মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

 প্রচারঃ ১ঃ ৫২, ০১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিষ্টিনা 

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি। ভারতের তেলেঙ্গেনায় গতকাল ৩১মে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিউটি প্যাজেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনালে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি।  তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগের বারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিজকোভা। ১০৭ দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সুচাতা জিতে নিলেন বিশ্ব সুন্দরীর খেতাব। মুকুট পরানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। আর করতালির মাঝে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ২২ বছর বয়সী  সুচাতা প্যাজেন্ট্রি জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাজু ও দ্বিতীয় রানারআপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।  

অপু আসেননি, নকুলে মাতল সিডনি

 প্রচারঃ ৩ঃ৩৫, ৩১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সিডনির ফাগুন হাওয়ার অনুষ্ঠানে গাইছেন নকুল কুমার বিশ্বাস 

সিডনির মিন্টো ইনডোর  ষ্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হলো 'ফাগুন হাওয়া  ফেষ্ট ২০২৫' - এর দশম বর্ষপূর্তির জমকালো সংস্করণ। বর্ণাঢ্য এ  উৎসবে রং, সুর, আলোর ঝলকানিতে যেন প্রাণ ফিরে পেয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মন। গত রোববার সেই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। মনোমুগ্ধকর পরিবেশনা, আবেগঘন কন্ঠ আর স্বতঃস্ফূর্ত মঞ্চ আচরণে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন সিডনির বাংলাভাষী দর্শক - শ্রোতা। শুরু থেকেই এ উৎসব ঘিরে আরেকটি নাম নিয়েছিল আলাদা উত্তেজনা  - নায়িকা অপু বিশ্বাস। সবকিছু চুড়ান্ত হলেও শেষ মুহূর্তে ব্যক্তিগত কিছু অনিবার্য কারণে তিনি আর সিডনিতে উড়ে আসতে পারেননি। ভিসা অনুমোদিত হলেও সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

আয়োজক সংস্থা ফাগুন হাওয়ার প্রধান তিসা তানিয়া প্রথম আলোকে জানান, 'অপু বিশ্বাসের ভিসা হলেও ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে সিডনিতে আসা সম্ভব হয়নি। আমরা তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছি। তবে অনুষ্ঠানের সর্বাঙ্গীণ রূপে যেন কোনো ঘাটতি না থাকে, সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাও করেছি ।  অপুর অনুপস্থিপিতে অনুষ্ঠানে একাই আলো ছড়ান কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তাঁর গানের কন্ঠের ছন্দ আর মঞ্চ দখলের স্বাভাবিক প্রতিভায় উৎসব প্রেমীর সিডনীবাসী ডুবে  গিয়েছিলেন এক অনন্য আবেশে। উৎসবের প্রাণ হয়ে ওঠেন তিনি। নকুল কুমারের পরিবেশনা ছিল প্রাণবন্ত, আবেগঘন এবং একই সঙ্গে নষ্টালজিক, যেন বাংলাদেশ থেকে সংগীতের একটুকরা আবহ নিয়ে এসেছিলেন মঞ্চে। পুরো উৎসবে ছিল শিশু - কিশোরদের নৃত্যূূ, কবিতা,ফ্যাশন শো, রঙিন ষ্টল আর মুখোরচক দেশীয় খাবারের সুবাস। তবে সবকিছুর মধ্যেও দর্শকদের হৃদয় জয় করে নেন নকুল কুমার বিশ্বাস।   

হারিয়ে যাচ্ছেন মধুমিতা !

 প্রচারঃ ১ঃ৫০, ২৮মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

মধুমিতা 

ইন্ডাস্ট্রিতে দেড় দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এত বছর পরও তাকে দেখলে 'পাখি'র কথাই মনে আসে দর্শকের। সেই রেশ যেন এখনো কাটেনি। মাঝে অনেক ওয়েব সিরিজ, সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। কিন্তু বক্স অফিসে এখনো নায়িকার তেমন দাপট দেখা যায়নি সেভাবে। সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেও যে তার তেমন 'দাপুটে উপস্থিতি' দেখা যায়, তেমনটা একেবারেই নয়। ফিল্মি পার্টি থেকেও তিনি দূরে থাকেন। তাহলে কোথায় হারিয়ে গেলেন মধুমিতা ? এক মাস আগে  মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'। সেই ছবিতেও যে নায়িকার অভিনয় খুব প্রভাব ফেলেছে, তেমনটা নয়। টলিপাড়ার তথাকথিত নামজাদা পরিচালকদের পছন্দের তালিকায় কি এত বছরেও নিজের জায়গা করে নিতে পারলেন না নায়িকা ? তার সটান উত্তর, সেটা তার পক্ষে বলা সম্ভব নয়। মধুমিতা বললেন, এতদিন যেসব পরিচালক আমায় কাস্ট করেছেন। সুতরাং কোন পরিচালকের আমায় পছন্দ হলো বা হলো না সেটা আমার হাতে নেই। নায়িকার সাফ জবাব, তিনি সারাক্ষণ নিজেকে জাহির করতে পারবেন না। এ মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে খুব ব্যস্ত তিনি। 


