান্স নম্বরটির হুকলাইন 'আকাশেতে লক্ষ তারা' নেওয়া হয়েছে মিল্টন খন্দকারের লেখা থেকে। 'কুলি' সিনেমার সুপারহিট গানটিতে সুর করেছিলেন আলম খান। কন্ঠ দিয়েছিলেন এন্ড্রকিশোর ও রিজিয়া পারভিন। পর্দায় ছিল ওমরসানি ও পপির দুরন্ত রসায়ন।

'আকাশেতে লক্ষ তারা ২ ়০' গানের দৃশ্য। ভিডিও থেকে  

 ছবিটির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। 'ইনসাফ' এর গানটি লিখেছেন সুদীপ কুমার। সংগীত পরিচালনা শওকত আলী ইমন। গেয়েছেন মিলা। গানটিতে নেচে - গেয়ে মঞ্চ মাতাতে দেখা গেছে ফারিণকে। তবে কেবল ফারিণ নন, গানটিতে শরীফুল রাজ ও মোশাররফ করিমের উপস্থিতিও ছিল বড় চমক। এ  ধরণের গানে এভাবে তাঁদেরও আগে পাওয়া যায়নি। সন্ধ্যায় নিজের ফেসবুকে গানটি শেয়ার করে ফারিণ লিখেছেন, 'ইইইয়াহ্'। গানে 'অচেনা ফারিণ'কে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, 'মাত্র দেখে আসলাম, গানের সাথে মিউজিকের সাথে ফারিণের ড্যান্স এককথায় অসাধারণ।' কিছুদিন আগে সাক্ষাৎকারে ফারিণ বলেছেন, প্রথমবারে পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন। এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। জানান,শুটিংয়ের পুরোটা সময় খুব উপভোগ করছেন।  

ডিএমএস থেকে সম্রাটের গান

 প্রচারঃ ১০ঃ৫৫, ০৬ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ সম্রাট  দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক ষ্টেশন (ডিএমএস) থেকে প্...