সম্রাটের সাফ কথা

 প্রচারঃ ২ঃ১০, ২৬মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সম্রাট 

প্রয়াত নায়করাজ রাজ্জাকের পুত্র ঢাকাই সিনেমার নায়ক সম্রাট। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে তিনি। তবে মাঝেমধ্যে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সম্প্রতি তিনি বলেন, আমি মনে করি, শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত নয়। যদি রাজনীতি করতেই হয় তাহলে অভিনয়ের ক্যারিয়ারটা বাদ দিয়ে রাজনীতিকে নতুন একটা কাজ হিসেবে নিয়ে করতে হবে । সম্রাট আরও বলেন, চাটুকারিতা করা শিল্পীদের কাজ নয়। একসময় দেখা যেত বাইরের লোকদের নিয়ে মালা দেওয়া হতো।  অনেকের সঙ্গে ছবি তুলতে বলা হতো। এটা শিল্পীদের কাজ নয়। আমাদের সময় তো এমন ছিল না। কারণ আমাদের মধ্যে সুবিধা নেওয়ার মনোভাব ছিল না। কারণ আমাদের মধ্যে সুবিধা নেওয়ার মনোভাব ছিল না। আর এটা করতে গিয়েই ঝামেলা তৈরি হয়েছে। শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, তিনি সত্যিই আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অনেক কষ্ট করেছেন। পরিশ্রম করে তিনি আজ নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়। তাকে দেখছি নানা চরিত্রে নিজেকে যেভাবে ফুটিয়ে তুলছেন তা অনবদ্য। একসময় আমার বাবা এবং ওই সময়ের অনেক অভিনেতা এটি করেছেন বলে তারা কিংবদন্তি হয়ে আছেন।

ঈদে নাঈম - মিথিলা

 প্রচারঃ ৬ঃ ১১, ২৫মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মিথিলা ও এফএস নাঈম  

কোরবানির ঈদে চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা 'জলে জ্বলে তারা'। সিনেমাটি ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় দেখা যাবে বলে জানিয়েছে চ্যানেল আই। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। 'জলে জ্বলে তারা' সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম। আর মিথিলাকে দেখা গেছে তারা চরিত্রে। চিত্রনাট্য সাজানো হয়েছে সামাজিক ও পারিবারিক গল্পে। যেখানে প্রেম আছে, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য্য আছে। 'তারা' নামের  এক মেয়ের জীবনকে ঘিরে গল্প এগিয়েছে। যে মেয়েটি সার্কাসের দলে কাজ করেন এবং পরিবারের সবাইকে হারিয়ে নদীর পাড়ে বসবাস করে। তার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসে হোসেন মাঝি। দুজনের জীবনের পথচলার নানা বাধা বিপত্তি ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প। 

সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

 প্রচারঃ ২ঃ২০,২৩ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল 

নতুন ছবি 'মা' - এর সাফল্য কামনায় আজ বৃহস্পতিবার সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালী  মন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। পূজা দিয়ে তিনি ফিরে যান কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে মুম্বাইয়ে। গতকাল বুধবার রাতে কলকাতায় এসেছেন কাজল। কাজল আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণেশ্বর মন্দিরে গেলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। কাজল তাদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান। মন্দিরে পূজা দিয়ে বের হয়ে এসে জানান, মা ভবানীর কাছে তিনি তাঁর আগামী ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। কাজল মন্দিরে এসেছিলেন শাড়ি পরে, একেবারে বাঙালি বেশে। কাজল 'মা' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন বিশাল পুরিয়া। ছবিতে আরও অভিনয় করছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জীতিন গুলতি, গোপাল সিং প্রমুখ। ছবিটি নির্মাণ করছে অজয় দেবগন ফিল্মস।  

কান উৎসবে বাঙালি সাজে বর্ষা

 প্রচারঃ ১০ঃ০০, ২২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বর্ষা 

ফ্রান্সের কান শহরে চলমান ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বর্ষা। প্রথম দিন থেকেই সেখানে বাঙালি নারীর সাজে ধরা দিয়েছেন তিনি। উৎসবে ওয়ার্ল্ড উইমেন অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে বক্তব্য রাখেন তিনি। 'নিউ এরা অব আইডেন্টিটি অ্যান্ড ইমপ্যাক্ট ইন গ্লোবাল সিনেমা' শীর্ষক এই আলোচনা পর্বে তিনি নারীর ক্ষমতায়ন, চলচ্চিত্রের প্রভাব এবং সমাজে নারীর অবস্থান নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। বর্ষা তার বক্তব্যের শুরুতেই নিজের পরিচয় দেন একজন বাংলাদেশি হিসেবে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন ব্যাবসায়ীও। কাজ করেন সমাজ উন্নয়ন ও বিশেষত নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। তিনি বলেন, অভিনয়ের বাইরে আমার ব্যাবসায়ী পরিচয়ে সবসময় নারীদের যুক্ত করার চেষ্টা করি। তাদের নেতৃত্ব দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জায়গায় কাজ করি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে  নারীর উন্নয়নে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে করতে পেরে আমি গর্বিত। সিনেমার শক্তি নিয়ে বর্ষা বলেন, বিশ্বজুড়ে সিনেমা এমন এক মাধ্যম, যার মাধ্যমে মানুষের চিন্তা মননে পরিবর্তন আসা সম্ভব।  বিশেষ করে বাস্তবভিত্তিক গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অধিকার ও আত্মপরিচয় তুলে ধরতে পারে। দক্ষিণ এশিয়ার প্রান্তিক নারীদের গল্পগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এতে করে তাদের প্রতি বিশ্বজনীন সহমর্মিতা ও সম্মান সৃষ্টি হয়। আলোচনায় বর্ষার সঙ্গে ছিলেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসী শিল্পী মারিয়ানী বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি। এদিন বর্ষা উপস্থিত হয়েছিলেন ঐতিহ্য বাঙালী সাজে লাল- কালো জামদানি শাড়ি, লাল ব্লাউজ, হাতে কালো ঘড়ি,হালকা গয়না ও খোলা চুলে এক অনন্য সৌন্দর্যে তিনি মঞ্চে উপস্থাপিত হন। উল্লেখ্য, এটি বর্ষার দ্বিতীয়বার কান উৎসবে অংশগ্রহণ। এর আগে ২০২২ সালে ৭৫তম আসরে তিনি অংশ নিয়েছিলেন তার স্বামী, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে।  

 

কাকে চান কাবিলা

 প্রচারঃ ৬ঃ৩৫, ২১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েণ্ট' নাটকের অন্যতম কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করা চরিত্র রোকেয়া, যা দর্শকদের অতি প্রিয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে কাবিলার প্রমোশনাল ভিডিও। সেখানে নির্মাতা অমির কাছে কাবিলা জানিয়েছেন, তিনি দেশ - বিদেশে গেলে দর্শকরা তাঁর কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়াকে বেশি দেখতে চায়। এমনকি বিদেশিরাও কাবিলার সঙ্গে রোকেয়াকে খোঁজেন ! এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়েছে কাবিলা। অমি প্রশ্ন রাখেন, রোকেয়াকে আনলে ইভার কী করব ? দুটি চরিত্র কিভাবে থাকবে ? উত্তরে কাবিলা বলেন, আমি আছি না ! কাবিলার যদি দুটি গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কীভাবে ?  আমার রোকেয়া - ইভা দুজনকেই লাগবে। আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট বেশি। প্লিজ আমার দুজনকেই লাগবে।

মোহনীয় নাটালি

 প্রচারঃ ১ঃ২০,২১ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাটালি পোর্টম্যান 


হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান হাজির হয়েছেন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। তাঁর উপস্থিতিতে যেন লালগালিচা পেয়েছে এক নতুন দীপ্তি। ফ্যাশন সচেতন এ অভিনেত্রীর পরনে ছিল এক নজরকাড়া কালো লেইস গাউন। অ্যালিগেন্স আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল যেন নাটালির প্রতিটি হাঁটায় প্রকাশ পেয়েছে। তিনি ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েছেন হাসি, স্নিগ্ধতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে। নাটালি পোর্টম্যান আবারও প্রমাণ করলেন, তিনি শুধুই একজন অভিনেত্রী নন, এক জীবন্ত স্টাইল আইকনও বটে। বলা দরকার ২০১০ থেকে নাটালি শুভেচ্ছা দূত হিসেবে কানের লালগালিচা মাড়াচ্ছেন ফরাসি ব্র্যান্ড ডিওর - এর  হয়ে। এবারও তার পরনে ছিল ডিওরের পোশাক। 

কানে এমা স্টোনের ওপর মৌমাছির হানা

 প্রচারঃ ১ঃ০০, ১৯ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন এডিংটন সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে লাল গালিচায় হাজির হয়েছিলেন। ছবি তোলার জন্য সহ অভিনেতা পেদ্রো  প্যাসকল ও অস্টিন বাটলারের মাঝে দাঁড়িয়েছিলেন হলিউডি এ অভিনেত্রী। সহশিল্পীদের নিয়ে স্টোন যখন রেড কার্পেটে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ান, তখন বাঁধে বিপত্তি। হঠাৎ করে অভিনেত্রীর মাথার ওপর উড়তে থাকে মৌমাছি। একটু ভয় পেয়ে পিছিয়ে যান স্টোন। মৌমাছিটি স্টোনের মুখের সামনে দিয়ে বারবার ঘুরতে থাকে। হাত দিয়ে তাড়িয়ে, ফু দিয়ে উড়িয়েও যে মৌমাছিকে সহজে সেখান থেকে সরানো যায়নি। কানে স্টোন ও মৌমাছি বিভ্রাটের এই খবর ও ছবি এসেছে পেজ সিক্সে। মৌমাছির দিকে ফুঁ দিয়ে সেটিকে সরিয়ে দিতে  চেষ্টা করেন অস্টিন বাটলার। বেয়ারা মৌমাছিটিকে কেউই স্টোনের সামনে থেকে সরাতে পারেননি। 

ঈদে আসছে পারভীন লিসার নতুন গান

 প্রচারঃ ৮ঃ২০, ১৮ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

পারভীন লিসা 

 আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে পারভীন লিসার গান 'দুঃখ বন্দনা'। গানটির গীতিকার ফাহদ হোসেন, সুর করেছেন সৌরভ হালদার এবং সংগীতায়োজন করেছেন তমাল হাসান। গানটিতে পারভীন লিসার সঙ্গে কন্ঠ দিয়েছেন সৌরভ হালদার। পারভীন লিসা বলেন, গানটির মিউজিক ভিডিওর শুটিং শীঘ্রই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। গানটির সংগীতায়োজনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কোরবানির ঈদেই শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে গানটি। এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরনার। এর কথা ও সুরে রয়েছে গভীরতা। শ্রোতাদের ভালো লাগবেই বলে বিশ্বাস করি। লিসা আরও বলেন, ফাহদ হোসেনের কথায় এটি আমার প্রথম কাজ। পাশাপাশি তমাল হাসান অসআধারণ মিউজিক করছেন। সৌরভ গানটিকে চমৎকার ভাবে তুলে ধরেছেন গলায়। আমাদের দুজনেরও প্রথম দ্বৈত গান এটি। পারভিন লিসা এর আগে আরও ছয়টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভিন্নধর্মী প্রতিটি গানের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজের শ্রোতা গড়েছেন। 'দুঃখ বন্দনা' তার সংগীত ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করবে বলে আশা করছেন এই শিল্পী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষা।    

দীপিকা নয়, শাহরুখ কন্যা সুহানার মা রানি মুখার্জি !

 প্রচারঃ ৬ঃ০৫, ১৭ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


চলতি মাস থেকেই শুরু হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি 'কিং' এর শুটিং। ছবিতে থাকছে বেশ কিছু চমক। যেমন থাকছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শাহরুখ কন্যা সুহানা। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর সুহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে। তবে এবার পাওয়া গেল অন্য খবর। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে সুহানার মা হতে পারেন রানি। বলিউডের একটি সূত্র অনু্যায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে 'কিং' অবতার ! এমনকী 'জওয়ান', 'ডাঙ্কি'র পর ফের ব্লকব্লাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। আর সে জন্য নাকি 'কিং' ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে সিদ্ধার্থ আনন্দ। তাই মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমড়ের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তার এই 'কিং' ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।

মুক্তি পেল জয়ার নতুন সিনেমা

 প্রচারঃ ১১ঃ১০, ১৬ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান 

করোনাকালে যখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল 'জয়া আর শারমিন' সিনেমার শুটিং। পাঁচ বছর আগের সেই সময়ের স্মৃতি  নিয়ে নির্মিত এই সিনেমাটি অবশেষে আজ (১৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মহসিনা আক্তার। সিনেমার গল্প নিয়ে পরিচালক পিপলু আর খান জানান, 'জয়া আর শারমিন' মূলত জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান -পতনের গল্প। কোভিড - ১৯ মহামারীর সময় দুই নারী এক বাড়িতে আটকে পড়ে একসাথে কাটাতে বাধ্য হন। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধন, কিন্তু বাইরের ভয়াবহ বাস্তবতা সেই সম্পর্কের ওপর ছায়া ফেলে। সিনেমাটি বন্ধুত্ব,ভয়, সাহস আর হারানোর অনুভূতির একটি আন্তরিক আখ্যান। চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত - প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত, অনুভূতির একটি আন্তরিক আখ্যান। 

চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত - প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্র একটা সিনেমা। কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে। জয়া আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে, 'জয়া আর শারমিন' সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি। মাত্র ১৫দিনে সীমিত একটি ইউনিট নিয়ে মহামারির মধ্যেই সিনেমার শুটিং সম্পন্ন হয় । অভিনয়ে ছিলেন জয়া আহসান, মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনায় পিপলু আর খান এবং জয়া আহসান। আজ থেকে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।  

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ - এ মিশু থাকছেন কি না, জানালেন অমি

 প্রচারঃ ৫ঃ৪০, ১৫মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

]

প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ - এর ফার্স্টলুক। দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে নাটকের প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। যেখানে দেখা মিলেছে জনপ্রিয় চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবুর (চাষী আলম)। তবে ফার্স্টলুকে দেখা মেলেনি ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র শুভর ( মিশু সাব্বির )। এরপরই নেটিজেনদের প্রশ্নঃ তাহলে কি 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ - এ থাকছেন না মিশু সাব্বির? বিষয়টি নিয়ে পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। এই নির্মাতা জানালেন, ব্যাচেলর পয়েন্টে শুভ থাকছেন। তবে স্বশরীরে নয়।

অমির কথায়, 'মিশু তো বর্তমানে কানাডাতে। যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না ব্যাচেলর পয়েন্টে,  এমনও  কিন্তু নয়। সে হয়তো কোনো পর্বে ভিডিও কলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে।' এই নির্মাতা বললেন, 'অনেকেই তো এখন নেই, যারা গতবারের সিজনে ছিলেন। হয়তো আরও নতুন কিছু চরিত্রের দেখা মিলবে এবারের পর্বে। তবে নামগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না।' উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬ তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৪'।  শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। ইতোমধ্যেই শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই নাটকের তারকারা।

সপ্তাহ পেরিয়ে অজয়ের 'রেইড - ২' , কত আয় করেছে সিনেমাটি

 প্রচারঃ ৮ঃ০০, ১৪ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অজয় দেবগন 

 

অজয় দেবগন অভিনীত 'রেইড - ২'  সিনেমাটি ১ মে মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ঝড়  তুলেছিল। তবে অষ্টম দিনে এসে 'রেইড - ২'র আয় অনেকটাই কমেছে। 'স্যাকনিল্ক'র মতে, 'রেইড - ২' সিনেমাটি অষ্টম দিনে আনুমানিক আয় করেছে প্রায় ৫ ়১৫  কোটি রুপি। অষ্টম দিনে এসেছে অজয়ের সিনেমার আয় দাঁড়িয়েছে ৯৫ ়৬ ৫ কোটি রুপি। এর আগে বুধবার 'রেইড -২' সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪ ়৭৫ কোটি রুপি। 'স্যাকনিল্ক' জানিয়েছে সিনেমাটির আয় এরই মধ্যে বিশ্বব্যাপী আয় ১০০ কোটির গন্ডি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ছিল ১২০ কোটি রুপি। আর ভারতীয় বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত ৯৫ ়৬৫ কোটি রুপি। 

'স্যাকনিল্ক' আরও জানাচ্ছে, ১ মে মুক্তির প্রথম দিনে 'রেইড - ২' সিনেমাটির আয় ছিল ১৯ ়২৫ কোটি রুপি। ২ মে মুক্তির দ্বিতীয় দিনে 'রেইড - ২' সিনেমাটির আয় ছিল ১২ কোটি রুপি। ৩ মে মুক্তির  তৃতীয় দিন 'রেইড -২র' আয় ছিল ১৮ কোটি রুপি। ৪ মে মুক্তির চতুর্থ দিন 'রেইড-২'র আয় ছিল ২২ কোটি রুপি। ৫ মে মুক্তির পঞ্চম দিনে 'রেইড -২'র আয় ছিল ৭ ়৫ কোটি রুপি। ৬ মে মুক্তির ষষ্ঠ দিনে 'রেইড -২'র আয় ছিল ৭ কোটি রুপি। ৭ মে মুক্তির সপ্তম দিনে 'রেইড- ২'র আয় ছিল ৪ ়৭ ৫ কোটি রুপি। ৮ মে মুক্তির অষ্টম দিনে 'রেইড - ২'র আয় ছিল ৫ ়১ ৫ কোটি রুপি।

'রেইড - ২' সিনেমার চিত্রনাট্য একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। এটি ইনকাম ট্যাক্স রেইডের  উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটিতে অজয় দেবগন আবারও একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা  সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্রনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। রীতেশ দেশমুখ এ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে এ চরিত্রে দারুণ অভিনয় করেছেন রীতেশ। অন্যদিকে বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাঁশে দাঁড়িয়েছেন। রাজকুমার গুপ্ত 'রেইড - ২' সিনেমাটি পরিচালনা করেছেন, যিনি এর আগে 'রেইডে'র মত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেছেন। এটির প্রযোজক হলেন ভূষণ কুমার,কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যারা টি - সিরিজ ও প্যানোরমা ষ্টুডিওসের সঙ্গে মিলে  সিনেমাটি প্রযোজনা করেছেন।



   

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

পূজা চেরী 

কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত সিনেমা 'টগর' । আলোক হাসান পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন এ নায়িকা। এখন চলছে ডাবিংয়ের কাজ। বলা যায়, ঈদ - উল - আযহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েকবার ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা। 

বলা যায়, ঈদ সিনেমার চালিকাশক্তিতে থাকছেন এসব নায়িকা। সেদিক বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয়। গত ঈদুল ফিতরে শবনম বুবলী,তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি,সুনেরাহ বিনতে কামালরা বেশ নজর কেড়েছেন। আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে। এছাড়াও 'টগর' সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দীঘির । পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজা। 

তাই এ অভিনেত্রীর দিকেও এবার একটু বিশেষ নজর থাকবে নেটিজেনদের। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরী। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতে নায়কের ভূমিকায়  দেখা যাবে আদর আজাদকে।

মাকে নিয়ে সামিনা ও মুরাদ নূরের গান

  প্রচারঃ ১২ঃ ৬, ০৯ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামিনা চৌধুরী ও মুরাদ নূর 

মাকে নিয়ে নতুন একটি গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গাড়ির শিরোনাম 'নাড়ির বন্ধন'। এটি লিখেছেন কামরুল নান্নু সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি মা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন সুরকার। এ গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, 'মাকে নিয়ে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে।' আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন । মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ বুঝানোর মতো নয়। পৃথিবীর সব মা কে উৎসর্গ করলাম এ গান। তিনি আরও বলেন, "মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু গান আছে। এর মধ্যে 'মেঘবরষা'  শিরোনামের একটি গান বেশ প্রশংসিত। তরুণদের মধ্যে সে ভীষণ মেধাবী। শৈল্পিক ষ্টুডিওর  আড্ডায় পরিকল্পনা হয়। আমরা মাকে নিয়ে গান করব, সব কিছুর দায়িত্বই নূরকে দেই, সে প্রত্যাশার মতোই করেছে ।  মুরাদ নূর বলেন, 'আমার মা-ও বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি, এটাই আমার স্বার্থকতা ; আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারা আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। 

প্রকাশ হলো ন্যান্সির নতুন গান

  প্রচারঃ ২ঃ৫, ০৮ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

নাজমুন মুনিরা ন্যান্সি  

গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি।  মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতে সেখানে গিয়েছিলেন। দেশে ফিরেই প্রকাশ করলেন নতুন একটি গান। 'জানি আমি নেই' শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যান্সির নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে শিল্পী বলেন, 'গানটির  কথা - সুর গতানুগতিক ধারার বাইরের। তবে যারা গান হৃদয় দিয়ে অনুভব করেন তাদের কাছে এটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে আরও নতুন গান রেকডিংয়েও ব্যস্ততা রয়েছে এ  শিল্পীর। বেশ কিছু গান রয়েছে তার হাতে, এগুলোতে কণ্ঠ দিবেন তিনি। রেকডিংয়ের বাইরেও ব্যস্ততা রয়েছে ষ্টেজ শো নিয়ে। এদিকে গত ৩০ এপ্রিল একটি অসম্মানজক ঘটনার মুখোমুখি হয়েছিলেন এ শিল্পী।

 'রাজনৈতিক শিল্পী' আখ্যা দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্লাবের একটি কনসার্টের শিল্পী তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন ন্যান্সি। সামাজিক মাধ্যমে অভিযোগ করে এক পোস্টে তিনি লিখেন, "অনুষ্ঠানের আগের রাতে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে আমি জানতে পারি। কারণ হিসাবে আয়োজকরা জানান, রাজনৈতিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক  পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? 




অষ্ট্রেলিয়ায় সাফার তিন নাটক

 প্রচারঃ ২ঃ২৬, ০৭ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

সাফা কবির 

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে এখন নাটকে খুব কম দেখা যায়। তবে উপস্থিতি মেলে ওটিটি কনটেন্টে। গত ঈদুল ফিতরেও প্রকাশ হয়েছিল এ অভিনেত্রীর একাধিক নাটক।  এদিকে অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন কুরবানি ঈদের নাটক নিয়ে। কিছুদিন আগেই তিন নাটকের শুটিং করতে গিয়েছিলেন অষ্ট্রেলিয়া। সাফা বলেন, 'সেখানে তিনটি নাটকের শুটিং করতে গিয়েছিলাম। দুটি নাটকে পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং অন্যটি মাহমুদ মাহিনের। নাটকগুলোতে আমার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। তবে নাটকগুলোর নাম চূড়ান্ত হয়নি। নাটক তিনটি কুরবানির ঈদে প্রচারিত হবে।' অন্যদিকে সাফাকে সবশেষে 'টিকিট' নামে একটি  ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল। গেল বছর শুরুর দিকেই এটি মুক্তি পায়। এরপর আর কোনো কাজে দেখা যায়নি।  

ফারিয়া শাহরিনের আক্ষেপ

 প্রচারঃ ৩ঃ৪৫, ০৫ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের আক্ষেপ মিডিয়ার 'সুগার ড্যাডি' নিয়ে। তিনি নিজে 'সুগার ড্যাডি'র পক্ষে নন। কাজল আরেফিন অমির 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে 'অন্তরা' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। তাই ফারিয়ার চেয়ে এখন অন্তরা নামেই তাঁকে বেশি চেনে দর্শকরা। বিগত কয়েক বছরে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে 'ব্যাচেলর পয়েন্ট' ফ্যাঞ্চাইজি। ইতিমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকরা, এবার আসছে এর সিজন ফাইভ। আর সেখানেও এবার দেখা যাবে অভিনেত্রী শাহরিনকে। সম্প্রতি ফারিয়া শাহরিন জানালেন, নায়িকাদের সংসার কেন টেকে না, এর বাইরে মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি, বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা। সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন, অন্যদের মত তাঁর নিজের এখানো গাড়িবাড়ি নেই। ফারিয়া বলেন, মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা খুবই সত্যি। কিন্তু বাংলো,গাড়িবাড়ি - আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না 'সুগার ড্যাডি' থাকে। আমার  ভবিষ্যতেও কোন 'সুগার ড্যাডি' হওয়ার সম্ভাবনা একশো ভাগই নেই। 

কখন ফিরছেন শাবনূর

 প্রচারঃ ১ঃ২২, ০৪ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাবনূর 

কখন দেশে ফিরবেন শাবনূর, কখনইবা তাঁর অসমাপ্ত সিনেমা 'রঙ্গন' - এর কাজ শেষ করবেন? এমন প্রশ্ন চলচ্চিত্রের মানুষ ও তাঁর প্রিয় দর্শক ভক্তদের। গত মার্চের শেষ সপ্তাহে তিনি মাত্র ৮ ঘন্টার জন্য দেশে এসেছিলেন তাঁর অসুস্থ মাকে চিকিৎসার জন্য অষ্ট্রেলিয়ায় নিয়ে যেতে। এখন তাঁর মা অনেকটাই সুস্থ বলে জানান এ অভিনেত্রী। গত ২৮ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই সিদ্ধান্ত নেন, দ্রুত বাংলাদেশে আসতে হবে। অভিনেত্রী আরও  বলেন, আম্মার এমন অবস্থা হয়েছিল, মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। 

সেদিন তাঁর শারিরীক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও ্পারছিলেন না। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি। শাবনূর বলেন, মাকে নিয়ে আবার দেশে ফিরব। তবে আমি চাই মা আরেকটু সুস্থ হয়ে উঠুক। দেশে ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব। শাবনূর বলেন, ফিরতে একটু দেরি হতে পারে। কারণ আমার একমাত্র ছেলে আইজানের স্কুল এখন খোলা। আগামী জুন একমাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব। 

নাজনীন নীহার মেঘের বৃষ্টি

 প্রচারঃ ১ঃ৪০, ০৩ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাজনীন নীহা  

বর্তমান প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। স্বল্প সময়ের ক্যারিয়ারে একাধিক আলোচিত নাটকে অভিনয় করে অর্জন করেছেন দর্শক প্রিয়তা। অভিনয় করেছেন নাটকের  জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে। সম্প্রতি বেশি আলোচনায় এসেছে জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুঁটি বেঁধে অভিনয় করা তাঁর দুটি নাটক। ভালোবাসা দিবসে প্রচার আসে এ জুঁটির 'মন দুয়ারী' ও ঈদুল ফিতরে মুক্তি পায় 'মেঘ বালিকা'। দুটি নাটকেই অভাবনীয় সাড়া পান এ  অভিনেত্রী। সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন 'মেঘের বৃষ্টি' নামে একটি নাটকের । এতে তার সহ অভিনেতা ফারহান আহমেদ জোভান। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। 

জানা গেছে, শিগগিরই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এটি হতে যাচ্ছে ঈদের পর এ অভিনেত্রীর প্রথম কাজ। আমেরিকা থেকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে দেশে এসে মেঘ দেখে, তাঁর পছন্দ করা ছবির পাত্রীর সঙ্গে বাস্তবের পাত্রীর কোনো মিল নেই। তারপর গল্প মোড় নেয়  অন্যদিকে। এ প্রসঙ্গে নীহা বলেন, 'রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটিও তেমন একটি নাটক। কাজ করে বেশ ভালো লেগেছে। আমি আশাবাদী আমার জন্য কাজগুলোর মতো এটিও দর্শক গ্রহণ করবেন ও ভালো সাড়া পাব।   

উচ্ছ্বাসে ভাসলেন মেহজাবীন

 প্রচারঃ ৯ঃ০০, ২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

মেহজাবীন চৌধুরী 

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বর্তমান ব্যস্ততা সিনেমা ঘিরে। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন অচিরেই ভালো কোন বার্তা দেবেন। অর্থাৎ, ক্যারিয়ারের তৃতীয় সিনেমার অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। গত বছরেই সিনেমায় অভিষেক হয়  তাঁর। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত  দ্বিতীয় সিনেমা 'প্রিয় মালতী'। সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন শঙ্খ দাস গুপ্ত। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা 'সাবা'। তবে দুটি সিনেমা নিয়েই এ অভিনেত্রী আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ও  প্রশংসিত হয়েছেন। পাশাপাশি অর্জন করছেন পুরস্কার। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা নতুন এক অর্জনের খাতায় নাম লিখিয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে 'প্রিয় মালতি'। এমন অর্জনে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন। 

সামাজিক মাধ্যমে তাঁর ছাপ দেখা গেছে। এদিকে গত বছরের ডিসেম্বরে ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পায় এ সিনেমাটি। 'প্রিয় মালতী' দিয়েই সিনেমায় অভিষেক ঘটে মেহজাবীনের। দেড় দশকের ক্যারিয়ারে টিভি নাটক ও সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এ সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় আগের সবকিছুকে ছাপিয়ে গেছে বলে মত দিয়েছেন বিজ্ঞজনরা। 'প্রিয় মালতী' সিনেমাটি এর আগে 'কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ও ভারতের 'গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' - এ  অফিসিয়ালি প্রদর্শিত হয়। এ ছাড়াও একাধিক উৎসবে অংশ নিয়েছে এটি। শিগগিরই তৃতীয় সিনেমার তথ্য নিয়ে সামনে আসবেন এ অভিনেত্রী। 


শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...